উইন্ডোস মুভি মেকার দিয়ে ভিডিও ফাইল কম্প্রেস

হার্ডডিস্কে অধিক পরিমান জায়গা দখলের প্রতিজোগীতায় ভিডিও ফাইল নিঃসন্দেহে শীর্ষস্থান অধিকার করবে । এই ভিডিও ফাইল কম্প্রেশ করার কার্যকর পদ্ধতি তেমন নেই । জিপ ইউটিলিটি ভিডিও ফাইলের ক্ষেত্রে ভালো কাজ করে না । আবার বিট রেট কমিয়ে ভিন্ন ফরমেটে কনভার্ট করলে ভিডিওর মান খারাপ হয়ে যায় । উইন্ডোস মুভি মেকারের সাহায্যে ভিডিও ফাইলের মান মোটামুটি ৮০ - ৯০ ভাগ অক্ষুণ্ন রেখে ফাইলের সাইজ প্রায় অর্ধেক এ নামিয়ে আনা যায় । এর মাধ্যমে হার্ডডিস্কের প্রচুর জায়গা বাঁচানো যায় । নিচের পদ্ধতিতে চেষ্টা করে দেখুন -

  • ১। উইন্ডোস মুভি মেকার ওপেন করুন । File > Import collection এ গিয়ে ফাইলটি সিলেক্ট করে ok করুন । ভিডিওর ক্লিপ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
  • ২। এবার কালেকশন এরিয়ার সবগুলো ক্লিপ সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে Add to timeline এ ক্লিক করুন । ওয়ার্ক স্পেসে ক্লিপগুলো ধারাবাহিক ভাবে দেখা যাবে ।
  • ৩। এবার File > Save Movie File এ ক্লিক করুন । Next চাপুন । এবার নতুন ফাইলের নাম লিখুন এবং কোথায় সেভ করা হবে তা সিলেক্ট করে দিয়ে Next চাপুন ।
  • ৪। এবার Other settings রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্টবক্স হতে Video for LAN(768 Kbps) সিলেক্ট করুন । নিচে মুভি সেটিংস এবং ফাইল সাইজ দেখা যাবে । এবার Next চাপুন । ফাইলটি সেভ হতে সময় লাগবে ।

Level 0

আমি ইমতিয়াজ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও! নাইস টিপস। ধন্যবাদ আপনাকে।

কাজে দিবে ধন্যবাদ।

সত্যি এটি একটা নিত্য প্রয়োজনীয় কাজের টিপস। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
কম্প্রেস করে ফাইলের সাইজ কতটা নামিয়ে আনা যায় ট্রাই করে দেখি।

খুবই কাজের একটা টিপস। আমি অবশ্য নিয়ে খুব একটা কাজ করি না। তবে ভবিষ্যতে কাজে দিবে।

টিপসটা তো দারুন। আমি জানতামই না। আমি আগে জিগ করে কম্প্রেসের চেস্টা করতাম। কডেক ব্যবহার করে করা যায় জানতাম। কিন্তু এত সহজ সেটা জানতাম না। অনেক ধন্যবাদ।

আপনাদের ধন্যবাদ পাইয়া গর্বে আমার বুক তিন হাত ফুলিয়া উঠিয়াছে ।

Level 0

প্রিয় বন্ধু, বহুদিন আগে কাজ করেছি……………….শেয়ার করার জন্ন ধন্নবাদ……..

good post

thanx