আমাদের দেশে সফটওয়ার শিল্পের উপর তেমন কোন আইন নেই। ফ্রি আর প্রফেশনাল সবগুলোকেই নিজের মত করে ব্যবহার করে সবাই। এমনকি কেউ কেউ কিনে নিয়ে সেটা বাজারে আবার বিক্রিও করে যদিও এরকম করার অনুমতি থাকে না। তাছাড়া বিভিন্ন জন থেকে প্রোডাক্ট কি সংগ্রহ করে ব্যাবহার করার প্রক্রিয়াতো অত্যাধিক জনপ্রিয়। কিন্তু উন্নত দেশে একাজগুলো করার অপরাধ এবং করলে বিচারের মুখোমুখি হতে হয়, দোষী হলে শাস্তি পেতে হয়। তাই জেনুইনটা ঐ সব দেশে কাজে লাগে খুব বেশি। তবে আমাদের জন্য জেনুইন উইন্ডোজ খুবই দরকারী। নিচে দেখুন এর গুরুত্ব।
১। উইন্ডোজ কিনে নিলে আপনি হবেন মাইক্রোসফটের একজন গর্বিত ক্রেতা। তাদের ক্রেতার লিস্টে আপনার নামও থাকবে সিরিয়াল অনুযায়ী।
২। মাইক্রোসফটের ক্রেতা হিসেবে আপনি যেকোন সমস্যার জন্য সব সময় তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার কোন সমস্যার জন্য তাদের কাছে অভিযোগ করলে তারা আপনার সমস্যাটি সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তাই তাদের সেবা নিয়ে এখনো কোন ক্রেতার কোন অভিযোগ নেই। উইন্ডোজ বাজারে ছাড়ার পর বছরের পর ক্রেতাদের সমস্যা সমাধান করার জন্য গবেষণায় নিয়োজিত আছে মাক্রোসফটের গবেষক দল। তাদের কাজ হলো গ্রাহকদের সমস্যা সামাধানের জন্য এবং উন্ডোজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা করা।
৩। মাইক্রোসফট যখন উইন্ডোজে নতুন ফিচার যুক্ত করে বা কোন সমস্যার সমাধান করে তখন সেটা তারা আপডেটের লিস্টে যুক্ত করে দেয়। জেনুইন ইউজাররা সাথে সাথে পৃথিবীর যেকোন প্রান্তে থেকে মূহুর্তের মধ্যেই সেই আপডেট পায়।
৪। মাইকোসফটের যত সফটওয়ার/টুলস বা সেবা বের হয়ে থাকে সব উইন্ডোজকে ঘিরেই হয়ে থাকে। ওখানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়ার/টুলস আছে যা শুধু জেনুইন ইউজাররাই ব্যবহার করতে পারে। যেমন MSE Antivirus, Windows Media player 11, Photo Story3 ইত্যাদি। এগুলো মাত্র কয়েকটির নাম। এরকম আরো অনেক টুল আছে যা একমাত্র জেনুইন ইউজারদের জন্য। সুতরাং support, updates এবং downloads সবকিছুর জন্য আপনার লাগবে জেনুইন উইন্ডোজ।
৫। জেনুইন উইন্ডোজের সিকিউরিটি হবে সর্বাধিক শক্তিশালী। এভাবে আপনাকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে জেনুইন উইন্ডোজ না হলে। এছাড়া আপনি এখানে আরো তথ্য পাবেন জেনুইন উন্ডোজ সম্পর্কে।
আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।
আপনার কথার সাথে ১ম হতে পারছি না ! আমি প্রতিবার এক্সপি দিয়ে ইউডোস জেনুইন করি ! মিডিয়াপ্লেয়ার , mce, এক্সপ্লোরার ইত্যাদী ব্যাবহার করছি , কখনো কনো সমস্যাতে পরতে হইনি 😛 আমার ইউনোড মিয়িয়া প্লেয়ারে এমন কোন ফরমেন নেই যা আমি চালাতে পারি না । আর এম,সি,ই তো নিয়মিত আপডেট করতেছি ।
ধন্যবান , টিউনের জন্যে।।
[তবে আমি মনে করি যাদের সামর্থ আছে তাদের এটি ক্রয় করেই ব্যবহার করা উচিৎ যদিও এটি ব্যয়বহুল]