পাসওয়ার্ড না জেনেও বদলে ফেলুন Windows 7 এর পাসওয়ার্ড-২( Administrator এর পাসওয়ার্ড reset )

সবাই কেমন আছেন ? আশা করি ভাল । এইটা আমার দ্বিতীয় টিউন ।এটা আমি কিছু দিন পরে দেয়ার কথা ছিল কারন আমার পিসি Service Center এ কিন্তু নিজেকে সামলাতে পারলাম না তাই সাইবার ক্যাফে তে এসে টিউন টা করছি ।আমার প্রথম টিউন এ আমি Windows 7 এর পাসওয়ার্ড বদলে ফেলার কথা বলে ছিলাম যেটা একধিক ইউজার এর ক্ষেত্রে প্রযোজ্য ছিল । তার মানে যাদের একটি মাত্র ইউজার তারা ঐ পদ্ধতি পাসওয়ার্ড বদলাতে পারবেন না । কিন্তু নিচের পদ্ধতি অনুসরন করে আপনি Administrator এর পাসওয়ার্ড বদলাতে পারবেন । যা যা লাগবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হল Windows 7 এর Setup DVD/CD । আর কিছুনা। তাহলে আসুন দেখি কিভাবে এতা করতে হয় ।

১। প্রথমে windows 7 এর Setup DVD/CD টি আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কম্পিউটার রিস্টার্ট করেন । রিস্টার্ট করার সময় যেকোনো কী চেপে DVD/CD টি Boot করেন আর নিচের উইন্ডো টা দেখলে Repair Your Computer এ ক্লিক করেন ।

২। এবারে নিচের মত আরেকটা নতুন উইন্ডো আসবে । তাতে Command Prompt এ ক্লিক করেন।

৩। Command Prompt ওপেন হলে নিচের লাইন টি লিখে Enter চাপুন ।
copy c:\windows\system32\sethc.exe c:\
(এখানে c এর স্থানে আপনার ঐ Drive এর Location দেখাবেন যেখানে আপনার Windows setup দেয়া আছে । যদিও ডিফল্ট হিসেবে c ই থাকে )
৪। Enter চাপার পর কপি হয়ে গেছে টাইপ মেসেজ আসবে । তখন আবার নিচের লাইন টি লিখে enter চাপুন ।
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

enter চাপার পর অনুমতি চাবে তখন yes লিখে enter চাপুন । এটা হয়ে গেলে কপম্পিউটার রিস্টার্ট করুন ।

৫।রিস্টার্ট করার পর যখন পাসওয়ার্ড চাবে তখন তারাতারি করে ৫ বার shift চাপুন । এতে করে Command Prompt ওপেন হবে ।

৬।এবারে Command Prompt এ লিখুন net user geek MyNewPassword (মনে রাখবেন এখানে geek হল আমার ইউজার নেম তাই geek এর স্থানে আপনের ইউজার নেম হুবহু লিখবেন আর MyNewPassword হল আপনার নতুন পাসওয়ার্ড তাই MyNewPassword এর স্থানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড টি লিখবেন ।)

এবার Command Prompt বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিয়ে Log-In করুন ।

ভাল লাগুক আর নাই লাগুক জানাবেন আর কোন ভুল করলে শুধরাতে সাহায্য করবেন । ধন্যবাদ । 😀

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস আমি এরকম একটাই খুজতেছিলাম কিন্তু আমার কেস একটু ভিন্ন। আমার বড় ভাই এর ল্যাপটপ হ্যাক করতে চাই। আসলে হইছে কি আমার বড়ভাই এর ল্যাপটপ টা শিরাম গ্যামিং ল্যাপটপ, সারাদিন হাতের কাছেই থাকে কিন্তুক খেলতাম পারি না 🙁 । এমন কোন উপায় আছে? যেখানে ভাইজান এর ইউন৭ এর পাসওয়ার্ড না জেনেও এক্সেস করতে পারবো এবং পাসওয়ার্ড ও পাল্টাতে হবে না??

ভাই এরকম কিছু জানা নাই যে পাসওয়ার্ড না বদলে এক্সেস করতে পারবেন । তবে যদি এরকম কিছু পাই তাহলে অবশ্যই টিউন করব । ধন্যবাদ 😀

আল্লাহ আপনাকে যেন অনেক দিন বাচিয়ে রাখে যাতে আমরা উপকৃত হই।

ধইন্না 😛

Level New

ভাই আপনার জিদ আছে হুম………. অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দুর একটা টিউন করার জন্য।

Level 0

ভাই এই কাজ করলে কি শুধু Administrator এর পাসওয়ার্ড change হবে।মেন userএর password এর কোন পরিবরতন হবে না ত।

    Administrator ই হইল গিয়া মেইন ইউজার ।

জটিল টিপস ধন্যবাদ

Level 0

Vola tune &
THANKS

Level 0

thanks. আপনার আগের টিউনটা এ নিয়েই ছিল। কিন্তু কোন কাজের না। কিন্তু এই টিউনটা খুব সুন্দর হয়েছে। আবারও ধন্যবাদ

shobaike dhonnobad….. 😀

window xp তে ও মনে হয় করা যাবে …….

    xp তে হইতেও পারে ।

user name তো আমাকে জানতে হবে ???তাই না………….

    ভাই সেভেন এ ত ইউজার নেম স্টার্ট আপ স্ক্রীন এই থাকে আমার স্ক্রীন শট দেখেন geek লেখা আছে । ধন্যবাদ 😀

vai apnake onek thanks.apnar ai tune ta amar onek boro ekta kaje legeche.valo thakben.thanks…

    আপনাকেও ধন্যবাদ