এটা আমার প্রথম টিউন । এটা আমি Windows 7 এ করেছি । আমারা অনেকেই আমাদের Windows এ একের বেশি ইউজার ব্যবহার করি যার একটা হল Administrator আর অন্যটা Guest বা তার অধিক ।আর প্রায় সবাই পাসওয়ার্ডও ব্যাবহার করি।
মাঝে মাঝে অনেকেই পাসওয়ার্ড ভুলে জান । তখন নতুন করে সেটাপ দেয়া ছাড়া কোন উপায় থাকে না । আপনারা চাইলে নিচের পদ্ধতি ব্যাবহার করে আপনাদের Administrator এর পাসওয়ার্ড বদলে দিতে পারেন পাসওয়ার্ড জানা ছাড়াই !!!!!!!!!
১। প্রথমে Start>Control Panel>Administrative Tools তে জান । নেচের ছবির মত একটা Window আসবে এখানে Computer Management এ Double-Click করুন ।
২। Double-Click করে ওপেন করার পর নিচের ছবির মত একটা উইন্ডো আসবে । এখানে System Tools>Local Users And Groups এ গিয়ে Users ফোল্ডার টি Double-Click করে ওপেন করুন ।
৩। এবার Users ফোল্ডার টি ওপেন হলে নিচের মত এক্তা Window আসবে । এখানে আপনার ইউজার ( যেটির পাসওয়ার্ড ভুলে গেছেন ) এর উপর রাইট ক্লিক করুন এবং Set Password এ ক্লিক করুন ।
৪। এবারে যে window টি আসবে তা দেখে ভয় পাবার কিছু নেই । Proceed এ ক্লিক করুন ।
৫।এবারে যে Window তি আসবে তাতে আপনার নতুন পাসওয়ার্ড টি লিখুন আর Confirm করুন । তাহলে একটা মেসেজ আসবে যে আপনার পাসওয়ার্ড Set হয়েছে । Ok করুন ।
আপনার কাজ শেষ । ৩ নং পয়েন্ট এ অনেকেই বুঝতে পারে না যে কোনটাতে Right-Click করে Set Password এ ক্লিক করবেন । এ জন্য আপনার Start এ click করেন আর নিচের ছবিটির Mark করা অংশের লেখা যেটার বাম পাশে থাকবে সেটাতে Right-Click করে Set Password এ ক্লিক করবেন ।
আশা করি টিউন টি আপনাদের ভাল লেগেছে । ভাল লাগলে কমেন্ট করবেন না লাগলেও করবেন ।
আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........
স্ক্রীনসর্ট দিয়ে টিউনটি করলে আরও ভাল হত, এগিয়ে যান ধব্যবাদ