পূর্বের সাইলেন্ট প্যাক | বর্তমান সাইলেন্ট প্যাক |
পূর্বের প্যাকটি সাইজে অনেক বড়। প্রায় 23MB। | বর্তমান প্যাকটির সাইজ 12MB। |
এটি শুধু C ড্রাইভেই ইনস্টলের যোগ্য। তাই উইন্ডোজ C ছাড়া অন্য ড্রাইভে থাকলে এটি কাজ করবে না। | উইন্ডোজ যে ড্রাইভেই থাকুক এটি কাজ করবে। |
এটিতে শুধু Unijoy কী-বোর্ডটি যুক্ত করা হয়েছিল এবং এটি ডিফল্ট হিসেবে সেট করা ছিল। | এটিতে Unijoy, Bijoy2003 দুটি কী-বোর্ড যুক্ত করা হয়েছে এবং Bijoy2003 কে ডিফল্ড হিসেবে সেট করা হয়েছে। দু’টির সাইজ প্রায় 2MB। |
এটি ইনস্টল হতে সময় লাগে মাত্র ২ সেকেন্ডের মত। | এটি প্রায় ৫-৭ সেকেন্ড মত সময় নেবে। |
এটি Re-pack করে সাইলেন্ট ইনস্টল বানানো হয়েছিল যা সব সময় কাজ নাও করতে পারে। এটি সনাতন পদ্ধতি। | /VERYSILENT/NORESTART সাইলেন্ট কমান্ড সুইচ ব্যবহার করে সাইলেন্ট ইনস্টল প্যাক করা হয়েছে। |
আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।
আপনার সাথে সাথে আমিও অভ্র সহ সমস্ত বাংলা ফ্রীওয়ার এর সাফল্য কামনা করছি,পোস্টের জন্য ধন্যবাদ