MSN Messengerটি স্বাভাবিকভাবে আন-ইনস্টল করা সম্ভব না এবং আপনি একে আন-ইনস্টল করতে চাচ্ছেন । চিন্তার কিছু নেই । জানিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন ।নিচের ধাপগুলো অনুসরন করুন :
১) C-Drive এ প্রবেশ করুন ।
২) এরপর windows > inf > sysoc এ প্রবেশ করুন ।
৩) sysoc-Notepad ওপেন করে । msmsgs=msgrocm.dll,OcEntry,msmsgs.inf,hide,7 লেখাটি খুঁজে বের করুন এবং লাইনটি হতে hide শব্দটি মুছে দিয়ে ফাইলটি সেভ করুন ।
৪) যথাযথ পরিবর্তন শেষে আপনি Add/Remove Windows components লিস্টে MSN Messenger টি তালিকায় দেখতে পাবেন ।
সুতরাং আপনার প্রয়োজনমত যেকোন সময় আপনি একে আন-ইনস্টল বা Remove করতে পারবেন ।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
c তে গিয়ে windows এ ক্লিক করলাম কিন্তু info নামে কোন ঘর খুজে পেলাম না xpতে।vistaতে info খুজে পেলাম কিন্তু sysoc নামে কোন ঘর ঘুজে পেলাম না।দয়া করে একটু ক্লিয়ার করে বললে সুবিধা হত।ধন্যবাদ টিউনটির জন্য।