অটো রান বন্ধ রাখুন আপনার কম্পিউটার এর , ভাইরাস থেকে মুক্ত থাকুন

আসসালামুলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । কম্পিউটার এর ভাইরাস নিয়ে সবাই কে বিপদে পরতে হয় যা খুব এ হতাশা জনক । আমার যদি একটু সাবধান থাকি , তাহলে কম্পিউটার কে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি , এবং নরমাল একটি antivirus ব্যবহার করলেও চলে । আসুন জেনে নিই , কি ভাবে তা করব।

১। Properties গিয়ে Auto Play Take na action select করে সব auto play বন্ধ করে apply করে ok করুন।
২। Start menu তে যান Run এ গিয়ে লিখুন gpedit.msc তারপর ok করুন, এরপর Group policy নামে নতুন উইন্ডো আসবে তাতে Administrative Templates এ ক্লিক দিন এবং system- এ ডাবল ক্লিক দিন ডান পাশের বক্সের মেনুতে Turn off auto play এ enable করে দিন। নিচে আর একটি Administrative Templates থাকবে সেটিও একি ভাবে করে দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।
৩। আটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য Start > Settings > Control panel > Administrative tools > Services -এ যান। সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার প্রপার্টিজে যান। সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্স এর লিস্ট থেকে Disabled সিলেক্ট করুন। এর পর Stop বাটনে ক্লিক করে Ok করুন। এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে।

এ ছাড়া ও ... USB security use করতে পারি Pendrive check করার জন্য ।
সরাসরি Pendrive এ না ডুকে Explore use করতে পারি।

ভাল থাকুন।

পূর্বে প্রকাশিত এইখানে ...
http://www.aitnet.co.cc/

Level 0

আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Sazal ভাই Start menu Run এ গিয়ে লেখলাম কিন্তু gpedit.msc তারপর ok দেলাম কিন্তু এ Messag টা আসে Windows cannot find’gpedit.msc’.Make sure you typed the name correctly,and then try again.To search a file,clic then click Search. এখন আমি কিকরব ??

    apnr windows theke kono problem hote pare . ami kinto amr pc theke ai command use korte parsi …. kindly windows ta notun kore die dekhben … dhonnobad comment korar jonno.