সহজেই যেকোন English লেখাকে Bangla রূপান্তর করুন

আমি পড়তে পড়তে হঠাৎ মনে হলো আমি তো English এর আগা মাথা কোন কিছু বুঝি না। তাহলে একটু বুঝে পড়লে আমার পক্ষে অনেক সুবিধা হতো। তখন আমি নেটে খুজঁতে খুজঁতে পেলাম যে Google Translate নামে একটি সাইট। আমি এর কাজে এতই মুদ্ধ যে এখন আমি আমার যেকোনো ধরনের পড়া পড়তে বুঝতে কোনো সমস্যায় পড়তে হয় না। এটা আমাদের শিক্ষার্থী ভাইদের/বোনদের অনেক উপকারে আসবে।

অনেক হয়তো এটার সম্পর্কে জানেন.......তো তাতে আমার কোনো সমস্যা নাই...কারণ আমি নিজেও জানতাম না ....আমি যখন এটা জানতে পারলাম তখন ভাবলাম যারা জানে না তাদেরকে এটার খবর তো অবশ্যই দিতে হয় ......

সাইটটি হলো... : Google Translate

1.

2

......... ........ ধন্যবাদ

বি দ্র : আমার লেখার মান খুব বেশী ভালো না । আমি আমার যা মনে হয়েছে তা মাত্র উল্লেখ করেছি মাত্র। কোনো ভুল ক্রটি থাকলে ক্ষমা করে দিয়েন।

Level 0

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল ট্রান্সলেট দিয়ে ইংরেজি কে বাংলা বানানো আর গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো একই কথা 😛

যাই হোক……এত কি আপনার একটুও উপকার হচ্ছে না …. @ক্রিস্টাল

Level 0

এখনো অনেক ডেভেলপ করতে হবে।ছয় মাস আছে দেখেছিলাম,তাতে হাস্যকর মনে হয়েছিলো।গ্লাক্সি ট্যাবে মিনিং লিখেছিলো আকাশ গঙ্গা।

    @ghostman: গ্যালাক্সি এর বাংলা নাম কিন্তু আসলেই আকাশ গঙ্গা।আর এই নামটা অনেক সুন্দর।তবে আমি লিখে দেখলাম আমাকে দিয়েছে নক্ষত্রপুঞ্জ।গুগল ত্রান্সলেট এর দ্বারা পুরোপুরি কাজ করা যায় না বিভিন্ন ভাষায় বাক্যে শব্দের অবস্থান ঠিক দেখায় না।তবে আশা করি এটা ভবিষ্যতে আরও উন্নত হবে

“বি দ্র : আমার লেখার মান খুব বেশী ভালো না । আমি আমার যা মনে হয়েছে তা মাত্র উল্লেখ করেছি মাত্র। কোনো ভুল ক্রটি থাকলে ক্ষমা করে দিয়েন।”

ক্ষমা করে দিলাম

ধন্যবাদ………..@দিহান

Level 0

Thank you.

Level 0

Try করে দেখেছিলাম। মনে হয় সবসময় সঠিক অর্থ আসে না।
ধন্যবাদ।

হাস্যকর সব বাংলা আসে……আরো অনেক সময় লাগবে সঠিক বাংলা আসতে…..তাই আপাতত উপকারে আসবে বলে মনে হয় না।

এর অনুবাদ লেভেল ডেভলাপ করতে সবাই কন্ট্রিবিউট করুন।

Level 0

aita holo patient asebar purba doctor maragalo…