মোবাইলে অবাঞ্চিত কল থেকে মুক্তি পান সাথে কলকারীকে জব্দ করুন কোন সফটওয়্যার ছাড়া ১০০% কার্যকর!!!

(এটা আমার ২য় পোস্ট আগে এ বিষয়ে পোস্ট হয়েছে তবে যদি আমার পোস্টের সাথে হুবুহু মিলে গেলে ক্ষমা করবেন।)

মোবাইলে অবাঞ্চিত কলের শিকার হননি এমন লোক পাওয়া কঠিন। বিশেষ করে আমাদের দেশের নারীদের জন্য এটা চরম বিরক্তিকর। আমিও এর শিকার  (দিনে রাতে বাসায় কল/মিসকল দিয়ে জ্বালাতন সাথে আজেবাজ কথা) এবং এর প্রতিকার পেতে আমি somewhereinblog এ সাহায্য চাই এবং অনেকে অনেক সমাধান দেন সেগুলো নিয়ে ২/৩ ঘন্টা চেষ্টা করলাম কিন্তু কোন সমাধানই আমার মনঃপুত হয়নি। আমি চেয়েছিলাম এমন একটি সমাধান যাতে কেউ অবাঞ্চিত কল করলে আমার মোবাইলে  কল না আসে এবং কলকারীর আর্থিক ক্ষতি হয় যাতে বিরক্তকারী ২য়বার কল করতে উৎসাহিত না হয়। তাই আমি নিজে থেকে একটি সমাধান বের করলাম (হয়ত এটা অনেকের জানা) যা আপনাদের মধ্যে শেয়ার করলাম।

তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক- প্রথমে আপনার মোবাইল নাম্বারকে নিম্নোক্ত অপারেটর অনুযায়ী নাম্বারে Divert করতে হবে। এক্ষেত্রে Divert অপশনে Divert if busy সিলেক্ট করতে হবে।

গ্রামীন ফোন-1266

বাংলালিংক- 770

রবি- 8121

এয়ারটেল-789

তারপর কল লিস্ট থেকে কাঙ্খিত নাম্বার সিলেক্ট করে Options এ গিয়ে Add to blacklist/Screening/Reject list (সেট অনুযায়ী ভিন্ন নাম হতে পারে) >OK বাটনে চাপুন। কেল্লাফতে!!!

ব্লককৃত নাম্বার থেকে যদি কল/মিসকল দেয় তাহলে কিছু বুঝার আগেই তার একাউন্ট থেকে টাকা কমা শুরু হবে। মিসকল দিলেও তার টাকা খরচ হবে এবং আপনি জানতেও পারবেন না তাই নো ডিস্টার্ব তবে কল দিয়ে যদি তাড়াতাড়ি কেটে না দেয় তবে SMS আপনি নোটিফিকেশন পাবেন। তাতে অবশ্য আপনার খুশি হবার কথা।

(বিঃদ্রঃ পরিচিত কারও কল কেটে দিলে তার টাকা কাটা যাবে তাই এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে।)

আমার সমাধান যদি কারও মনঃপুত হয় তবে অন্যদেরও শেয়ার করার অনুরুধ রইল।

(টিউনটি একসাথে টেকটিউনস ও somewhereinblog এ প্রকাশ করা হল)

Level New

আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিল না।ধন্যবাদ

Level 0

এটা অনেক আগেই আমি প্রকাশ করেছি । বাঙ্গালী cpoy past ছাড়া কিছুই বুঝেনা । https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/95703

    @sarwar4all: মন্তব্য করার আগে আমার পোস্টটি ভালভাবে পড়া উচিৎ ছিল। আপনার সমাধান মেনুয়্যাল কেউ কল দিলে কেটে দিতে হবে। আর মিসকল দিলে???? কিভাবে সমাধান করবেন???

Level 2

vai call divert korle ki r onno keu call dile amake pabe???r amr ki kono tk katbe????plz janaben????

    @Ni: অবশ্যই এটা তাদের জন্য কার্যকর যাদের আপনি ব্লক করবেন। তবে রিচিত কারও কল কেটে দিলে তার টাকা কাটা যাবে তাই এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে

Level 0

amar taka kata jabe na ?

আমার মোবাইলে তো কল ব্লক/কল স্ক্রেনিং অথবা কল রিজেক্ট কোনটাই নেই… জাভা৪০ প্লাটফর্মের সেট.. নকিয়া ৬৩০৩i….. আমি এই সুবিধা কিভাবে পাবো……? [email protected]

    @সাদিক মৃধা: এটাতো কমন জিনিষ প্রায় সব সেটেই থাকে আর একান্ত যদি না থাকে তাহলে আপনাকে সফটওয়্যার ব্যবহার করতে হবে। এটা অবশ্য খানিকটা ঝামেলার কারন সফটওয়্যার সব সময় মিনিমাইজ করে রাখা লাগে নাহলে কাজ করে না।

ভাই সব সেট এ এতা ব্যবহার করা যাবে, কিন্তু drivet এর জন্য আপনার ও টাকা কাটবে

Amar balance a jodi taka na thake?

Level 0

Teletalk ke babe hobe ??????

    @jewel96: টেলিটকে ভয়েস মেইল খুঁজে পাইনি। যদি পান তাহলে সেই নাম্বারে ডাইভার্ট করতে হবে।

je kuno operator er jonno hobe…..mobile setting >call setting function e giye divert if busy select kore din…hoye jabe

তারপর কল লিস্ট থেকে কাঙ্খিত নাম্বার সিলেক্ট করে Options এ গিয়ে
Add to blacklist/Screening/Reject list
(সেট অনুযায়ী ভিন্ন নাম হতে পারে) >OK বাটনে চাপুন। কেল্লাফতে!!!
আপনি কি? বুঝালেন. একটু কষ্ট করে যদি .. ভেঙ্গে বলতেন ..Please

Level 0

সবই তো বোজলাম, যদি আলাদা সফটওয়্যারে Use করতে হয়, তাহলে লাইন কেটে দিয়ে Busy করে দিলেই হয়? আমার Blackberry তে কী এই সফট এর জামেলায় জেতে হবে?

    Level New

    @Anwar: সফট ব্যবহার করলে লাইন কেটে দিতে হবে না