সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ্ অশেষ কৃপায় ভাল আছেন । আমি আজ যে টিউনটি করবো এটা আগেও একবার প্রকাশিত হয়েছে ।
আপনারা সবাই এ সম্পর্কে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্যই মূলত আমি এই টিউনটি করেছি বলতে পারেন। কেননা প্রায় ১ বছর আগে এই টিউনটি প্রকাশিত হয়েছিল ।
সুতরাং , যারা নতুন এসেছেন তারা এই টিউন নাও পেতে পারেন । আমি মনে করি প্রায় সবার জন্য এ টিউন প্রয়োজন (বিশেষ করে যারা java সমর্থিত মোবাইল দিয়ে বাংলা ওয়েব সাইট পড়তে চান)
তাই আমি নতুনদের উদ্দেশে এই টিউন করলাম । কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি ।
যেসব মোবাইলে বাংলা সাপোর্ট নাই, সেসব মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। এতদিন আমরা এটাই জেনেছি।
কিন্তু এখন অপেরা মিনি দিয়ে বাংলা দেখা যায় ।
আপনার মোবাইলে যদি জাভা সমর্থিত থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ ।
অপেরামিনির সর্বশেষ ভার্সন opera mini next ডাউনলোড করতে যান http://mini.opera.com/next এ ।
তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)
কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)
এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।
বার দেখুন, মোবাইলে বাংলা সাইট আসে কি না ।
এখন অপেরা মিনি দিয়ে বাংলা লিখা যায় । বাংলা লেখার জন্য অপেরা মিনি বাংলা রাইটএবল ব্যবহার করতে হয় ।
অপেরা মিনি বাংলা রাইটএবল ডাউনলোড দেওয়ার লিঙ্ক হচ্ছে http://joybd.com/opera-mini-bangla-writeable/
টিউনে মোবাইল নাম্বার দিবেন না।-মডারেটর সোর্ডফিশ
আমি অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai ami dowenload koresi but use korte parsina. Java eror dekay. Ami Samsung c3303 use kori.