গতকাল ০১-০৫-২০১২ তারিখে জাতীয় বিশ্ব-বিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দিয়েছে। কিন্তু তাদের সার্ভার এর যে ক্ষমতা তাতে একসাথে ২০০ জন ঢুকলে মারা যায়। রেজাল্ট দেখার জন্য কয়েক ধাপ অতিক্রম করতে হয়। শেষ ধাপ পর্যন্ত যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়।
তাই চলুন রেজাল্ট দেখি একদম শেষ ধাপে গিয়ে সময় বাচাই......
http://nu.edu.bd/honours/fourth_year_result_show.php?roll_number=674149&exam_year=2009
এইখানে roll_number=******* আপনার রোল লিখে লিংকটা কপি করে ব্রাউজারে ওপেন করুন, আশা করি সহজেই রেজাল্ট পেয়ে যাবেন। তারপরও যদি সার্ভার বিজি দেখায় কয়েকবার পেজ রিফ্রেস দিন ঠিকই রেজাল্ট পেয়ে যাবেন।
কাজ হলে জানাবেন আশা করি.. ভালো থাকবেন সবাই
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাম করে না !!!