Nokia মোবাইল এর মেমোরি কার্ড এর পাসওয়ার্ড ভুলে গেছেন ? সমস্যা নাই । এই টিউনটি দেখেন আর পাসওয়ার্ড রিমুভ করুন কোন ডেটা হারানো ছাড়া !!!!

আসসালামু আলাইকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন যাই হোক এজকের টিউনটা শুরু করি। আপনারা প্রায় অনেকেই মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করেন আর মেমোরি কার্ড তো আবশ্যক । পাসওয়ার্ড ও অনেকেই দেন । কিন্তু সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে । আসুন দেখি কিভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েও পাসওয়ার্ড রিমুভ করবেন Nokia মোবাইল কোন ডেটা হারানো ছাড়া ।

১।প্রথমে FExplorer নামের এই সফটটা ডাউনলোড করে আপনার মোবাইল এ নিয়ে রান করুন ।
২।রান করার পর মোবাইল এর C: ড্রাইভ এ যান।
৩।এবারে C:System ফোল্ডার এ ঢুকুন ।

৪।এবারে mmcstore নামের ফাইলটা কপি করে এমন একটি ফোল্ডার এ সেভ করুন যেখান থেকে আপনি টা আপনার কম্পিউটার এ কপি করতে পারবেন ।
৫।।কপি হয়ে গেলে mmcstore ফাইলটি Notepad দিয়ে ওপেন করুন ।

ব্যাস কাজ শেষ এবার আপনি Notepad এ আপনার মেমোরি কার্ড এর পাসওয়ার্ড দেখতে পারবেন । (only for symbian.আপনারা চাইলে getjar থেকে সফটটা ডাউনলোড করে নিতে পারেন )

টিউনটি পরার জন্য ধন্যবাদ .............. 😀

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Anek purano khobor . . . Natun kichu thakle post karen.
Java mobiler janno kichu ache ki ?
However thanks for post

Level 0

Thanks

ভালো জিনিস

আমার ১টি nokia 6600 সেটের মেমোরি কার্ড এ password দেয়া আছে, কিন্তু এখন আমি আর nokia ব্যবহার করিনা। password টা কি PC থেকে remove করা যাবে????

    ভাই আপনার কোন ফ্রেন্ড এর কাছে সিম্বিয়ান সেট থাকলে তাতে করতে পারবেন । কিন্তু পিসি থেকে করতে গেলে পুরা ফরম্যাট করতে হবে।

      Level 0

      @Frankestine: puro format dileo khoti nei, thik recover kore nebo ami, apni sudhu bolen, pc diye locked memory card er password ta kibhabe remove korbo, onek try korechi, kichutei kichu korte pari ni

        পিসি র জন্য বিভিন্ন পাসওয়ার্ড রিকভারি সফট আছে । সেগুল ট্রাই করে দেখতে পারেন । জদিও আমি কখন পিসি থেকে ট্রাই করি নাই । 😀

Level 0

ভাই, এটা তো S60v1 ও S60v2 এর জন্য। S60v3 এর ক্ষেত্রে কি করব???

    সিম্বিয়ান হইলেই কাজ করবে

kaj kore na purai faul s60v5 er password remove kora onek easy kono soft lage na

    ভাই easy টা নিয়া একটা টিউন করেন । দেখি কত Easy

Level 0

Nokia n73 (S60 3rd edition) a ata kaj kore na…Memory card card reader a show kore na.ki korbo

Level 0

password রিমুভ করা অনেক ইজি নোকিয়া 6120c দেই

vai amar akta asa boro card.but ami akon oi phone use korina.akon ki kore unlock korbo?

Level 2

কার্ড ফরম্যাট হোক তবু আমাকে কেউ পিসিতে পাসওয়ার্ড ঠিক করা সফট দিতে পারবেন? দিলে উপকৃত হব।

Level 0

ভাই আমি একদিন cayber cafe গিয়ে কিছু ফাইল ডাউনলোড করে আমার মেমোরিতে নিয়ে বাসায় এসে ১৫ মিনিট পর আমার মোবাইল মেমোরি লাগিয়ে phone on করার সময় হটাত মোবাইল hang হয়ে গেল। আমি বারবার সিম খুলে লাগালে কোনরকমে মোবাইল on হয়ই কিন্তু আর কিছু করা যায়না। এক পর্যায়ে আমি memory খুলে ফেললে মোবাইল টিক আগের মত চলছিল। এর পর মেমোরি টা আর ফোনে লাগায়নি। ছেয়েছিলাম pc লাগিয়ে format করলে কাজ করবে কিন্তু ফরম্যাট করলে ফরম্যাট হয় না এবং মেমোরিতে প্রায় ২ জিবি মত ডাটা ছিল তাও delet হচ্ছেনা। ঐখানে কি যেন নাম ছিল মনেনেই একটা ফাইল ছিল জাও সাইজ ছিল ৪ জিবি আর আমার মেমোরি সাইজ ছিল ৪ জিবি কিন্তু টোটাল মেমোরি টা আমার pc তে কপি করার সময় ৫.৪৪ জিবি শো করে ছিল।টিউনার ভাই এই সমস্যার কি কোন সমাধান আছে?