মাউস দিয়ে চালান দৃশ্যমান কি-বোর্ড বা অন স্ক্রিন কি বোর্ড

আস্‌সালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ্‌ আল মারুফ। অনলাইন জগত শুরু নাইন থেকে। এখন আমি টেন-এ। এতদিন পড়েছি অনেক ব্লগ। কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক কিছুই পারি। তাই ভাবছি এবার যা শিখেছি তা অন্যদের সাথে শেয়ার করতে হবে। আমি ব্লগে এই প্রথম লিখছি, প্লিজ সবাই আমাকে সাহায্য করবেন। কারণ আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। তাই আসল কথাটা অল্প কথায় আপনাদেরকে জানাবো। যা হোক, আজ একটা ছোট্ট টিপ্‌স দিয়ে ব্লগ যাত্রা শুরু করব। আজ আপনাদেরকে জানাবো অন-স্ক্রিন কি-বোর্ড সম্পর্কে অর্থাৎ দৃশ্যমান কি-বোর্ড। কম্পিউটারের একটি অপরিহার্য অংশ কি-বোর্ড। ধরুন, রাতে একটা মূল্যবান ডকুমেন্ট তৈরী করেছেন এবং প্রায় শেষের দিকে। সকালে উঠে শুধুমাত্র ২-১ টা ভুল ঠিক করবেন। কিন্তু এই সময় যদি দেখেন কি বোর্ড টা নষ্ট হয়ে গেছে, তখন ঠিক কি রকম মনের অবস্থা হবে ? সেটা ঠিক আপনিই ভালো বুঝবেন। এজন্য একটা ভালো উপায় হচ্ছে অন স্ক্রিন কি-বোর্ড। যা দিয়ে আপনি মাউসের সাহায্যে কিক করে করে ২-১ টা লেখা সেরে নিতে পারবেন। হ্যা,এখন কথা হলো এটা পাবো কোথায় ? এটা সাধারনত স্টার্ট ম্যেনু > অল প্রোগ্রাম > এঙ্সেরিস > এঙ্িেসবিলিটি -তে গিয়ে পাওয়া যায়। সেখানে অন স্ক্রিন কি-বোর্ড এ কিক করেই দেখুন পর্দায় একটা ছোট্ট কি-বোর্ড দেখাচ্ছে। এখানে মাউসের সাহায্যে কিক করে দুই একটা কাজ অন্তত করতে পারবেন। অতি বিরক্তের কাজ হলেও বিপদে এটাই আপনাকে অনেকটা সাহায্য করবে। রান ম্যেনুতে ড়ংশ লিখে ওকে করলেও এটা করা যাবে। আজ এটুকুই দেয়ার ছিল। দয়া করে যেকোনো ভুল মা করবেন। কারণ আগেই বলেছি আমি নতুন এক ুদে ব্লগার। আমি কারও কপি করে অন্তত লিখবো না। এই ছোট্ট মাথায় যা আছে আশা করি,তাই আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Abdullah Al Maruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায়রে !!!

Level 3

ধন্যবাদ । তুমি যা শিখেছো তাই শেয়ার করলে এ জন্য আবারো ধন্যবাদ । নতুন বন্ধুদের কাজে দেবে। ভাল থাকবে….শুভকামনা।

হায় হায় করার কিছু নেই, হতাশা নয় নতুন ক্ষুদে ব্লগার মারুফ ভাই। সুন্দর লেখা হয়েছে………. গাইতে গাইতে গায়েন……..লিখতে লিখতে লিখেন…………. চালিয়ে যান।