একইসাথে একাধিক ফেসবুক আইডিতে লগইন করুন

আপনার কি একাধিক ফেসবুক আইডি আছে? আমাদের প্রায় সবারই একাধিক ফেসবুক আইডি আছে। আমি অনেক লোককে দেখেছি একাধিক ইয়াহু, জি-মেইল এবং ফেসবুক আইডি ব্যবহার করে। আমার নিজেরও একাধিক ফেসবুক বা ইয়াহু আইডি রয়েছে। এখন জিজ্ঞেস করতে পারেন কেন এই একাধিক আইডি ব্যবহার করা? আমি যদি বলি তবে বলব আমার প্রাইভেসির জন্য। আমি একটি একাউন্ট রাখি ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং অন্য একটি একাউন্ট রাখি সাধারণভাবে ব্যবহারের জন্য। এখন কথা হল কিভাবে আমরা একই সাথে একাধিক ফেসবুক আইডিতে লগইন করব। আর এটার সমাধান নিয়ে আমি আমার আজকের এই টিউনটি করেছি।

প্রথমে Firefox যদি না থাকে তাহলে এটি ডাউনলোড করে ইনস্টল করুন।

এখানে ক্লীক করুন এবং CookiePie Firefox addonটি ইনস্টল করুন। এখন আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।

এখন ব্রাউজারটি খুলুন এবং  আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। তারপর নতুন একটি টেব খুলতে Ctrl + T চাপুন। নতুন খোলা এই টেবের উপর রাইট ক্লীক করে এবং Toggle On/Off Cookiepie সিলেক্ট করুন। এখন টেবের উপর আপনি একটি Cookie দেখতে পাবেন। এবার একটি নতুন ফেসবুক আইডিতে লগইন করুন।

বি:দ্র: এই পদ্ধতিটি আপনি ফেসবুক ছাড়াও ইয়াহু, মাইস্পেস, জি-মেইল, অরকুট ইত্যাদি জায়গায় প্রয়োগ করতে পারবেন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শোন মোহাম্মদ রকিবুল হায়দার ভাই trillian astra দিয়ে একসাথে হাজার টা আইডি খুলতে পারবা । তারপর একসাথে ১৪ টি মেসেন্জারে চ্যাট করতে পারবা । একবার ব্যবহার করে দেখতে পার ।

    Level 0

    সংযম সংযম। আরও সহনশীল হতে হবে আমাদের।

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই thanks . আসলে হাসিব ভাই আপনে এখান জিনিস আপনার কমেন্ট পড়তে খুব ভাল লাগে ।

    কেন ভাই এই কথাটা বললা ? বুঝলাম না । কোন কথা বললে স্পষ্ট করে বলবা । আমি মোহাম্মদ রকিবুল হায়দার ভাইকে trillian astra সফটওয়ারটা ব্যবহারের আমন্ত্রন জানাইছি । এতে কি আমার অপরাধ হইল ?

আসলে হাসিব ভাই আপনে যে ভাবে ভাবছেন আমি সেভাবে বলিনি । আমি বলেছি আপনার comment এর ভাষার কথা ।অন্য কিছু মনে করলে ভুল হবে । ধন্যবাদ ।

    হুমম ওকে । আমি টেকটিউনসের যাদের সবচেয়ে ভাল লাগে তাদেরকে তুমি বলে থাকি তবে বয়সের অনেক তারতম্য হলে আপনি । সো রকিব কে আমার ভাল লাগে বলেই ওকে আমি তুমি বলে সম্ভোধন করেছি । তবে তোমার কাছ থেকেও আমি টিউন আশা করি যেমনটি করেছিলাম রুহুল আমীন ভাইয়ের কাছ থেকে ।

Level 3

হাসিব ভাই ভাল আছেন। ভাই আপনার ভাল লাগে কি করলে? একজন মানুেষর উচিট তাকে টুই টুমি বলার আগে তার কাছে আনুমটি নেওয়া সে ভরো বা ছোট হোক। ভাল থাকবেন।.

    sujon ভাই এখানে আপনি নতুন এসে থাকলে আমি কিছুই বলব না তবে যদি আগে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সবাই যারা টিউন করি তারা মনে করি এটা একটা পরিবার মানে টেকটিউনস পরিবার । আর একটি পরিবারের কেউকেই আপনে সম্বোধন করা বেমানান । তবে তুমি বলা যায় । আপনি হয়ত নতুন আশা করি আর কিছু বলা লাগবে না ।

Level 3

যুক্তি ছারা comments পড়তে যে ভলো লাগে আপনার comments না পড়লে বুঝতে পারটাম না। আমি বাংলা টাইপ জানিনা অনেক কষ্ট লিখলাম। ধন্যবাদ ।

    Level 0

    কয়েকটা দিন যাক, আরও কতকিছু দেখবেন।

Level 0

ধন্যবাদ………