রাপিড শেয়ার লিঙ্ক আই ডি এম দিয়ে দিয়ে ডাউনলোড

কিছুদিন আগে রাপিড শেয়ার দিয়ে মুভি নামানোর সময় দেখলাম যে আই ডি এম দিয়ে নামসে না বরং ডাউনলোড হচ্ছে ব্রাউজার ডাউনলোড ম্যানেজার দিয়ে। এই বিষয়ে সাহায্যের জন্য খুঁজতে খুঁজতে একটা সমাধান পেলাম। সমাধানটা হল প্রথমে রাপিড শেয়ার এর ডাউনলোড লিঙ্কটা 'কপি লিঙ্ক লোকেশান' থেকে কপি করে একটা নুতন টেক্সট ফাইল খুলে রাপিড শেয়ার লিঙ্ক পেস্ট করেন।

এবার আই ডি এম এ গিয়ে টাস্ক(Task) > ইমপোর্ট (import) > from text file এ যেয়ে শুধু যেখানে টেক্সট ফাইল সেভ করা আসে সেই ফাইল এ ক্লিক করেন।

এবার নিচের মত আই ডি এম পেজ ওপেন হলে ok ক্লিক করেন।

ডাউনলোড শুরু না হলে আই ডি এম এ ঐ ফাইল এর উপর রাইট ক্লিক করে RESUME দিলেই কাজ শেষ।
পোস্টটি কারও উপকারে আসলে খুশি হব।

Level 0

আমি রাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার জিইনিস

majhe majhe kichu kichu file extention IDM e deya thake na.egula manually dile shob kisui IDM dia download hobe.Echarao download e click korar shomoy insert chepe download korte paren

কাজ হলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ।

যখন ব্রাউজার দিয়ে ডাউনলোড হবে তখন সেই ডাউনলোডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে copy link location করুন এবং আইডএম ওপেন করে add new download address এ ক্লিক করে শুধু মাত্র পেস্ট করে ওকে করুন। তারপর ডাউনলোড শুরু হয়ে যাবে। ধন্যবাদ।