আমরা প্রয়োজনের সময় আমাদের অনেক প্রয়োজনীয় ফাইল খুঁজে পাই না। আর উইন্ডোজের ডিফল্ট সাচ ইজ্ঞিন ব্যবহার করতে করতে আমরা অনেকেই হাঁপিয়ে উঠেছি। এই ডিফল্ট সাচ ইজ্ঞিনের মাধ্যমে কোন কিছু সাচ করতে দিলে তা অনেকক্ষণ পর খুঁজে বের করে। এতে আমাদের সময়ের যেমন অপচয় তেমনি কাজেরও চরম ক্ষতি হয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে যে সফটওয়্যারটি নিয়ে টিউন করেছি তা আপনার প্রয়োজনীয় ফাইলটিকে মূহুতের মধ্যেই খুঁজে দিবে এবং আপনার কাজকে করবে আরো গতিময়।
সবচেয়ে আশ্চযের বিষয় হচ্ছে এই মহামূল্যবান সফটওয়্যারটির সাইজ মাত্র ২৯৩ কে.বি.। এটা খুব ভালভাবে কাজ করে Windows NT/2000, XP, 2003 এবং Vista তে। এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এই লিংক হতে এটিকে ডাউনলোড করতে হবে এবং তারপর এটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি রান করুন এবং যে ফাইলটি সাচ করতে চান তা সাচবারে লেখুন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
এই মহামূল্যবান সফটওয়্যারটি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ভাই, আপনার বিগত টিউনগুলোতে বানানে রেফ ব্যবহার করছেন না কেন?
যেমনটি করেন নাই এই টিউনেও
“মূহুতের , সাচ”…………….
————————————@———————————