আমরা আমাদের অনেক প্রয়োজনীয় পিডিএফ বই নেটে ঘাটাঘাটি করেও পাই না। আবার পেলেও তা খুঁজতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এমন যদি হত আমরা আমাদের প্রয়োজনীয় পিডিএফ বই মূহুর্তের মধ্যেই খুঁজে পাই। কি বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বিশ্বাস না হওয়ারই কথা। আমারও প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু পরে যখন ট্রাই করে দেখলাম এটা সত্যিই আমাকে অভিভূত করল। আর হ্যাঁ এটা আর কিছুই নয়। এটা হল PDF Search Engine। এটা E-book এর জন্য স্পিশিয়ালভাবে ডিজাইন করা হয়েছে। আর এটা ব্যবহার করা খুবই সহজ। শুধু সার্চ ইজ্ঞিনটিতে আপনার কাঙ্খিত বই এর নামটি লেখবেন এবং এন্টার চাপ দিবেন। আর মূহুর্তের মধ্যেই এটা আপনার সামনে বইএর লিস্ট হাজির করবে। তো বসে আছেন কেন? এখনই ট্রাই করুন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
hummm,nice