যদি কখনও হাতের কাছে অভ্র না থাকে নিশ্চই অনেক বিপদে পড়ে যেতে হয়! মানে কখনও কখনও এমন পরিস্থিতি আসে যে বাংলা লখার দরকার কিন্তু হাতের কাছে কোন বাংলা টাইপিং টুল নেই, কিন্তু আপনার বাংলা টাইপ করা তখন খুবই প্রয়োজন, ! এ রকম পরিস্তিতিতে অনলাইন টল গুলো অনেক কাজে লাগে!
নিচের এই টুল্টি কাজে লাগিয়ে দেখতে পারেন।
http://www.lexilogos.com/keyboard/bengali.htm
আর একটা কথা , এটি শুধু বাংলা না আরো অনেক ভাষার ফোনেটিক কিবোর্ড।
আমি mistu2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।