(এটা আমার ২য় পোস্ট আগে এ বিষয়ে পোস্ট হয়েছে তবে যদি আমার পোস্টের সাথে হুবুহু মিলে গেলে ক্ষমা করবেন।)
মোবাইলে অবাঞ্চিত কলের শিকার হননি এমন লোক পাওয়া কঠিন। বিশেষ করে আমাদের দেশের নারীদের জন্য এটা চরম বিরক্তিকর। আমিও এর শিকার (দিনে রাতে বাসায় কল/মিসকল দিয়ে জ্বালাতন সাথে আজেবাজ কথা) এবং এর প্রতিকার পেতে আমি somewhereinblog এ সাহায্য চাই এবং অনেকে অনেক সমাধান দেন সেগুলো নিয়ে ২/৩ ঘন্টা চেষ্টা করলাম কিন্তু কোন সমাধানই আমার মনঃপুত হয়নি। আমি চেয়েছিলাম এমন একটি সমাধান যাতে কেউ অবাঞ্চিত কল করলে আমার মোবাইলে কল না আসে এবং কলকারীর আর্থিক ক্ষতি হয় যাতে বিরক্তকারী ২য়বার কল করতে উৎসাহিত না হয়। তাই আমি নিজে থেকে একটি সমাধান বের করলাম (হয়ত এটা অনেকের জানা) যা আপনাদের মধ্যে শেয়ার করলাম।
তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক- প্রথমে আপনার মোবাইল নাম্বারকে নিম্নোক্ত অপারেটর অনুযায়ী নাম্বারে Divert করতে হবে। এক্ষেত্রে Divert অপশনে Divert if busy সিলেক্ট করতে হবে।
গ্রামীন ফোন-1266
বাংলালিংক- 770
রবি- 8121
এয়ারটেল-789
তারপর কল লিস্ট থেকে কাঙ্খিত নাম্বার সিলেক্ট করে Options এ গিয়ে Add to blacklist/Screening/Reject list (সেট অনুযায়ী ভিন্ন নাম হতে পারে) >OK বাটনে চাপুন। কেল্লাফতে!!!
ব্লককৃত নাম্বার থেকে যদি কল/মিসকল দেয় তাহলে কিছু বুঝার আগেই তার একাউন্ট থেকে টাকা কমা শুরু হবে। মিসকল দিলেও তার টাকা খরচ হবে এবং আপনি জানতেও পারবেন না তাই নো ডিস্টার্ব তবে কল দিয়ে যদি তাড়াতাড়ি কেটে না দেয় তবে SMS আপনি নোটিফিকেশন পাবেন। তাতে অবশ্য আপনার খুশি হবার কথা।
(বিঃদ্রঃ পরিচিত কারও কল কেটে দিলে তার টাকা কাটা যাবে তাই এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে।)
আমার সমাধান যদি কারও মনঃপুত হয় তবে অন্যদেরও শেয়ার করার অনুরুধ রইল।
(টিউনটি একসাথে টেকটিউনস ও somewhereinblog এ প্রকাশ করা হল)
আমি Iqbal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ছিল না।ধন্যবাদ