কোন সফটওয়্যার ছাড়াই একসাথে অনেকগুলো ইয়াহু আইডিতে লগইন করুন

আমাদের প্রায় সবারই ইয়াহু আইডি রয়েছে। কারো কারো আবার দুই বা ততোধিক ইয়াহু আইডি রয়েছে। কিন্তু আমরা একইসাথে অনেকগুলো ইয়াহু আইডিতে লগইন করে চ্যাট করতে পারি না। আবার পারলেও তা কোন সফটওয়্যারের সাহায্যে করতে হয়। অনেকসময় এই সফটওয়্যারগুলো পাওয়া দুঃসাধ্য হয়ে উঠে। তাই আমি আজকে আপনারদেরকে একটি ট্রিকস শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যার ছাড়াই একাধিক ইয়াহু আইডিতে একইসাথে চ্যাট করতে পারবেন।

প্রথমে Start থেকে Run এ যান এবং টাইপ করুন regedit। এরপর Enter চাপ দিন।

তারপর HKEY_CURRENT_USER --------> Software --->yahoo ----->pager---->Test এভাবে যান।

ডানপাশের পেজে রাইট ক্লীক করুন এবং new থেকে Dword value তে ক্লীক করুন।

ফাইলটি রিনেইম করুন Plural নাম দ্বারা।

ফাইলটিতে ডাবল ক্লীক করুন এবং decimal ক্লিক করুন ও Value দেন  1।

ব্যাস হয়ে গেল। এখন বন্ধ করুন এবং আপনার ইয়াহু মেসেজ্ঞার একটার পর একটা খুলুন এবং সেগুলোতে লগইন করুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের পোষ্ট ধন্যবাদ রকিবুল ভাই।

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
টিউনটি খুবই ভালো লেগেছে !!
চমৎকার !!

ভাই, আমি যখন মেইল চেক করি তখন অনলাইনে থাকা যে সকল বন্ধুদের দেখতে পাই
কিন্তু yahoo messenger ওপেন করলে তাদের অনেককেই দেখতে পাইনা ।
ব্যাপারটি কি ?
একটু বিস্তারিত সমাধান কামনা করছি ।

একটা বড় থ্যাংকু.।.।.।.।.।.।.।.।.।.।

Level 0

আমি করলুম কিন্ত একের অধিক খুলেনা কেন ভাই ?

ছৈয়দ জাফর উল্ল্যা
কাতার, দোহা ।

go to start>click on run>type in- regedit>current user>software>yahoo>pager>test>create a new string value with name plural and double clik it..setting value to 0

this one should work

thank you

vai amar win 7 e yahoo opition tai passi na……ki kori??

Level 0

ভাল জিনিষ, দেখি কেমন হয়/

ধন্যবাদ

Level 0

খুব ভাল লিখেছেন

ধন্যবাদ।

আমি একজনকে দেখেছি ইয়াহু মেসেঞ্জারের একটা সিঙ্গেল উইন্ডোতে একাধিক আইডি দিয়ে চ্যাট করে।
মেসেজ লেখার জায়গার ওপরে “send by” অপশন থাকে।
যেকয়টা আইডি দিয়ে লগ ইন করে তার সবকয়টা ওই send by লিস্টে থাকে। মেসেজ সেন্ড করার আগে যে আইডি দিয়ে সেন্ড করতে চায় সে আইডি সিলেক্ট করে দেয়।
আমি অনাকে অনেক মিনতি করেছি কিনতু আমাকে জিনিসটা সেখায়নি।
এই সিস্টেমটা কেউ যদি জানেন তাহলে প্লিজ শেয়ার করবেন।

    আকাধিক নামে মেসেজ পাঠাতে
    প্রথমে আপনার Yahoo messenger থেকে my account info তে যান, তারপর account setting – Manage your Yahoo! aliases / ক্লিক করেন, আর আপনার খুশি মত নাম add করেন।
    ধন্যবাদ

Level 2

জনাব রকিবুল ভাই , সালাম । আপনার টিউনের নির্দেশনা অনুযায়ী সব কিছু করেছি , কিন্তু কিভাবে একাধিক ইয়াহু আইডি লগঅন করবো বুঝতে পারছি না । কারণ, নতুন করে খোলা ইয়াহুতে লগঅন করার কোন অপশন পাচ্ছি না। আমার বর্তমানে লগঅন করা আইডিটা কি লগআউট করতে হবে ? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হবো ।

    একাধিক আইডিতে লগইন করা মানে আমি বুঝিয়েছি একাধিক ইয়াহু ম্যাসেজ্ঞার খুলে একাধিক ইয়াহু আইডিতে লগইন করা। আশা করি বুঝতে পারছেন।

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
এক মেইল আইডি থেকে অন্য মেইল আইডিতে কিভাবে ডাইভার্ট করা যায় ?
অর্থাৎ আমি কেবলমাত্র একটি ইয়াহু আইডি সবসময় ব্যবহার করি এবং আমার অন্যান্য আইডিগুলো এই আইডিতে ডাইভার্ট করতে চাই, যাতে করে অন্যান্য আইডিগুলোর মেইল এই আইডিতে আসে।

(কারও জানা থাকলে সাহায্য কামনা করছি )