পেনড্রাইভ কিনবেন?? তাহলে কিছু বিষয় জানা রাখুন।।

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আমার মনে হয় এই ব্লগে এমন কেউ নেই, যার একটিঅ পেনড্রাইভ নেই। এখন এটি এতটা প্রয়োজনীয় জিনিস যে কারো কম্পিউটার না থাকলেও পেনড্রাইভ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে পেনড্রাইভ কিনার আগে কিছু ব্যাপারে জেনে রাখা ভাল। তাই আজকে আমি আপনাদের কিছু টিপস দিব।
১। যতটা সম্ভব, বড় মেমরীর পেনড্রাইভ কিনবেন। এতে বড় ফাইল বিশেষ কারে মুভি নিতে সুবিধা হবে।
২। এখন কিনলে ৩২, ১৬ জিবি কিনতে পারেন। তবে মিনিমাম ৮ জিবি কিনবেন। কারন ২, ৪ জিবির পেনড্রাইভ এখন প্রায় মার্কেট আউট। তাই ভবিষ্যতে ওয়ারেন্টি থাকলেও নতুন চেঞ্জ পেনড্রাইভ পাবেন না।
৩। ওয়ারেন্টি কতদিনের তা জানা নিবেন। এখন অধিকাংশ কোম্পানী লাইফ টাইম ওয়ারেন্টি দেয়।
৪। ভাল ব্র্যান্ডের পেনড্রাইভ কিনবেন। তাহলে ওয়ারেন্টি সার্ভিস নিশ্চিন্তে পাবেন।
৫। পেনড্রাইভের ডাটা ট্রান্সফার রেট কত, তা দেখে কিনবেন। পেনড্রাইভ যত ভাল হবে, তার ডাটা ট্রান্সফার রেট তত বেশি হবে। ফলে ফাইল ট্রান্সফার দ্রুত হবে।
৬। স্লাইডার পেনড্রাইভ এর চাইতে ঢাকনা যুক্ত পেনড্রাইভগুলো ভাল হবে। কারন এতে পানি ঢোকার সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকে।
৭। পেনড্রাইভ লক করার সুবিধা আছে কিনা দেখে নিবেন। এটা ২ ধরনের হতে পারে, একটা পাসওয়ার্ড সিস্টেম, আরেকটি সুইচ সিস্টেম। আপনার যেটা সুবিধা, সেটা নিবেন।
৮। সর্বনিম্ন দামের পেনড্রাইভ কিনবেন না। ধরুন ৮ জিবি পেনড্রাইভ ৮০০ টাকা আছে আবার ১৫০০ টাকা আছে। এখন এ ২টার মধ্যে পার্থক্য আছে। কম দামের পেনড্রাইভগুলোর মেমরী চীপ সাধারনত পুরাতন, ডিফেক্টেড হয়। আরেকটু ভালভাবে বুঝিয়ে দিই। ধরুন কারো পেনড্রাইভ নষ্ট হয়ে গেল। ওয়ারেন্টির কারনে ওটা চেঞ্জ হল। কোম্পানীগুলো ঐ নষ্ট পেনড্রাইভ গুলো ঠিক করে কম দামে আবার বিক্রি করে। তখন ঐ পেনড্রাইভ গুলোর দাম অপেক্ষাকৃত কম হয়।
৯। অনেক সময় পেনড্রাইভের যে জায়গা থাকার কথা, তার অর্ধেক থাকে [বিশেষ করে চাইনিজ গুলাতে]। মানে ৮ জিবির জায়গাতে ৪ জিবি থাকে। যদিও কম্পিউটারের প্রোপার্টিজ এ ৮ জিবি লিখা থাকে। এর কারন হল কিছুকিছু পেনড্রাইভ এ ১টি চীপ এর বদলে ২ টি থাকে। মানে ৮ জিবির ১ টি চীপ এর বদলে ৪ জিবি+ ৪ জিবি ২ টা চীপ থাকে। তখন ১ টি নষ্ট থাকলেও এটি কম্পিউটার ধরতে পারে না। ফলে দেখা যায়, অর্ধেক জায়গা ভরার পর পুরো ফাইল ট্রান্সফার না হয়ে শুধু সর্টকাট কপি হয়।
১০। প্লাস্টিক বডির চাইতে মেটালিক বডির পেনড্রাইভগুলো ভাল হয়।
১১। উইন্ডোজ ৭ সাপোর্টেড পেনড্রাইভ কিনবেন।
১২। সামর্থ থাকলে পেনড্রাইভ না কিনে পোর্টেবল হার্ডডিস্ক কিনবেন।
১৩। পেনড্রাইভ না কিনে একই জায়গার মেমরী কার্ড নিতে পারেন। যা আপনি দরকার হলে মোবাইল অথবা ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন।
১৪। made in china এর চাইতে made in Taiwan এর পেনড্রাইভ ভাল হবে।।

Level 2

আমি অচেনা অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো। তবে কোন Brand এর Pendrive গুলো ভালো বললে ভালো হতো। Thanks a lot

আমার চয়েজ মত ব্র্যান্ডের ক্রম দিলাম
HP> TOSHIBA> SANDISK> KINGSTONE> PQI> A-DATA> TWINMOS> APACER> TRASCEND

এর মধ্যে hp, toshiba বাংলাদেশে সহজলভ্য না। তাই জিনিস ভাল হলেও ওয়ারেন্টি সার্ভিস কেমন পাবেন, তা নিয়ে কিছু বলতে পারছি না। sandisk & kingstone অসাম। কিন্তু life time warranty দেয় না, অবশ্য দরকারও পরেনা, কারন এগুলা নষ্ট হয় না। আর বাকি ব্র্যান্ডগুলো এদেশে সহজলভ্য, তবে transcend না কিনে twinmos / apacer কিনতে পারেন, কারন transcend আমার কাছে খুব হালকা [দুর্বল] মনে হয়।। ধন্যবাদ।।

আমার সিলিকন পাওয়ার লিস্টে নাই 🙁 ২ বছর হইল, কিসু হয়নাই :'(

মিস হইয়া গেছে.. Silicon power আর twinmos প্রায় একি কোয়ালিটির। ধন্যবাদ..

Level 0

Thanks for your post . Grade : A+

Level 0

সুন্দর পোস্ট। অনেক উপকারি হলাম

Level New

Portable HDD এর যা দাম !!! কবে দাম কমতে পারে, কেও বলতে পারেন ?

    @Emran: শুধু পোর্টেবল এর দাম দেখে ভয় পেলেন?ইন্টার্নাল এর দাম শুনলেও তো ভয় লাগার কথা।

Level 0

Taiwan er VERICO BRAND er pendrive KEMON?

দারুন
ধন্যবাদ

আমার জানা নেই।।

ami twinmoss 8gb use korechi 2ta. Er data rate khub i kom. Transend er data rate valo. But mal onek halka.

Level 0

আমি tracnscend ইউজ করি ……… transfer rate এক্কেরে ফালতু 🙁 (আপনার নিক কী vanguard?)

ভাই পেনড্রাইভ নষ্ট হইলে ঠিক করার কোন সফট আছে ??? আমার ৮ জিবি SANDISK পেনড্রাইভটা খালি ফরম্যাট চায় ফরম্যাট দেওয়ার পর কোন কাজ করে না 🙁

ভাই Transcend এক্কেরে ফালতু জিনিস। সেই তুলনায় Apacer বস ! দুই বছর ধইরা ইউজাইতেছি এখন পর্যন্ত একটু কাশিও দেয় নাই। আর Data transfer Rate ও Awesome ! 🙂

আমার পুরানো ৪ জিবি ট্রানসেন্ড এর একটা পেন্ড্রাইভ আছে।সেই রকমের ফাস্ট।এখন কার পেন ড্রাইভ এটার সামনে কিছুই না।পেন্ড্রাইভ এর কভার টা ভেঙ্গে গেছে।তাই স্কচ টেপ দিয়ে জোড়া মেরেছি।

Level New

দারুন পোস্ট। তবে বর্তমানের কথা চিন্তা করে ইউএসবি ৩ পেনড্রাইভের কথাটা উল্লেখ করে দিন। গতি নিয়ে আর চিন্তা করতে হবে না, সেটা ইউএসবি ২ পিসি হলেও।

চার বছরের অধিক সময় ধরে Transcend 4 GB ব্যবহার করছি, কৈ কোন সমস্যায় পড়িনি।

ধন্যবাদ পোষ্টের জন্য।

Level 0

আমার টা Team এর কোন সমস্যায় পড়িনি প্রায় ৩ বছর ধরে, আল্লাহ্‌র রহমতে।

একটা দরকারি পোস্ট দিসেন ভাই। ধন্যবাদ!

Level 0

আমি গত ৪ বছর ধরে Transcend এর একটি ৮ জিবি পেনড্রাইভ ব্যাবহার করছি। আজ এটাকে ফরম্যাট দিতে গিয়ে দেখি ফরম্যাট হছে না। অনেক ভাবেই চেষ্টা করেছি, কিন্তু ফল পাচ্ছি না। অভিজ্ঞদের সাহায্য কামনা করছি।

ফরম্যাট দিলে লেখা আসে “The disk is write protected”

সমাধানের অপেক্ষাই রইলাম।

    @Bajigar: HP এর কি একটা টুল আছে এই সমস্যাটা ঠিক করে দেয়। HP USB Disk Storage Format Tool নাম। ফ্রি জিনিস। সার্চ করলেই পাবেন।

Level 0

Thanks dear Anik bai. Kaje lagbe…

Level New

ভাই আমার apacer slim ছিল মালটা আমার খুব ভাল লাগত কারন সেটা ওয়াটার প্রুফ ছিল এবং অ্যাত স্লিম যে মানি ব্যাগে অনায়েসে ঢুকে যেত বাইরে থেকে বোঝাই যেত না । কিন্তু সেটা হারায় গ্যাছে খুব দুঃখে আছি টাকার জন্যে নই মালটার জন্যে কারন সেই ধরনের জিনিস আর পাইতাছি না ।

আমি খুব শখ করে চাইনিজ ব্রান্ড এর পেন্ড্রাইভ নিয়েছিলাম। খুব বেশিদিন টিকে নাই। বারবার শুধু করাপ্টেড হয়ে যায়। কিসের সমস্যা আমি জানি না। এখন আমি চাই অনলাইন থেকে যেমন https://www.bdstall.com/pen-drive/ এখান থেকে ব্রান্ড এর পেন্ড্রাইভ কিনতে চাচ্ছি।