আপনার কি একাধিক ফেসবুক আইডি আছে? আমাদের প্রায় সবারই একাধিক ফেসবুক আইডি আছে। আমি অনেক লোককে দেখেছি একাধিক ইয়াহু, জি-মেইল এবং ফেসবুক আইডি ব্যবহার করে। আমার নিজেরও একাধিক ফেসবুক বা ইয়াহু আইডি রয়েছে। এখন জিজ্ঞেস করতে পারেন কেন এই একাধিক আইডি ব্যবহার করা? আমি যদি বলি তবে বলব আমার প্রাইভেসির জন্য। আমি একটি একাউন্ট রাখি ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং অন্য একটি একাউন্ট রাখি সাধারণভাবে ব্যবহারের জন্য। এখন কথা হল কিভাবে আমরা একই সাথে একাধিক ফেসবুক আইডিতে লগইন করব। আর এটার সমাধান নিয়ে আমি আমার আজকের এই টিউনটি করেছি।
প্রথমে Firefox যদি না থাকে তাহলে এটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এখানে ক্লীক করুন এবং CookiePie Firefox addonটি ইনস্টল করুন। এখন আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এখন ব্রাউজারটি খুলুন এবং আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। তারপর নতুন একটি টেব খুলতে Ctrl + T চাপুন। নতুন খোলা এই টেবের উপর রাইট ক্লীক করে এবং Toggle On/Off Cookiepie সিলেক্ট করুন। এখন টেবের উপর আপনি একটি Cookie দেখতে পাবেন। এবার একটি নতুন ফেসবুক আইডিতে লগইন করুন।
বি:দ্র: এই পদ্ধতিটি আপনি ফেসবুক ছাড়াও ইয়াহু, মাইস্পেস, জি-মেইল, অরকুট ইত্যাদি জায়গায় প্রয়োগ করতে পারবেন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
শোন মোহাম্মদ রকিবুল হায়দার ভাই trillian astra দিয়ে একসাথে হাজার টা আইডি খুলতে পারবা । তারপর একসাথে ১৪ টি মেসেন্জারে চ্যাট করতে পারবা । একবার ব্যবহার করে দেখতে পার ।