ফেইসবুক হোম পেইজে থাকা আপনার বন্ধুদের সব স্ট্যাটাস মাত্র এক ক্লিকে লাইক করতে পারলে কেমন হোত? নিশ্চয় দারুন! এর জন্য একটি গ্রিজমাঙ্কি স্ক্রিপ্ট রয়েছে। এটার জন্য কম্পিউটার এ ফায়ারফক্স ইন্সটল করা থাকতে হবে। অনেকেই হয়তো আগে থেকেই গ্রীজমাঙ্কি প্লাগইনটি ব্যবহার করছেন। না করে থাকলে ফায়ারফক্স এ ঢুকে Greasemonkey (164 KB) Add-on টা ডাউনলোড করে ইন্সটল করুন এবং ফায়ারফক্স restart করুন। এরপর এই এড্রেস টা তে যান। এর পর নিচে দেখান ছবিটার মত একটা “install” লেখা দেখতে পাবেন। সেটাতে ক্লিক দিন…
“install” লেখাটাতে ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে। সেখানেও একটা “install” লেখা দেখতে পাবেন যেটা ২~৫ সেকেন্ডের ভিতরেই সক্রিয় হবে নিচে দেখান ছবির মতন…
এখন সেই “install” লেখাটিতে ক্লিক দিন। ব্যাস, কাজ শেষ। আরেকবার ফায়ারফক্স থেকে বের হয়ে ঢুকুন। এরপর ফেইসবুক এ ঢুকলে হাতের বাম পাশে একটা মেনু দেখতে পাবেন নিচে দেখানো ছবির মতন…
এরপর ফেসবুক এ লগিন করুন এবং উপভোগ করুন এক ক্লিক-এ একটা পেজ এর সব কিছুতে like দেওয়া…
NB: উপরের দেখানো “like all status” … না আসলে কম্পিউটার একবার Restart দিয়ে চালু করুন আর উপভোগ করুন, ১ ক্লিক এ সবকিছুতে Like দেওয়া…
আমাকে ফেইসবুকে Add করুনঃ http://www.facebook.com/p32929
আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...
এই জিনিস (Greasemonkey) অনেক আগেই একবার ট্রাই করেছিলাম । এর পর থেকে দিনে ১০-১২ বার ফেসবুক আমার একাউন্ট টেম্পরারী ডিজাবল করে দিত । শেষ পর্যন্ত এডওন টা ডিলিট দিয়ে রক্ষা পাইছি !