ক্লিক করলে তবেই প্রদর্শিত হবে

সাধারণতঃ আমরা যখন মাউস নিয়ে স্টার্টমেনু্র কোন Programs-এর উপর যাই, তখন সেই Programs-এর যদি কোন সাবমেনু থাকে তাহলে automatically খুলে যাই। অনেকসময় এটি বিরক্তির কারণ হয়ে ওঠে। আপনি যদি চান শুধুমাত্র ক্লিক করলে তবেই উক্ত Programs-এর সাবমেনু প্রদর্শিত হবে তাহলে তা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-

  • প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।

menu-show-delay.jpg

  • এরপর HKEY_CURRENT_USER \ Control Panel \ Desktop এ যান।
  • এবার ডানপাশের প্যানেলে গিয়ে দেখুন একটি স্ট্রিং ভ্যালু রয়েছে যার নাম MenuShowDelay এটিকে ভ্যালু ডাটা 65534 দিয়ে Modify করুন।
  • ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।

আর একটি কথা- আগের অবস্থায় আনতে চাইলে Default ভ্যালু ডাটা 400 দিয়ে Modify করলে আগের অবস্থায় ফিরে আসবে।

অথবা,

  • টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে।
  • এবার Advanced ট্যাবে গিয়ে Start Menu Settings-এর Open Submenus When I Pause On Them With My Mouse অপশনটি আনচেক করে দিন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন।

এবার থেকে স্টার্টমেনু্র কোন Programs-এর উপর গিয়ে ক্লিক করলে তবেই উক্ত Programs-এর সাবমেনু প্রদর্শিত হবে নচেৎ নয়।

Level 0

আমি তন্ময় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তন্ময় বিশ্বাস। বর্তমানে আমি থাকি ভারতের,পশ্চিমবঙ্গে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তন্ময় ভাই দেখি পুরা রেজিস্ট্রি কী মাস্টার। গ্রইট ম্যান।

তন্ময় ভাই আমি মাত্র আপনার প্রোফাইল দেখলাম। আপনি ওপার বাংলা থেকে যোগ দিয়েছেন ভেবে খুবই ভাল লাগল। আপনি কী ওখানকার বাঙালি?

হ্যাঁ আমি ভারতে বসবাসকারী বাঙালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রোফাইল দেখে মন্তব্য করার জন্য।
আমার সম্পর্কে বিস্তারিত জানতে http://baghaban003.wordpress.com/ এইখানে যেতে পারেন।

তন্ময় ভাই আমি রেজি এডিটের প্রতি আগ্রহী হয়ে উঠেছি। HKEY_CURRENT_USER \ Control Panel \ Desktop তে ঘাটাঘাটি করলাম। ডিফল্ট অনেক কিছুই পরিবর্তন করা যায়। অনেক অনেক অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ। তো আর দ্দেরী না করে আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

ভাই দারুন জিনিস শিখলাম।অনেক ধন্যবাদ।