ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান।(ইংলিশ মুভি যারা দেখেন তারা অবশ্যই পড়বেন)

আমার আগের পোস্টে আমি ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার সমাধান করার আপ্রান চেষ্টা করেছি।তবুও এগুলোতে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি নাই ।কারণ সার্চ করে করে সাবটাইটাইটেল ডাউনলোড তারপর আরও কত শত ঝামেলা।সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি বুঝা অনেক টাফ বিশেষ করে আমার মত আংরেজীতে দূর্বলদের জন্য।আর কাহিনী না বুঝে ইংরেজী মুভি দেখার কোন মজাই নাই ।তবে অনেকেই ইংরেজী মুভির শুধু মারপিট দেখে তাদের কথা আলাদা।আমি নিজেই তাই একটা ভাল সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম।আজকে পেয়ে গেলাম একটা সমাধান মানে অসাধারণ সমাধান।
এবার চলুন আকথা না বলে কাজের কথায় আসি ।

Sublight সফটওয়্যার দিয়ে আপনি সহজেই আপনার মুভির উপযোগী সাবটাইটেল পেতে পারেন।এই সফটওয়্যারটির ভিতরে মুভির নাম লিখে দিলে তা অটোমেটিক আপনার সাবটাইটেল খুজে বের করবে ।আপনি ইচ্চা করলে সাবটাইটেল ডাউনলোড না করেই মুভিতে সাবটাইটেলটি চালিয়ে দেখতে পারেন।আপনি ইচ্ছা করলে মিডিয়া প্লেয়ার দিয়ে সফটওয়্যারের ভিতর থেকেই সাবটাইটেল সহ পুরো মুভিটা দেখতে পারবেন বা সাবটাইটেল ডাউনলোড করেও দেখতে পারবেন।আপনার ইচ্ছা।
প্রথমেই এই লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ইন্সটল শেষ হবার পর সফটটি চালু করুন এবার সেটিংস এ গিয়ে আপনার প্রয়োজণীয় সেটিংস করে নিন।ভাষার বেলায় শুধু ইংরেজী সিলেক্ট করুন।না হয় সকল ভাষার সাবটাইটেল চলে আসে এতে প্রয়োজনীয় ইংরেজি সাবটাইঠেল পেতে সমস্যা হয়।Video Playback হিসেবে আপনার পছন্দের মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করুন।আমি Vlc ব্যবহার করি।এবার subtitile search a clik করুন।আপনার মুভির ফাইলটি choose করুন।এবার search subtitles এ ক্লিক করুন ।ব্যাস সাবটাইটেল চলে আসবে।এবার আপনার পছন্দের সাবটাইটেল টির উপরে রাইট ক্লিক ।আপনার পছন্দের অপশনটি বেছে নিন।ডাউনলোড করুন সাবটাইটেলটি বা প্লে করুন মুভিটি।অথবা আপনার মুভির নাম দিয়ে Manual search ও করতে পারেন।মুভির নাম লিখে দিন ব্যাস অটো সব হাজির হয়ে যাবে।সফটওয়্যারের ভিতরেই মুভিটি চালু করে নিশ্চিত হয়ে নিন কোন সাবাটাইটেল টি পারফেক্ট কারন অনেক সাবটাইটেল এর সাথে মুভির কোন মিল থাকেনা।আশা করি আর সাবটাইটেল নিয়ে কারো কোন সমস্যা হবেনআরেকটি কথা কি করে সাবটাইটের ডাউনলোড করে মিডিয়া প্লেয়ারে চালাতে হয় তা পাবেন আমার আগের পোস্টে সবাই ভাল থাকবেন।ব্লগার মামুনে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের পোষ্ট…

Level 0

ভাই জটিল একখান সফট, ধন্যবাদ দিয়ে ছোট করবার চাই না……। চিরকৃতঙগ থাকিব

    হুম ভাই চিরকৃতজ্ঞ থাকলেই ভাল।সারাজীবন মনে রাখবেন

মামুন ভাই বুঝি ইংরেজী মুভি দেখার একজন ভক্ত । যাইহোক জেনে রাখলাম , দরকারে টিউনটাকে ডাক দিবনে ।

Level 0

“ওই মিয়া, কী পাইছেন? ছবি ছাড়া টিউন করছেন?”
মামুন ভাই, স্ক্রীনশট দেন নাই কেন?
কাজে লাগল সফটওইয়ারটা।
ধন্যবাদ আপনাকে।

    যাও দিয়ে দিলাম একটা পিকচার।

    Level 0

    “ভয় পেয়ো না, ভয় পেয়ো না,
    তোমায় আমি মারব না,
    সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবনা।
    মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
    তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!”

    থ্যাঙ্কস এ লট.

এই টা তো আগের পোস্টের থেকেও সহজ………ধন্যবাদ

Level 0

ভাল জিনিষ, ধন্যবাদ।

    আপনার নামটা নিয়ে আমার বহু দিনের সন্দেহ । ভাই কি দরকার মেয়ে নিকের ?

    হুম নুরজাহান ভাই, উত্ত্রর টা দিয়েন কিন্তু

    ছবিটা কার?

    Level 0

    আচ্ছা এই পুরুষ শাসিত সমাজটাকে আপনারা কি ভাবেন, খুব জানতে ইচ্ছে করে। ধন্যবাদ সাবটাইটেল মামুন ভাই, সাম্য ভাই, হিমায়িত দিহান ভাই।
    ,
    ,

    হিমায়িত দিহান ভাই ছবিটা আমার। আবারও ধন্যবাদ।

    আসলে পুরুষ শাসিত সমাজ টমাজ কোন কথা নয় আমার প্রথম থেকে একটু সন্দেহ ছিলো আপনি ভুয়া নিক এজন্য প্রশ্নটা করেছিলাম এতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি খুবই দু:খিত ।

আমি তো এইরাম শর্টকার্ট খুজতেছি

সাবলাইট একটা ভুয়া সফটওয়্যার। অনেক মুভির সাবটাইটেল নাই।

    ঠিকমত সবকিছু লিখলেতো সব ছবির সাবটাইটেল পাবার কথা ।আপনি কোনটার পান নাই আমাকে বলেন আমি দেখি ঘটনা কি ??

Level 0

কামের পোস্ট। মামুন ভাই আফনারে রমজানের অগ্রিম ধইন্যা দিলাম। পাইলে আওয়াজ দিয়েন

Level 0

..ভাই এইটাতো .net dependent
.net independent কিসু হইলে ভালো হোইতো
microsoft সবসময় আমার উপর নজর রাখতেসে ভাবলেই কেমন যেন লাগে….

ভাই, কোরবানি ঈদ এর দাওয়াত দিলাম। মারাত্মক কাজের পোস্ট। এমনটাই খুজসিলাম।