অনেকদিন ধরে ভাবতেছিলাম কি করে ইয়াহুর মত জি-মেইলেও Auto response অপশন চালু করা যায়। ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত পেয়েও গেলাম। এটা করার জন্য আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।
প্রথমে আপনার Gmail একাউন্টে লগইন করুন।
তারপর Settings অপশন এ যান।
তারপর Vacation responder এ যেয়ে Vacation responder on অপশনে ক্লীক করুন।
টেক্সট বক্সে অটো রিপ্লাই মেসেজ হিসেবে যা লিখতে চান তা লিখুন।
তারপর Save Changes এ ক্লীক করুন।
এরপর থেকে যারাই আপনাকে মেসেজ পাঠাবে তারাই আপনার অটো মেসেজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনার কাছে একটি বিষয় জানতে চাই ।
যা হলো—–
এক মেইল আইডি থেকে অন্য মেইল আইডিতে কিভাবে ডাইভার্ট করা যায় ?
অর্থাৎ আমি কেবলমাত্র একটি ইয়াহু আইডি সবসময় ব্যবহার করি এবং আমার অন্যান্য আইডিগুলো এই আইডিতে ডাইভার্ট করতে চাই, যাতে করে অন্যান্য আইডিগুলোর মেইল এই আইডিতে আসে।
আর YAHOO AUTO RESPONSE চালু করতে নিচের টিউনটি দেখা যেতে পারে–
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/11768/
——————@ ধন্যবাদ @——————–