অনেক সময় দেখা যায় কম্পিউটারের সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থেকে সিডি বা ডিভিডি বের হয় না। আবার বিদ্যুত্ চলে গেলেও সিডি বা ডিভিডি রমে সিডি বা ডিভিডি আটকে যায়। এ অবস্থায় সিডি বা ডিভিডি বের করতে হলে একটি জেমস ক্লিপ বা মাঝারি সাইজের সুঁই বা পিনের প্রয়োজন হবে। তবে এ ক্ষেত্রে জেমস ক্লিপ ব্যবহার করা ভালো। প্রথমে জেমস ক্লিপটি সোজা করে নিন। এখন সিডি বা ডিভিডি-রম ড্রাইভের দিকে লক্ষ করলে দেখা যাবে যে একটি ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি একেক ড্রাইভে একেক জায়গায় থাকে। এবার ক্লিপটি ওই ছিদ্রে ঢুকিয়ে একটু একটু করে চাপ দিতে হবে। চাপ দিলে ড্রাইভের প্লেটটি কিছুটা বেরিয়ে আসবে। এবার সিডি ট্রেটিকে হাত দিয়ে আস্তে আস্তে টেনে বের করুন এবং ট্রে থেকে সিডি বা ডিভিডিটি বের করে নিন।
সিডি বা ডিভিডিটি বের করা হলে ট্রেটি ধীরে ধীরে ভেতরে ঠেলে দিন। তবে সতর্কতার বিষয় এই যে, সিডি বা ডিভিডি পড়তে ড্রাইভ যদি অনেকক্ষণ সময় নেয়, তাহলে এ উপায়ে সিডি বা ডিভিডি বের করবন না। এ ক্ষেত্রে সিডি বা ডিভিডি বের করতে চাইলে ইজেক্ট বেতামটি চাপ দিন কিংবা কম্পিউটারটিকে রিস্টার্ট করে সিডি বা ডিভিডি বের করুন।
সূত্র: প্রথম আলো
আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo
but try kori nai, try kor dhakbo