পাসওয়ার্ড না জেনেও বদলে ফেলুন Windows 7 এর পাসওয়ার্ড

এটা আমার প্রথম টিউন । এটা আমি Windows 7 এ করেছি । আমারা অনেকেই আমাদের Windows এ একের বেশি ইউজার ব্যবহার করি যার একটা হল Administrator আর অন্যটা Guest বা তার অধিক ।আর প্রায় সবাই পাসওয়ার্ডও ব্যাবহার করি।

মাঝে মাঝে অনেকেই পাসওয়ার্ড ভুলে জান । তখন নতুন করে সেটাপ দেয়া ছাড়া কোন উপায় থাকে না । আপনারা চাইলে নিচের পদ্ধতি ব্যাবহার করে আপনাদের Administrator এর পাসওয়ার্ড বদলে দিতে পারেন পাসওয়ার্ড জানা ছাড়াই !!!!!!!!!

১। প্রথমে Start>Control Panel>Administrative Tools তে জান । নেচের ছবির মত একটা Window আসবে এখানে Computer Management এ Double-Click করুন ।

২। Double-Click করে ওপেন করার পর নিচের ছবির মত একটা উইন্ডো আসবে । এখানে System Tools>Local Users And Groups এ গিয়ে Users ফোল্ডার টি Double-Click করে ওপেন করুন ।

৩। এবার Users ফোল্ডার টি ওপেন হলে নিচের মত এক্তা Window আসবে । এখানে আপনার ইউজার ( যেটির পাসওয়ার্ড ভুলে গেছেন ) এর উপর রাইট ক্লিক করুন এবং Set Password এ ক্লিক করুন ।

৪। এবারে যে window টি আসবে তা দেখে ভয় পাবার কিছু নেই । Proceed এ ক্লিক করুন ।

৫।এবারে যে Window তি আসবে তাতে আপনার নতুন পাসওয়ার্ড টি লিখুন আর Confirm করুন । তাহলে একটা মেসেজ আসবে যে আপনার পাসওয়ার্ড Set হয়েছে । Ok করুন ।


আপনার কাজ শেষ । ৩ নং পয়েন্ট এ অনেকেই বুঝতে পারে না যে কোনটাতে Right-Click করে Set Password এ ক্লিক করবেন । এ জন্য আপনার Start এ click করেন আর নিচের ছবিটির Mark করা অংশের লেখা যেটার বাম পাশে থাকবে সেটাতে Right-Click করে Set Password এ ক্লিক করবেন ।


আশা করি টিউন টি আপনাদের ভাল লেগেছে । ভাল লাগলে কমেন্ট করবেন না লাগলেও করবেন ।

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রীনসর্ট দিয়ে টিউনটি করলে আরও ভাল হত, এগিয়ে যান ধব্যবাদ

ভাই problem বুঝতেসি না।screen shot ত দিসি !!!

    @Frankestine:
    কালকে আমিও একটা Tune করার সময় screen shot দিয়েছিলাম কিন্তু tune টা Publish করে দেখি screen shot নেই পরে আবার Edit করলাম ওইখানে সব ঠিক ছিল ।

Level 0

যদি কাজ করে তাহলে ভাই অনেক ধন্যবাদ ।really আমি এই tune এর অপেক্ষায় ছিলাম।

স্ক্রীনসর্ট এখন আসছে

Level 0

You wave android 2.0.0 এর SERIAL/CRACK খুজলাম অনেক but পেলাম না ।কারও কাছে থাকলে upload করে দিন ।media fire link দিলে ভাল হয়।upload link টা comment box এ লিখুন

Level 0

আরে ভাই আপনার তো আগে Administrator Privilege এর একটি Account দিয়ে ঢুকতে হবে। ঢুকলে এমনিতেই password change করা যায়…… it is nothing new :/

ভাই এইটা একাধিক ইউজার এর ক্ষেত্রে প্রযোজ্য । মানে একটা ইউজার থাকলে এইটা কাজ করবে না । কিন্তু একটা ইউজার এর জন্যও একটা টিউন আছে । কিছু দিন অপেক্ষা করতে হবে কেননা আমার পিসি টা Service Center এ দিয়া আসছি । ফেরত দিলেই একটা ইউজার এর Password রিমুভ করার টেকনিক পেয়ে জাবেন । দেরি হবে বলে আন্তরিক ভাবে দুঃখিত । আর টিউন টা পরার জন্য ধন্যবাদ । 😀

ভাই কিছু মনে করবেন না। এর ছেয়া সহজ একটা সিস্টেম দিচ্ছি…………।।

My computer(click right button) > manage>Local user and group >users> er por jekonn aktai click right button>set pass >prcced > set pass >ok.

Password dea protected thakle .. Start>Control Panel>Administrative Tools e jabo kivabe?

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/117793 এখনে গিয়া দেখেন

ধন্যবাদ টিউনসের জন্য

Level 0

i shutted down!

Level 0

ললরে লল
হেতি এডমিন হইয়া ঢুইকা এডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করে হাহ হাহ হাহ হাহ
পারলে দেখান ইউজার থেকে এডমিনের পাসওয়ার্ড কেমনে চেঞ্জ করে!!!!

Level 0

মাঝে মাঝে অনেকেই পাসওয়ার্ড ভুলে জান । তখন নতুন করে সেটাপ দেয়া ছাড়া কোন উপায় থাকে না । আপনারা চাইলে নিচের পদ্ধতি ব্যাবহার করে আপনাদের Administrator এর পাসওয়ার্ড বদলে দিতে পারেন পাসওয়ার্ড জানা ছাড়াই !!!!!!!!!/////

আরিইইইইইহহহ বাপরে খাইছে আমারে!!!!!! পাসওয়ার্ড ভুইলা গিলে ভেতরে প্রবেশ করবানে কিভায়রে বাহে!!!! 😀 😀 😀