কেমন আছেন আপনারা? নিশ্চয় ভাল আছেন।আর আপনারা সবসময় ভাল থাকবেন এটাই আমার চাওয়া।
যাহোক,গত টিউন এ আপনাদের কাছ থেকে মোটামুটি সাড়া পেয়ে পরবর্তী টিউনের চেষ্টায় অগ্রসর হচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি সাধারণ টপিক নিয়ে আলোচনা করব।বিষয়টা হয়ত অনেকেই জানেন।তবে যারা ইন্টারনেটের জগতে বিশেষ করে মোবাইল থেকে নতুন,আমার টিউনটা মূলত তাদের জন্য।
চলুন এবার মূল আলোচনায় আশা যাক।আমরা যারা মোবাইল থেকে ইন্টারনেট ব্যাবহার করি তাদের অনেকেই রবির ইন্টারনেট সেবা ব্যাবহার করি।আমার র্দৃষ্টিতে বাংলাদেশে সল্পমূল্যে ভাল মানের ইন্টারনেট সেবা একমাত্র রবি দিয়ে থাকে।দেশের অন্যান্য স্থানের কথা আমি বলতে পারবনা,তবে আমাদের নাটোর আমি আমার ফোন(Nokia)থেকে রবির ইন্টারনেট স্প্রিড প্রতি সেকেন্ডে maximum ৩৬ kb পেয়েছি।রবি আপনাকে মাত্র ৬৩.২৫ টাকায় ২০০ মেগাবাইট ডাটা প্রদান করবে।সল্পমূল্যে এমন সেবা আর কোথায় পাবেন?হয়ত অনেকেই বলবেন "৬৩.২৫ পয়সায় ২০০ মেগবাইট ডাটা প্রদান করলেও এর মেয়াদ মাত্র একদিন"।হ্যা,এটা অবশ্য একটা সমস্যা।অনেক সময় দেখা যায়,যারা কেবল মাত্র ব্রাউজিং করেন তারা র্নিদিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ ডাটা খরচ করতে আর যাতে আপনাদের ক্রয়কৃত ডাটা নষ্ট না হয়,তার সমাধান আজকে আমি আপনাদের দিব।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রবির একদিনের ডাটার মেয়াদ বাড়িয়ে সাতদিন করবেন।যেভাবে করবেন:
1.প্রথমে আপনার ফোন থেকে *8444*81# ডায়াল করে 200 মেগাবাইট ডাটা কিনুন(63.25TK)।।
2.এবার *8444*30# ডায়াল করে (100mb data+15 min talk time কিনুন(115 TK)
3.এবার *222*81# ডায়াল করে আপনার ডাটার ব্যালেন্স চেক করুন।
কি দেখলেন?300 মেগাবাইট ডাটা এবং সাথে পুরো এক মাস আশাকরি আপনাদের কাজে ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
Happy mothers day
আমার আরো post পড়তে যান blog a
আমি Bidhan sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থিবীতে প্রতিটি মানুষই কোন না কোন দায়িত্ব নিয়ে এসেছে তাই নিজের দায়িত্বটা বুঝে নেওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ । Bidhan sarkar Department of psychology Rajshahi University
Good idea..