আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমাদের মধ্যে অনেকেই এখন উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ ব্যবহার করছেন। আশা করি সবার কাছেই উইন্ডোজের এই ভার্ষনটি খুব ভাল লেগেছে। বেটা ভার্ষণ হলেও আমার কাছে এটি এখন পর্যন্ত মাইক্রোসফ্ট এর সবচেয়ে ভাল অপারেটিং সিস্টেম মনে হয়েছে। আগের উইন্ডোজ ৮ ডেভলপার প্রিভিউ এর সমস্যাগুলো অনেকাংশেই সমাধান করা হয়েছে। এবার মূল কথায় আসি। আমাদের মধ্যে অনেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং পেশার সাথে জড়িত। বিশেষ করে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদের Auto CAD জাতীয় সফট্ওয়্যার ছাড়া চলা মুশকিল, আসলে মুশকিল বললে ভুল হবে চলবেই না। অনেকেই হয়ত খেয়াল করে দেখেছেন এই সফটওয়্যারসহ যাবতীয় সফটওয়্যার যেগুলো .Net framework 3.5/3.0/2.0 দ্বারা চালিত সেগুলো ইন্সটলের সময় নিচের ছবির মত কিছু দেখায়।
এবার আসুন কিভাবে এটার সমাধান করা যায়।
১. প্রথমেই আপনার কম্পিউটারের Control Panel এ যান।
২. এবার Programs and Features এ ক্লিক করুন।
৩. এবার Turn windows features on or off (বাম দিকে দেখতে পারবেন)
৪. ২ নং ছবির মত একটা পপ আপ বক্স দেখতে পারবেন। সেখানে .Net Framework 3.5 (includes .Net 2.0 and 3.0) এর বক্সটি ক্লিক করে চেক করুন। ওকে করুন এবং ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। (প্রায় ৫১ মেগা এর মত) [আমার ক্ষেত্রে ৫১ মেগা. যদিও মাইক্রোসফট বলেছে ২৯১ মেগা. ]
ডাউনলোড শেষ হয়ে গেলে এরকম একটা মেসেজ পাবেন।
এবার আসুন দেখে নেই অফলাইনে কি করে এই সমস্যা দূর করা যায়....
১. আপনার কাছে থাকা উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ এর ISO ফাইলটি 7zip এর মত কোন সফটওয়্যার দিয়ে খুলুন [ডিভিডি ডিস্ক হলে এটি করার দরকার হবে না]
২. এবার sources থেকে sxs ফোল্ডারটি C:\Temp ফোল্ডারে পেস্ট করুন।
৩. এবার আপনার কম্পিউটারের Search অপশনে গিয়ে cmd লিখে সার্চ করুন এবার cmd তে রাইট ক্লিক করুন এবং run as administrator এ ক্লিক করুন।
৪. এবার কোটেশনের মধ্যে দেওয়া কোড টি লিখুন এবং এন্টার চাপুন "dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:c:\temp\sxs /LimitAccess "
কিছুক্ষণের মধ্যেই আপনার কম্পিউটারে .Net Framework 3.5 ইন্সটল হয়ে যাবে।
যদি কারও ক্ষেত্রে Error 0x800f0906 মেসেজ দেখায় তবে ইন্টারনেটের মাধ্যমেই করার চেষ্টা করুন কেননা ISO এর sxs ফোল্ডারে প্রয়োজনীয় ফাইলগুলি না থাকলে এই ম্যাসেজ দেখায়।
আজ এ পর্যন্তই। আশা করি যারা এ জাতীয় সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Net framwork er main kaj golo ki?