আমার আগের পোস্টে আমি ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার সমাধান করার আপ্রান চেষ্টা করেছি।তবুও এগুলোতে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি নাই ।কারণ সার্চ করে করে সাবটাইটাইটেল ডাউনলোড তারপর আরও কত শত ঝামেলা।সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি বুঝা অনেক টাফ বিশেষ করে আমার মত আংরেজীতে দূর্বলদের জন্য।আর কাহিনী না বুঝে ইংরেজী মুভি দেখার কোন মজাই নাই ।তবে অনেকেই ইংরেজী মুভির শুধু মারপিট দেখে তাদের কথা আলাদা।আমি নিজেই তাই একটা ভাল সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম।আজকে পেয়ে গেলাম একটা সমাধান মানে অসাধারণ সমাধান।
এবার চলুন আকথা না বলে কাজের কথায় আসি ।
Sublight সফটওয়্যার দিয়ে আপনি সহজেই আপনার মুভির উপযোগী সাবটাইটেল পেতে পারেন।এই সফটওয়্যারটির ভিতরে মুভির নাম লিখে দিলে তা অটোমেটিক আপনার সাবটাইটেল খুজে বের করবে ।আপনি ইচ্চা করলে সাবটাইটেল ডাউনলোড না করেই মুভিতে সাবটাইটেলটি চালিয়ে দেখতে পারেন।আপনি ইচ্ছা করলে মিডিয়া প্লেয়ার দিয়ে সফটওয়্যারের ভিতর থেকেই সাবটাইটেল সহ পুরো মুভিটা দেখতে পারবেন বা সাবটাইটেল ডাউনলোড করেও দেখতে পারবেন।আপনার ইচ্ছা।
প্রথমেই এই লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ইন্সটল শেষ হবার পর সফটটি চালু করুন এবার সেটিংস এ গিয়ে আপনার প্রয়োজণীয় সেটিংস করে নিন।ভাষার বেলায় শুধু ইংরেজী সিলেক্ট করুন।না হয় সকল ভাষার সাবটাইটেল চলে আসে এতে প্রয়োজনীয় ইংরেজি সাবটাইঠেল পেতে সমস্যা হয়।Video Playback হিসেবে আপনার পছন্দের মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করুন।আমি Vlc ব্যবহার করি।এবার subtitile search a clik করুন।আপনার মুভির ফাইলটি choose করুন।এবার search subtitles এ ক্লিক করুন ।ব্যাস সাবটাইটেল চলে আসবে।এবার আপনার পছন্দের সাবটাইটেল টির উপরে রাইট ক্লিক ।আপনার পছন্দের অপশনটি বেছে নিন।ডাউনলোড করুন সাবটাইটেলটি বা প্লে করুন মুভিটি।অথবা আপনার মুভির নাম দিয়ে Manual search ও করতে পারেন।মুভির নাম লিখে দিন ব্যাস অটো সব হাজির হয়ে যাবে।সফটওয়্যারের ভিতরেই মুভিটি চালু করে নিশ্চিত হয়ে নিন কোন সাবাটাইটেল টি পারফেক্ট কারন অনেক সাবটাইটেল এর সাথে মুভির কোন মিল থাকেনা।আশা করি আর সাবটাইটেল নিয়ে কারো কোন সমস্যা হবেনআরেকটি কথা কি করে সাবটাইটের ডাউনলোড করে মিডিয়া প্লেয়ারে চালাতে হয় তা পাবেন আমার আগের পোস্টে সবাই ভাল থাকবেন।ব্লগার মামুনে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
কাজের পোষ্ট…