Windows XP রিপেয়ার করা নিয়ে চিন্তা নেই।বুটেবল সিডি ছারাই XP রিপেয়ার করুন!! কথা দিচ্ছি।

আসসালামু আলাইকুম আশা করি।আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি টিউন করব কিভাবে bootble cd ছারাই  windows xp  রিপেয়ার করা যায়।

আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।উইন্ডোজ এক্সপিতে ভাইরাস বা অন্য কোন কারনে ফাইল মিসিং বা  করাপ্টেট দেখায়। তখন অনেকেই নতুন করে উইন্ডোজ ইন্সটল বা বুটেবল সিডি দিয়ে রিপেয়ার করে খাকি।কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ও বিরক্তিকর ব্যাপার। অপরদিকে ধরে নিলাম ঐ মুহুর্তে অআপনার কাছে উইন্ডোজ এক্সপির সিডি নাই। তাহলে কি করবেন? চিন্তার কোন কারন নাই।

আজ আমি এমন একটি টপিক শিখিয়ে দিব যেখানে উক্ত কাজ যা আপনি কোন বুটেবল সিডি ব্যতিত করতে পারবেন।

তাহলে কাজটি শুরু করা যাক-

১। প্রথমে Start Menu থেকে  run এ যান। type করুণ “webfldrs.msi” এবার enter চাপুন।

undefined

২। নতুন উইন্ডো আসবে।এখানে আপনি “Select Reinstall Mode” এ ক্লিক করুন।

undefined

আবার নতুন একটি  উইন্ডো আসবে ।

৩। এখানে আপনি সব গুলো option চেক করে Ok চাপুন।এটা কিছুখন সময় নিবে,তারপর process complete হবে।আপনাকে সিস্টেম রিস্টার্ট দিতে বল্বে।

এবার আপনার সিস্টেম রিস্টার্ট করলেই আপনার কাজ শেষ।আমার মনে হয় টিউনটি সবারই ভাল লাগব।

বিঃদ্রঃএরকম টিউন আগেই post হলে মাফ করবেন।ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য।

আগে প্রকাশিত হয়েছেঃbdfriends.webnode.com

কোনো সমস্যা হলে বা ভাল লাগলে অবশ্যই comment করবেন।

আমাকে ফেসবুকে পাবেনঃ :mrgreen: Rifat Sarkar

Level 0

আমি রকার কার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ai


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you bro etai khujsilam

Level New

ধন্যবাদ
কিন্তু
ড্রাইভার এবং অন্যান্য এ্যাপলিকেশন সফ্টওয়্যার থাকবে তো?
যদি থাকে তাহলে সত্যি কাজের জিনিস।

@Md Rifat Sarkar ভাইজান মনে হয় কপি করে পেস্ট মারলেন 🙂

XP তো ছেড়েছি সেই অনেক আগে। তারপরও যদি কাজ করে তবে সত্যি অসাধারন।

এই সমস্যাটা আমার সাইবার ক্যাফের পিসি গুলোতে প্রায় হয়। যদি কাজ হয় তাহলে দারুণ এক কথায় অসাধারণ!

সবাই শুধু বলছে যদি কাজ হয়???? কাজ হয়কিনা কেউ তা নিশ্চিত করছেনা কেন?

আগে থেকেই জানি। নতুনদের জন্য ধন্যবাদ

Level 0

ভাইজান এক্সপি এর অডিও ড্রাইভার রিমুভ হয়ে গেসে পারলে কেও xp audio driver দেন।

Level 0

aita temon kajer jinis na ami try koreci kintu kono luv hoyni