সাধারণতঃ আমরা যখন মাউস নিয়ে স্টার্টমেনু্র কোন Programs-এর উপর যাই, তখন সেই Programs-এর যদি কোন সাবমেনু থাকে তাহলে automatically খুলে যাই। অনেকসময় এটি বিরক্তির কারণ হয়ে ওঠে। আপনি যদি চান শুধুমাত্র ক্লিক করলে তবেই উক্ত Programs-এর সাবমেনু প্রদর্শিত হবে তাহলে তা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-
আর একটি কথা- আগের অবস্থায় আনতে চাইলে Default ভ্যালু ডাটা 400 দিয়ে Modify করলে আগের অবস্থায় ফিরে আসবে।
অথবা,
এবার থেকে স্টার্টমেনু্র কোন Programs-এর উপর গিয়ে ক্লিক করলে তবেই উক্ত Programs-এর সাবমেনু প্রদর্শিত হবে নচেৎ নয়।
আমি তন্ময় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তন্ময় বিশ্বাস। বর্তমানে আমি থাকি ভারতের,পশ্চিমবঙ্গে।
তন্ময় ভাই দেখি পুরা রেজিস্ট্রি কী মাস্টার। গ্রইট ম্যান।