রান কমান্ডের সাহায্যে চালানো প্রোগ্রামের হিস্টরি মুছে ফেলুন

আমরা Run Command এর সাহায্যে প্রতিনিয়ত যেসব Programs গুলো চালাই সেগুলোর প্রত্যেকটি ক্রমশ History তে জমা হয়। Run Menu র এই History থেকে আপনি যদি কোন নাম মুছতে চান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন -

  • প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।
  • এরপর HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > Current Version > Explorer > Run MRU তে যান। এবার ডানপাশের প্যানেল থেকে যে নামগুলো মুছে দিতে চান তা সিলেক্ট করুন এবং Right Click করে Delete করে দিন।

run-command.jpg

ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।

অথবা,

  • টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে।
  • এবার Advanced ট্যাবে গিয়ে Recent Documents-এর আন্ডারে Clear List-এ ক্লিক করুন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন।

এবার দেখুন আগে Run Command এর সাহায্যে যেসব Programs গুলো চালিয়েছিলেন সেগুলি আর রান মেনুতে দেখা যাচ্ছে না।

Level 0

আমি তন্ময় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তন্ময় বিশ্বাস। বর্তমানে আমি থাকি ভারতের,পশ্চিমবঙ্গে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তন্ময়কে স্বাগতম।
ধন্যবাদ কাজে আসবে।

তন্ময় ভাই আপনাকে টেকটিউনসে স্বাগতম। খুবই দরকারি একটি টিপস দিলেন। অনেক ধন্যবাদ।

আমি অবশ্য সিক্লিনার ব্যবহার করি তাই ম্যানুয়ালেন প্রয়োজন হয় না। তবে খুবই দারুন টিইন। সিক্লিনার না থাকলে… আপনাকে স্বাগতম জানাচ্ছি টেকটিউনস কমিউনিটিতে।

আপনাদের ও অসংখ্য ধন্যবাদ।

হুমম কাজে দিবে।

গুড টিপস। আপনাকে স্বাগতম। এরকম আরও টিপস পাব বলে আশা রাখি।

ধন্যবাদ। অবশ্যই চেষ্টা করব।

হুমম… প্রাইভেসি ইসুতে কাজে দিবে। ধন্যবাদ।

ধন্যবাদ। আমার ২য় পদ্ধতিটা ভাল লেগেছে। রেজি এডিট ঝামেলা মনে হয়।

সে তো ভাল। তবে রেজিস্ট্রী এডিটরের উপর কাজ করে দেখুন, দেখবেন আরো মজার।

ভালোই । ধন্যবাদ …..

Level 0

Run Com এ Recent দিলে File প্রদর্শিত সেটা বন্ধ করার পদ্দতিটা একটু জানাবেন প্রাইভেসি ইসুতে কাজে দিবে ্

আমি নিয়মিত আপনার লেখা পড়ি। ভাল ই লাগে ,
ধন্যবাদ,তন্ময় বিশ্বাস ।

shahidullah
dubai

Level 2

জনাব শহিদুল্লাহ ,(আমি নিয়মিত আপনার লেখা পড়ি। ভাল ই লাগে ) কাউকে তৈলাক্ত করণের পদ্ধতিটা বেশ তো আয়ত্ব করেছেন । তার কারন , তন্ময় বিশ্বাস সবেমাত্র তিনটা টিউন করেছেন আর তাকেই আপনি এতোটা তৈল দিয়েছেন যে , রীতিমতো পিছলে যাবারক্রম । এতোটা তেল আপনি এখানে না ঢাললেও পারতেন ।
হ্যাঁ , ভাল টিউন সম্পর্কে ভাল মন্তব্য এবং ভাল টিউনারের প্রশংসা অবশ্যই করবেন । তাই বলে , মাত্রাতিরিক্ত তৈলাক্ত মন্তব্য কোন গুনী টিউনারের গুনগত মান বজায় রাখার অন্তরায় হতে পারে । ৃ
ধন্যবাদ জনাব তন্ময় আপনাকে সুন্দর টিউনের জন্য । ধন্যবাদ ও ঈদ মোবারক টেকপরিবারের সবাইকে ।

বিঃদ্রঃ আমার মন্তব্য কাউকে ব্যক্তিগত আক্রমণের জন নয়।

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন থেকে একটি খুবই ভালো টিপস পেলাম…… আমি এটাই খুঁজছিলাম. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

Level 0

সত্যি দারুন একটা জিনিস শিখালেন।খুব ভাল লাগল