.NET framework উইন্ডোজ এ সফটওয়্যার চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার চলবে না; কিন্তু দুঃখের বিষয় by default এটা ডিসেবল থাকে। এটা না থাকলে কোনও সফটওয়্যার রান করতে গেলে হয়তো নিচের ছবির মত একটা মেসেজ আসে....
এটা enable করতে হবে...BUT এটাবড় ফাইল, ডাউনলোড করতে অনেক কষ্ট । । । । । এখন উপায় ?????? WAIT আছে .....নিচে লক্ষ্য করুন ।।।।
আপনাকে control panel থেকে programs and features এ যেতে হবে ।
উপরের ছবির প্রথম অপশন এ টিক দিয়ে ওকে করলে অনেকে এই Error 0x800f0906 এররটা পায়। আবার এখন ডাউনলোড করতে গেলে আপনাকে ২৯১ মেগা ডাউনলোড ........?????
SO, Windows 8 Consumer Preview তে কিভাবে কোনও কিছু ডাউনলোড ছাড়া আপনি এটা enable করবেন, তা দেখাবো ।
প্রথমে, .iso ফাইলটা কম্প্রেশন/ ডিকম্প্রেশন সফটওয়্যার যেমন 7-zip দিয়ে ওপেন করে Sources ফোল্ডার ওপেন করুন ও sxs ফোল্ডার খুঁজে বের করুন।। এবার এটা এখানে কপি করুন >>
C: Temp এ
THEN,
এডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট রান করে নিচেরটুকু টাইপ করে এন্টার দিন । dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:c:tempsxs /LimitAccess
কাজ শেষ, এবার রিবুট করুন । ধন্যবাদ ।লেখার মূল সূত্র উল্লেখ করুন। -মডারেটর সোর্ডফিশ
আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলে কমেন্ট করবেন ।।।