অনলাইনে হোক হার্ডডিস্ক।বিশেস করে যাদের ছবি হারানোর ভয় আছে। :)

(Dropbox সম্পর্কে যারা জানেন না তাদের জন্য)

সাইফের আজকে একটা কোম্পানিতে Cv জমা দিতে হবে কিন্তু Cv ফাইল টা রয়ে গেছে তার পিসি তে,এই সময় বাসায় যাওয়া সম্ভব না।এমন যদি হত Cv টা অনলাইন এ থাকত,সে যে কোন যায়গা থেকে যেকোন সময়ে ডাউনলোড করে নিতে পারত তাহলে কেমন হত? অবশ্যই চরম মজা হত।হ্যা এটাই Dropbox এর সুবিধা,এটা হচ্ছে অনলাইন হার্ড ডিস্ক,আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইন এ আপ করে দিন Dropbox এ তার পর যখন খুশি প্রয়োজন মত ডাউনলোড করে নিন।আপনি বলতে পারেন মেইল গুলো ও তেও এই সুবিধা পাওয়া যায়, Dropbox আহামরি কি?

- Dropbox এ আপনি folder direct আপ করে দিতে পারবেন,আলাদা আলাদা ফাইল সিলেক্ট করে দিতে হবে না।

-ফাইল গুলো দেখাবে পিসি তে যেমন দেখায় তেমন।

-ফোল্ডার বা ফাইল দেখিয়ে দিলেই হবে বাকি টা অটো আপলোড হয়ে যাবে,কারেন্ট চলে গেলে বা কোন ভাবে অফ হয়ে গেলে পরে অন হলে সেই ফাইল থেকে আপলোড হবে।

-যে কোন ফাইল রাখতে পারবেন

-স্পেস ২ জিবি হলেও বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা যায়।

View this link

সাইন আপ করে সফটওয়্যার টি অবশ্যই নামিয়ে নিন।

Level 0

আমি minipack। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস