অভ্র কী-বোর্ড অটো ইনস্টল-অভ্র সাইলেন্ট ইনস্টল নিয়ে ২য় পোষ্ট

বাংলা ব্লগে অভ্র কী-বোর্ডের জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তা কতটুকু তা আশাকরি বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তাই অভ্রকে আরো একটু সহজ করতেই সফটওয়ারটি নিয়ে আমার আগ্রহটা বেশি। অভ্র সাইলেন্ট ইনস্টল নিয়ে এর আগে আরো একটি পোষ্ট করেছিলাম আমি। আর এটি দ্বিতীয় পোষ্ট। তখন যে সাইলেন্ট ইনস্টল প্যাকটি তৈরি করেছিলাম তার সাইজ একটু বেশি হওয়ায় অনেকেই আমাকে সাইজটা কমানোর জন্য মেইল করেছেন। যদিও পূর্বের প্যাকটি এ পর্যন্ত প্রায় ৮০০ বার ডাউনলোড হয়েছে। তাই ফ্রেন্ডদের অনুরোধে আমি অভ্রকে নিয়ে ২য় বার কাজ করেছি। পূর্বের সাইলেন্ট প্যাক আর বর্তমান সাইলেন্ট প্যাকের মধ্যে কিছু পার্থক্য নিয়েই আজকের পোষ্টটি। নিচে দুটি প্যাকের পার্থক্য তুলে ধরা হল।

পূর্বের সাইলেন্ট প্যাক
বর্তমান সাইলেন্ট প্যাক
পূর্বের প্যাকটি সাইজে অনেক বড়। প্রায় 23MB
বর্তমান প্যাকটির সাইজ 12MB
এটি শুধু C ড্রাইভেই ইনস্টলের যোগ্য। তাই উইন্ডোজ C ছাড়া অন্য ড্রাইভে থাকলে এটি কাজ করবে না।
উইন্ডোজ যে ড্রাইভেই থাকুক এটি কাজ করবে।
এটিতে শুধু Unijoy কী-বোর্ডটি যুক্ত করা হয়েছিল এবং এটি ডিফল্ট হিসেবে সেট করা ছিল।
এটিতে Unijoy, Bijoy2003 দুটি কী-বোর্ড যুক্ত করা হয়েছে এবং Bijoy2003 কে ডিফল্ড হিসেবে সেট করা হয়েছে। দুটির সাইজ প্রায় 2MB
এটি ইনস্টল হতে সময় লাগে মাত্র ২ সেকেন্ডের মত।
এটি প্রায় ৫-৭ সেকেন্ড মত সময় নেবে।
এটি Re-pack করে সাইলেন্ট ইনস্টল বানানো হয়েছিল যা সব সময় কাজ নাও করতে পারে। এটি সনাতন পদ্ধতি।
/VERYSILENT/NORESTART সাইলেন্ট কমান্ড সুইচ ব্যবহার করে সাইলেন্ট ইনস্টল প্যাক করা হয়েছে।
নতুন প্যাকটি আমি এক্সপি আর সেভেন দুই অপারেটিং সিস্টেমেই ব্যবহার করে দেখেছি। পূর্বের প্যাকটির মত এটিও সফলতার সাথে কাজ করেছে। আাগের মত নতুন প্যাকটিতেও F11 কে কী-বোর্ড সুইচ অর্থাৎ বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা পরিবর্তনের সুইচ করা হয়েছে। বাকি প্রায় সব সেটিংস মিল আছে।
অভ্র সাইলেন্ট প্যাক ডাউনলোড করুনঃ পূর্ব সাইলেন্ট প্যাক  বর্তমান সাইলেন্ট প্যাক এছাড়া পূর্বের পোষ্টটি দেখতে পারেন এখানে
সবশেষে অভ্রর সফলতা বহুগুণ বৃদ্ধি আর আপনাদের দোয়া কামনা করছি। ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরামর্শ থাকলে আমাকে একটু ধন্য করবেন। ভাল থাকবেন সবাই।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে সাথে আমিও অভ্র সহ সমস্ত বাংলা ফ্রীওয়ার এর সাফল্য কামনা করছি,পোস্টের জন্য ধন্যবাদ

অনেক সুন্দর একটি পোষ্ট।আমি অভ্র নতুন ব্যবহার করি ।বাংলা লিখতে অভ্র মাউস টাইপ ব্যবহার করি ।এই পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

😀 😀 খুব খুশি হয়েছি কামরুল ভাই 😀 😀

Thank you so much..:)

ami firefox e Avro die bangla likhte parchi na kono vabe e . onnanno browser die likhte parchi . problem ta ki keo ektu bolte parben plz !!!!!

    Level 2

    @saifraihan28: কি ধরনের সমস্যা একটু বলবেন? যেমন আমি লিখতেছি অভ্র দিয়ে কোন সমস্যা হচ্ছে না।
    আপনার পূর্বের অভ্র আন-ইনস্টল করে আমারটা ডাউনলোড করে ডাবল ক্লিক করে রান করুন। সেটাপ শেষে অভ্র চালু করুন ডেস্কটপ থেকে। এরপর F11 চেপে বাংলা লিখতে থাকুন। ডিফল্ট কী-বোর্ড bijoy2003।