রবির ১৭৮.২৫ টাকায় ৩০০ mb ইন্টারনেট ডাটা, মেয়াদ ৩০দিন ।

কেমন আছেন আপনারা? নিশ্চয় ভাল আছেন।আর আপনারা সবসময় ভাল থাকবেন এটাই আমার চাওয়া।
যাহোক,গত টিউন এ আপনাদের কাছ থেকে মোটামুটি সাড়া পেয়ে পরবর্তী টিউনের চেষ্টায় অগ্রসর হচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি সাধারণ টপিক নিয়ে আলোচনা করব।বিষয়টা হয়ত অনেকেই জানেন।তবে যারা ইন্টারনেটের জগতে বিশেষ করে মোবাইল থেকে নতুন,আমার টিউনটা মূলত তাদের জন্য।
চলুন এবার মূল আলোচনায় আশা যাক।আমরা যারা মোবাইল থেকে ইন্টারনেট ব্যাবহার করি তাদের অনেকেই রবির ইন্টারনেট সেবা ব্যাবহার করি।আমার র্দৃষ্টিতে বাংলাদেশে সল্পমূল্যে ভাল মানের ইন্টারনেট সেবা একমাত্র রবি দিয়ে থাকে।দেশের অন্যান্য স্থানের কথা আমি বলতে পারবনা,তবে আমাদের নাটোর আমি আমার ফোন(Nokia)থেকে রবির ইন্টারনেট স্প্রিড প্রতি সেকেন্ডে maximum ৩৬ kb পেয়েছি।রবি আপনাকে মাত্র ৬৩.২৫ টাকায় ২০০ মেগাবাইট ডাটা প্রদান করবে।সল্পমূল্যে এমন সেবা আর কোথায় পাবেন?হয়ত অনেকেই বলবেন "৬৩.২৫ পয়সায় ২০০ মেগবাইট ডাটা প্রদান করলেও এর মেয়াদ মাত্র একদিন"।হ্যা,এটা অবশ্য একটা সমস্যা।অনেক সময় দেখা যায়,যারা কেবল মাত্র ব্রাউজিং করেন তারা র্নিদিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ ডাটা খরচ করতে আর যাতে আপনাদের ক্রয়কৃত ডাটা নষ্ট না হয়,তার সমাধান আজকে আমি আপনাদের দিব।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রবির একদিনের ডাটার মেয়াদ বাড়িয়ে সাতদিন করবেন।যেভাবে করবেন:

1.প্রথমে আপনার ফোন থেকে *8444*81# ডায়াল করে 200 মেগাবাইট ডাটা কিনুন(63.25TK)।।

2.এবার *8444*30# ডায়াল করে (100mb data+15 min talk time কিনুন(115 TK)

3.এবার *222*81# ডায়াল করে আপনার ডাটার ব্যালেন্স চেক করুন।

কি দেখলেন?300 মেগাবাইট ডাটা এবং সাথে পুরো এক মাস আশাকরি আপনাদের কাজে ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
Happy mothers day

আমার আরো post পড়তে যান blog a

 

Level 0

আমি Bidhan sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

থিবীতে প্রতিটি মানুষই কোন না কোন দায়িত্ব নিয়ে এসেছে তাই নিজের দায়িত্বটা বুঝে নেওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ । Bidhan sarkar Department of psychology Rajshahi University


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good idea..

    @বাপ্পী: ki sob mb er hisab dekhan vai ,, obak hoi ,,300mb data die ki hoy ektu vaiba dekhen ,,,

    karo jodi ROBI use korar ekanto iccha thake , taderke bolchi ,,

    500tk – unlimited ( no fair use policy; ami nije 1 month e at best 30GB+ download korchi ,, mobile e torrent download die rakhtam saradin )

    Robi udoy postpaiid unlimited internet package , jigatola / paltan or any customer care theke robi udoy sim kinen ,, 300 tk die ,, oderke 500tk deposit kore dite bolen , ,ar unlimited internet activate kore dite bolen ,, erpor proti month e 500 tk recharge koren ,, eivabe 6 month use korte parben ,,, tarpor bill bere jabe ,, so just arekta sim kinen ,, taile apni 6 month e 500*6 = 3000 +300 =3300 tk die 6 month unlimited net use korte parben ,, abaro bolchi ,, no fair use policy ..

    jader broadband / wimax use korar sujog nai ,, ba gram e thaken ,, tader jonno mone hoy aita e sobchaite valo package ,

    tobe age dekhe nen ,, apnar basay robi er network kemon ,, karon network valo na thakle jacche tai speed dey ,, ar network valo thakle ,, speedtest e 160kbps er moto speed dey ,, mane hoilo 20Kb/sec download ,

জিপিতে মাত্র ৬৯ টাকায় আনলিমিটেড।
আর একটা কথা বলি ,রবি সল্পমূল্যে নেট দের কিন্তু তাদের স্পিডের যে অবস্থা তাতে ৩০০ এমবি ১মাসেও শেষ করতে পারব কিনা সন্ধেহ আছে

    Ochena Rahul vai gp te unlimited 69 takae kivabe baboher korbo…pls janaben

      ৬৯ টাকায় P4 PACKAGE আছে unlimited

Level 0

Ak Shomoi Robi Er Speed Chilo Dekhar Moto . Ame Nije 1st Time 5 GB Use Korsilam. Akhon Khub Baje Obostha Tai Akhon Grameenphone Er P3 Neae Khushi 🙂

adsl 2GB/ ২০৬৪মেগা = ৩০০টাকা 😛

স্ডিড 256kbps 😀

ভাই এইটা কোন ধরনের কাজ।আপনি আমার পোষ্টটা হুবহু কপি করলেন(কেবল মাত্র সংখাগুলো পরিবর্তন করছেন)!তাও আবার টেকটিউনসের পোষ্ট টেকটিউনসেই।ভাই,টিউন করতে মন চায় তাহলে একটু কষ্ট করে করেননা,পরের টিউন কেন কপি করেন?বিশ্বাস না হলে আমার এই https://www.techtunes.io/internet/tune-id/117899 টিউনটা দেখুন।
কপি পেষ্টের মত এমন একটা সুন্দর কার্য সম্পাদনের জন্য,আমি আপনাকে পুরস্কিত করার জন্য টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

@শ্যামল কুমার জয় ধন্যবাদ আপনার মতামত এর জন্য। আপনার টিপস এ ডাটা মেয়াদ পুরো এক সপ্তাহ ধরে।আর আমার টিপস এ ডাটা মেয়াদ পুরো এক মাস । আপনার জানা থাকলে কেন বলে নাই । আমার তো মনে হয় রবির সব প্যকেজ আপনার জানা নাই । আমার আরো টিউন পরুন https://www.techtunes.io/?p=120345

@ Ochena Rahul 2hour a 300 mb ses kora disse amar kasa asan..

ভাই মিথ্যা প্যাচাল মারেন কেন-
আপনি যদি 50 KBPS এ ও ইউজ করেন ,তাইলে ঘন্টায় সর্বোচ্চ ৮০-৯০ mb ইউজ করা সম্ভব,আর রবির স্পিড তো কখনো ২৫ এর উপর উঠেই না।

Level 0

Dur mia

Level 0

Robi eto booka noy. Ebhabe kaj hobena.300MB Internet er meyad 30 din thakbena porer din sokale dekhben 100MB ache.

তুলনামূলকভাবে রবির স্পিড ভাল। তবে EDGE টেকনোলজিতে সবোর্চ্চ এভারেজ ২৯ কেবির মত পাওয়া সম্ভব। হুট করে 40-50 দেখাতে পারে যা ফোন বা পিসির ভুল ক্যালকুলেশন তবে ২৯ এর বেশী প্রদান টেকনিক্যালি সম্ভব হয়না।

Level 0

halaye pura gaja khor…… Robi kokhono extra mead daye na, bolod taye amader bolod bujahe, robi 200mb rat 12tar par ar thakbe na. Only 100mb thakbe account a. Ai halaye nije jane na, tai post kore check korlo.

আচ্ছা, ধরে নিলাম সবই ঠিক আছে। গুড ।
এখন কিছু হিসাব নিকাশ করা যাক। আপনাকে নিতে হচ্ছে প্রথমে ৬৩ টাকা দিয়ে ২০০ মেগাবাইট। ওয়েল
তারপর নিতে হচ্ছে ১১৫ টাকা দিয়ে নিতে হচ্ছে ১০০ মেগা বাইট। অর্থাৎ ১১৫+৬৩=১৭৮ টাকা দিয়ে নিতে হচ্ছে ৩০০ মেগা বাইট
রবির ১ জিবি নেটের দাম ৩০০ টাকা যার মেয়াদ জেনুয়ালী এক মাস। অর্থাৎ মাত্র ১১২ টাকার জন্য আপনি ৭০০ মেগা বাইট কম পাচ্ছেন। খরচ কিন্তু ১৭৮ টাকা ঠিকই করলেন। এখন আপনিই বলুন। ১৭৮ টাকা দিয়ে ৩০০ মেগা বাইট নেয়া ভাল নাকি ৩০০ টাকা দিয়ে ১ জিবি নেয়া ভাল ?

Level 0

এইটা একটা টিউন হিল নাকি?

Level 0

Citycell er Zoom300 mb er dam matro 115 taka ( VAT soho ). speed o onek valo. meyad 30 din.taholey k onta valo 178.25 takai 300 mb na 115 takai 300 mb. apnarai bichar korun?????????????

রবি যে কোন প্যাকেজই তার নিদিষ্ট মেয়াদের পর শেষ হয়ে যায় । তাই রবির ইন্টারনেট প্যাকেজ কিনে কেউ ধরা খাইয়েন না । তার চেয়ে জিপির ১জিবি প্যাকেজ কিনে ব্যবহার করা অনেক ভাল । পরবর্তিতে ১৫ md কিনে মেয়াদ বাড়িয়ে ব্যবহার করতে পারবেন । ভাল থাকুন সবাই . . .01722285860

@ Ochena Rahul apne ja kaccop 1month a 300 mb ses korta paran na..

@ Md.rudro কোন সুস্থ মনের মানুষ এমন কমেন্ট করতে পারে বলে আমার মনে হয়না(গাজা মনে হয়,আপনি খেয়েছেন)।আর হ্যা,আমরা টেকটিউনস এ আসি কোন কিছু শিখতে নতুবা শেখাতে কাউকে গালিগালাজ করতে না।Change yourself,otherwise you will be suffering in future.

APNAR MOTO NA,
GP TE AMAR 1GB 10 DINE SHESH HOY,
EISOB FALTU SIM NIYE APNAR MOTO FALTU LOKERAI NACANACI KORE!

@Ochena Rahul apne wi max 4G ga kusi use kora jato issa use kora but kano apne bolban 300mb 1month a sess hoba na…

ar apni keno bolben 300mb 2hours e shesh hobe

Level 0

কেউ কি রবির এই package টা এটা use করেছেন

এভাবে ডাটা বাড়লেও মেয়াদ বাড়ে না , এটাতো বেশ কয়েকদিন আগের টিউন ,মনে হয় আপনি নিজেই বুঝতে পেরেছেন ।

বি.দ্র. >>মেয়াদ বাড়বে চিন্তা করে আমি নিজেও প্রায় ৩৬০ মেগা ধরা খেয়েছিলাম 🙁