উইন্ডোজ জেনুইন এডভান্টেজ কি এবং কেন প্রয়োজন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপি। আগের তুলনায় উইন্ডোজের চাহিদাটা বর্তমানে আরো বেশি। যদিও বর্তমানে লিনাক্স, এন্ড্রয়েডের বাজার উইন্ডোজকে কিছুটা প্রতিযোগিতায় ফেলেছে। তারপরও এর জনপ্রিয়তা চলছে সমান তালে। উইন্ডোজ আমরা জেনুইন আর ফ্রি দুভাবে ব্যবহার করি। যদি উইন্ডোজ ফ্রি নয়। আজকে আলোচনা করবো জেনুইন আর আমরা যেটা ব্যবহার করি ফ্রির মত সেটার মধ্যে পার্থক্য কি।

Windows Genuine Advantage:

আমাদের দেশে সফটওয়ার শিল্পের উপর তেমন কোন আইন নেই। ফ্রি আর প্রফেশনাল সবগুলোকেই নিজের মত করে ব্যবহার করে সবাই। এমনকি কেউ কেউ কিনে নিয়ে সেটা বাজারে আবার বিক্রিও করে যদিও এরকম করার অনুমতি থাকে না। তাছাড়া বিভিন্ন জন থেকে প্রোডাক্ট কি সংগ্রহ করে ব্যাবহার করার প্রক্রিয়াতো অত্যাধিক জনপ্রিয়। কিন্তু উন্নত দেশে একাজগুলো করার অপরাধ এবং করলে বিচারের মুখোমুখি হতে হয়, দোষী হলে শাস্তি পেতে হয়। তাই জেনুইনটা ঐ সব দেশে কাজে লাগে খুব বেশি। তবে আমাদের জন্য জেনুইন উইন্ডোজ খুবই দরকারী। নিচে দেখুন এর গুরুত্ব।

১। উইন্ডোজ কিনে নিলে আপনি হবেন মাইক্রোসফটের একজন গর্বিত ক্রেতা। তাদের ক্রেতার লিস্টে আপনার নামও থাকবে সিরিয়াল অনুযায়ী।

২। মাইক্রোসফটের ক্রেতা হিসেবে আপনি যেকোন সমস্যার জন্য সব সময় তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার কোন সমস্যার জন্য তাদের কাছে অভিযোগ করলে তারা আপনার সমস্যাটি সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তাই তাদের সেবা নিয়ে এখনো কোন ক্রেতার কোন অভিযোগ নেই। উইন্ডোজ বাজারে ছাড়ার পর বছরের পর ক্রেতাদের সমস্যা সমাধান করার জন্য গবেষণায় নিয়োজিত আছে মাক্রোসফটের গবেষক দল। তাদের কাজ হলো গ্রাহকদের সমস্যা সামাধানের জন্য এবং উন্ডোজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা করা।

৩। মাইক্রোসফট যখন উইন্ডোজে নতুন ফিচার যুক্ত করে বা কোন সমস্যার সমাধান করে তখন সেটা তারা আপডেটের লিস্টে যুক্ত করে দেয়। জেনুইন ইউজাররা সাথে সাথে পৃথিবীর যেকোন প্রান্তে থেকে মূহুর্তের মধ্যেই সেই আপডেট পায়।

৪। মাইকোসফটের যত সফটওয়ার/টুলস বা সেবা বের হয়ে থাকে সব উইন্ডোজকে ঘিরেই হয়ে থাকে। ওখানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়ার/টুলস আছে যা শুধু জেনুইন ইউজাররাই ব্যবহার করতে পারে। যেমন MSE Antivirus, Windows Media player 11, Photo Story3 ইত্যাদি। এগুলো মাত্র কয়েকটির নাম। এরকম আরো অনেক টুল আছে যা একমাত্র জেনুইন ইউজারদের জন্য। সুতরাং support, updates এবং downloads সবকিছুর জন্য আপনার লাগবে জেনুইন উইন্ডোজ।

৫। জেনুইন উইন্ডোজের সিকিউরিটি হবে সর্বাধিক শক্তিশালী। এভাবে আপনাকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে জেনুইন উইন্ডোজ না হলে। এছাড়া আপনি এখানে আরো তথ্য পাবেন জেনুইন উন্ডোজ সম্পর্কে।

উপরের সুবিধাগুলো পেতে হলে আপনাকে অবশ্যই জেনুইন উইন্ডোজ ব্যবহার করতে হবে। আপনার উইন্ডোজটি জেনুইন কি না তা আপনার জানা আছে। তারপরও জানতে চায়লে অনলাইনে ট্রাই করতে পারেন কিংবা MSE, WMP11 ইনস্টল করার চেষ্টা করে দেখুন। বর্তমানে একটিভেশন সহ উইন্ডোজ সেভেনের সিডি পাওয়া যায় বাজারে। এক্সপিকেও জেনুইন করার বিভিন্ন ব্যবস্থা অনলাইনে রয়েছে। তারপরও যদি আপনি দু নাম্বারি করে এক্সপিকে জেনুইন করে থাকেন মাইক্রোসফটের এন্টিভাইরাস MSE কে আপডেট করতে গেলে ধরা খেতে হবে। আরো বিভিন্ন দিকে সমস্যায় পড়তে হতে পারে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কথার সাথে ১ম হতে পারছি না ! আমি প্রতিবার এক্সপি দিয়ে ইউডোস জেনুইন করি ! মিডিয়াপ্লেয়ার , mce, এক্সপ্লোরার ইত্যাদী ব্যাবহার করছি , কখনো কনো সমস্যাতে পরতে হইনি 😛 আমার ইউনোড মিয়িয়া প্লেয়ারে এমন কোন ফরমেন নেই যা আমি চালাতে পারি না । আর এম,সি,ই তো নিয়মিত আপডেট করতেছি ।

ধন্যবান , টিউনের জন্যে।।

[তবে আমি মনে করি যাদের সামর্থ আছে তাদের এটি ক্রয় করেই ব্যবহার করা উচিৎ যদিও এটি ব্যয়বহুল]

    Level 2

    @প্রিন্স মাহমুদ: আমার আলোচনার কোথাও আমি বলিনি যে আমাদের জেনুইন উইন্ডোজ নেই। বরং বেশিরভাগ এ সুবিধাটা থেকে বঞ্চিত এটাই বলতে চেয়েছিলাম। আর উইন্ডোজ জেনুইন করার জন্য দরকার জেনুইন সিরিয়াল। আপনি হয়ত সেটাই পেয়েছেন। সেদিক থেকে আপনি ভাগ্যবানিই বটে। ধন্যবাদ মাহমুদ ভাই।

      আসলে আমি আপনার শেষের দু’লাইন

      >>>আপনি দু নাম্বারি করে এক্সপিকে জেনুইন করে থাকেন মাইক্রোসফটের এন্টিভাইরাস MSE কে আপডেট করতে গেলে ধরা খেতে হবে। আরো বিভিন্ন দিকে সমস্যায় পড়তে হতে পারে<<<

      এটার উপরের মন্তব্য করেছি ! আর আপনি ঠিক বলেছেন , আমার কাছে sp2 এবং sp3 এর দুটি জেনুইন লাইসেন্স আছে 😛

      ধন্যবাদ আপনাকে , টিউন ভালো হইছে!!!

        Level 2

        @প্রিন্স মাহমুদ: আসলে প্রিন্স ভাই লেখাটা লেখার চিন্তা এসেছে তার কারণ হল- বেশ কিছু ফ্রেন্ড এ জেনুইন সমস্যাটা নিয়ে আমাকে মেইলে হেল্প চেয়েছে। কেউ রেজি ফাইল আর কেউ ক্রাক। কিন্তু আপডেট কিংবা MSE ব্যবহারে তারা ধরা খেয়েছে। তাদেরকে সমাধান দিয়েই লেখাটা লেখা হয়েছে। আপনাকে আবারো ধন্যবাদ।

XP te Majhe moddhe dhore fele, but windows seven e ami onek din dhore chalacchi kono somossa hocchena.

বিনা পয়সায় উইন্ডোজ ৭ এর সব সুবিধা পেতে হলে এই টিউন টি দেখতে পারেনঃ https://www.techtunes.io/download/tune-id/117775 … আর টাকা থাকলে অরিজিনাল কিনুন।

Level 0

I had used everything as you mentioned using crack and no problem found . 🙂
So ,I am not agree with you .

    Level 2

    @Wolffangs: আসলে আমার লেখাটা জেনুইনের সুবিধার উপরে। শিরোনামও তাই। তবে মাঝে মধ্যে জেনুইন না হয়েও জেনুইনের সুবিধা ভোগ করতে গেলে কিছু সমস্যায় যে পড়তে হয় তা বলেছি। আর আপনি ক্রাক করে জেনুইন করেছেন সেটাও আমি বলেছি। তাই আপনি আমার সাথে একমত না হওয়ার কারণ নেই। এ জন্য আমিও আপনার সাথে একমত। ধন্যবাদ।

Level 0

kichu din age amr ek frnd er sathe jhogra hoise europ r bd er mobile rate er parthokko nia. Orar monthly income dhoren 100pound hole ora 5cent/min kuno bepar na. But amrar kache 2tk/min onek besi bcz amrar income onek kom.tobe er jonno bd te mobiler mis usage onk besi. amr kase weekly gore 2ta ajaira cal ase 😀
Akhon microsoft er uchit bd te only for bd dia 1000tk te xp and 3000 win7 home 3000tk te deo. Taile oneke kinbe.r microsoft akhon je dhora khaitase tao kombo.

আমি মনে করি বাংলাদেশে করোরই কোন Software [ Business Software ছাড়া ] কিনে ব্যাবহার করার প্রয়োজন নাই ।

হুম ভালই ……. তয় আমি মনে করছিলাম কি না কি !!! ওই সুবিধাগুলা দিয়াই বা কি করুম !!! :mrgreen: :mrgreen:

কিভাবে কিভাবে আমি যেন একটা অদ্ভুত ক্র্যাক পেয়ে গেছিলাম, আমার উইন্ডোজ আমি ৩ মাস ধরে ধুমায়ে আপডেট দেই। কস্ট করে আর অপশন ডিজ্যাবল করি নাই, নিজে নিজেই চেক করে নিজে নিজেই আপডেট নামায়। সে হিসেবে জেনুইন উইন্ডোজের সমান মজাই আমি পাই বোধহয়।

তবে ফুল্লি আপডেটেড উইন্ডোজের মজাই আলাদা। শুরুর দিকে প্রচুর হ্যাং করত, সিস্টেম ফাইল আর রেজিস্ট্রি নিয়ে ঘাটাঘাটির ফল মনেহয়, নিশ্চিত না। স্রেফ উইন্ডোজ আপডেট দিয়েই এখন আর কোন ঝামেলা নাই।

তবে আপনি যে সুবিধা হবে লিস্ট করে দিলেন, ৩ নাম্বার পয়েন্ট ছাড়া বাকিগুলা আসলে কোন কামের না। উইন্ডোজের ক্রেতা লিস্টে আমার নাম থাকা জরুরী না, আর সাপোর্টের ব্যাপার আসলে ওরা আপনাকে মাইক্রোসফটের হেলপ ফাইল ধরায়ে নিজে পড়ে নিতে বলে। সেই অনলাইন হেল্প নেটে অ্যাভেইলেবল, প্রবলেমের সময় একই সল্যুশন দিয়ে জেনুইন উইন্ডোজ যেমন ঠিক করা যায়, পাইরেটেডগুলার ক্ষেত্রেও একই সমাধান আসে।

Level 0

arekta kotha win xp and win 7 koi paoa jai dam koto koile onkei kinto.karon maybe 80% manush jane na agula.

কামরুল ভাই কেমন আছেন? হিরেন্স বুট সিডির ব্যবহার নিয়ে একটি টিউনের জন্য জোর অনুরোধ করছি আবারও

    Level 2

    @মোহাম্মদ খালিদ হোসাইন: খালিদ ভাই ভাল আছি। ভাই হিরেন্স বুট নিয়ে লেখার সময় পাচ্ছি না। সামনে Win7 নিয়ে কাজ শুরু করবো। তাই আপাতত মেডিটেশনটা ঐ দিকে। আশাকরি পরবর্তীতে এ টিউনটি নিয়ে হাজির হব আপনাদের সামনে।

Level 2

আসলে মাইক্রসফট মনে হয় আমাদের বাংলাদেশেকে নিয়ে তেমন একটা চিন্তা করে না। কারণ আমাদের দেশে ব্যক্তি পর্যায়ে যে সফটওয়ার কেউ কিনে না সেটা তাদের জানা আছে। তাই সম্ভবত ঢাকায় একটা ছাড়া তাদের আর কোন অফিস নেই। আমাদের দেশে সফটওয়ার বিজনেসের উপর তেমন কোন আইন না থাকয় জেনুইন উইন্ডোজের কোন মূল্যায়ন হয় না। কিন্তু যুক্তরাস্ট কিংবা যুক্তরাজ্যে এভাবে উম্মুক্ত ব্যবহার করা যায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য।
MS Address:

Microsoft Corporation
RM Center, 3rd Floor
101 Gulshan Avenue
Dhaka 1212, Bangladesh
Phone: +880-2-8832973-75
Fax: + 880-2-8832976