মিডিয়াফায়ার থেকে ডিরেক্ট লিঙ্ক বের করাইয়া ছারুম!!!

আমরা সবাই মোটামুটি কিছু না কিছু ডাউনলোড করতে মিডিয়াফায়ারের সম্মুখীন হই। আমাদের যাদের ইন্টারনেট আমার মত ১এমবিপিএস না তারা আবার মিডিয়াফায়ারের ওই ডাউনলোড পেজকে ভয়ানক ভয় পাই। কিন্তু ভয়ের দিন শ্যাষ!!! আইয়া পড়লো মিডিয়াফায়ার প্রযোজিত ও পরিচালিত সুপার হিট ছায়াছবি 'মিডিয়াফায়ার এখন ডিরেক্ট লিঙ্ক সাপোর্ট করে' (বেশী কইয়া ফেললাম নাতো, কইলেও কিন্তু আমার দুষ নাই) হ্যা ভাই মিডিয়া ফায়ার এখন আসলেই ডিরেক্ট লিঙ্ক দেয়। তয় ক্যামতে আহেন দেখিইয়া লই।

এটা হচ্ছে মিডিয়া ফায়ার লিঙ্ক

এইটা ডিরেক্ট

একই মিরর থেকে দুই লিঙ্ক আসছে।

কিভাবে???

প্রথমে আপনার মিডিয়া ফায়ার লিঙ্ক টি দেখুন http://www.mediafire.com/download.php?2p55ng3duur10o1 এইবার এই লিঙ্কটিকে ডিরেক্ট করা হলে হবেঃ http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link=2p55ng3duur10o1

মিডিয়া ফায়ার তাদের প্রত্যেকটি লিঙ্কের জন্য কন্টেন্ট বেস আইডি ব্যাবহার করে, মিডিয়া ফায়ার এই লিঙ্কের http://www.mediafire.com/download.php?0460m0he6vp6dq0 কন্টেন্ট বেস আইডি হচ্ছেঃ 0460m0he6vp6dq0 (http://www.mediafire.com/download.php?2p55ng3duur10o1) আর এই লিঙ্ককে ডিরেক্ট করতে আপনার প্রথমে http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link= লিখুন তারপর মিডিয়া ফায়ার লিঙ্কের কন্টেন্ট বেস আইডিটা দিয়ে দিন = এর পর। তাতে ডিরেক্ট লিঙ্কটি দারায় এমনঃ http://project.krakenstein.net/hardcoded/mediafired/?link=2p55ng3duur10o1

সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ডিরেক্ট লিঙ্ক মোবাইলেও সাপোর্ট করে। কেউ বুঝতেই পারবে না আপনি আসলে কোথা থেকে এই লিঙ্ক দিচ্ছেন 🙂

আসলে এই প্রজেক্ট সফল করেছে http://project.krakenstein.net এরা। এদের মন থেকে একটা ধন্যবাদ দেন। আর আমাকে আরেকটা ধন্যবাদ দেন এই বিষয়টা ঘেঁটে ঘেঁটে বের করবার জন্য।

আমরা যারা গানের সাইট চালাতে চাই। তাদের মদ্ধে প্রথম একটা ইচ্ছা থাকে এমন ইসশ ডিরেক্ট লিঙ্ক দিতে পারতাম। এখন থেকে ইচ্ছে মতই ডিরেক্ট লিঙ্ক দেন। এখন অনেক সাইট আছে যারা এমপিথ্রির জন্য ফ্রী ডিরেক্ট লিঙ্ক দেয়। গুগল মামু কইলেই বেবাক কথা জাইনবার পারবেন

আমার ছোটো একটা গানের সাইট দেখেই আসেলে কৃতার্থ হইতাম

Level New

আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

Dhonnobad. Amar kaje lagibe.

Dhonnobad. Amar majhe majhe kaje lagibe.

ধন্যবাদ…..কাজের জিনিস

dhonnobad

কাজের জিনিস :mrgreen:

Level 0

thanks for share. তবে মিডিয়াফায়ার তো এম্নিতেই রিজিউম সাপোর্ট করে। অন্য ওয়েবসাইট যেগুলা রিজিউম সাপোর্ট করে না সেগুলারটা দিলে আরও ভাল হত

Level 0

আপনাকে মন থেকে ধন্যবাদ। 🙂

বস আপনি উপরে যে গানের লিংক দিছেন সেটা ডাউনলোড করা যায় না। একটু দেখুন। আপনাকে অনেক ধন্যবাদ। নতুন একটা বিষয় শিখলাম।

কঠিন কাজ করে। তবে ভাবছি, কতোদিন কাজ করবে….

    @শামীম রাহমান:
    জী একদম মনের কথা বলছেন, এটাও ছাড়াও আরো উপায় আছে, কিন্তু মিডিয়াফায়ার কন্টেন্ট লিঙ্ক চেঞ্জ করে, ফলে ডাইরেক্ট লিঙ্ক ডিসাবল হয়ে যায়।

জব্বর খবর দিলেন ভাই।

Jotilzzz. Thanks

সব্বাইকে ধন্যবাদ

নেট ডিসকানেক্ট করলেও কি রিজিউম সাপোর্ট দেবে?

Awesome very very very…………………..thnks vaia.

Level 2

Nonsense