অনেকেই হয়ত জিনিসটা জানেন। যারা জানেননা তাদের জন্য আমার এই টিউন। জিনিসটা পেয়ে তো আমি মহা খুশি। খুব সহজেই Windows7 এর চেহারা পাল্টে বানিয়ে ফেলা যায় Windows8! এমনকি XP, Vista পর্যন্ত! তাও আবার কোন ঝামেলা ছাড়া! মাত্র একটা Screenpack ইন্সটল দিয়া! তাইলে আসেন শেয়ার করি।
এই কাজটি করতে আপনের যা করন লাগব তা হইল http://www.skinpacks.com এই সাইট এ গিয়া বিভিন্ন skinpack থাইকা নিজের পছন্দেরটা ডাউনলোড করে তা ইন্সটল করা! কাম শ্যাশ। ইন্সটল করার পর আপনের পিসি টা রিস্টার্ট করেন আর দেখেন তেলেসমাতি! আপনার পিসি এর পুরা চেহারাই পাল্টে গেছে! এরপর এটা নিজের মত করে কাস্টমাইজড করে নিতে পারেন। আর যদি পুরনো Windows7 থিমে ফিরে যেতে চান তাইলে personalise এ গিয়া theme টা পরিবর্তন করলেই চলবে। তাছাড়া skinpack আনইন্সটলও করতে পারবেন প্রচলিত নিয়মে। এই সাইট এ বেশ কয়েক রকমের কাস্টম স্কিন পাবেন। সবগুলাই অসাধারন। আমি বর্তমানে Windows8 টা ব্যাবহার করতেছি।
আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona
ডাউনলোড করে রাখলাম, পরে ইনস্টল করে দেখবো। তবে টিউনটি অনেক সুন্দর হয়েছে।