সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনে । আশা করি সবাই ভাল আছেন ?
কিছু কথা
সবার প্রথমে যেটি বলে রাখা দরকার সেটা হল দীর্ঘদিন টেকটিউনসের ব্যাহত এর কারনে টিউন করা হয় নি । সার্ভার পাল্টাতে গিয়ে অনেকদিন টেকটিউনস বন্ধ ছিল , এটা গেল না হয় টেকনিক্যাল সমস্যা । আবার চালু হল এবং কিছুদিনের মধ্যে হ্যাক হল , হ্যাক করেও ক্ষান্ত হয়নি এমন কি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবলিশ করে দিল । এতে হ্যাকার এর কুরুচি অনেকটা প্রকাশ পেয়েছে । এখানে বলে রাখা ভাল যে হ্যাকার এমন লোক হতে পারে যে কিনা টেকটিউনস এর টিউটোরিয়াল দেখে অনেক কিছু শিখেছে , যার কাছ থেকে শিখেছে সেই গুরুকেই আঘাত করল ! হ্যাকার কে বলে রাখা দরকার যে দুর্বলতা(অর্থাৎ বাগ ) খুঁজে এবং সেই দুর্বলতা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেটি নিয়ে একটি টিউটোরিয়াল লিখত । সেটা কতটা সন্মানের হত ! আর হ্যাক করে কতটা সন্মান পেল ? প্রতিটা ব্লগে হ্যাকার সন্মন্ধে কটূক্তি শোনা যাচ্ছে ।
অনেক কিছু বলে ফেললাম এবার মূল টিউনে আসি:-)
আমরা বর্তমানে প্রায় প্রতিটা অডিও (যেমন : MP3) ফাইলে ছবি যুক্ত করা থাকে , এটা অনেকের কাছে যেমন মজার তেমনি বিরক্তিকর ! তবে ওয়েবসাইট এর প্রচারণার কাজে বর্তমানে বেশি ব্যবহার হচ্ছে । অনেকে নিজের ছবি সেট করেন (মোবাইল এ কত সুন্দর দেখা যায় J ) । যাহোক এর জন্য অনেকে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন (যেমন : যে ফোল্ডার এ অডিও ফাইল থাকে তার মধ্যে AlbumArtSmall.jpg ও Folder.jpg নামে দুটি ছবি রেখে হিডেন করে দেন এবার অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করেন ) । তবে আমি আজ একটি কার্যকরী সফটওয়্যার এর কথা বলব যেটির মাধ্যমে খুব সহজে অ্যালবাম আর্ট ও বিভিন্ন ট্যাগ , আর্টিস্ট , কমেন্ট ......... আরও অনেক কিছু যোগ করতে পারবেন ।
সফটওয়্যারটির নাম হল Media monkey > Download serial > Download
মূলত এটা একটি অডিও প্লেয়ার । ডাউনলোড করে ইন্সটল করুন এবং সিরিয়াল দিয়ে ফুল ভার্সন করুন ।
ছবিতে লক্ষ্য করুন প্লেয়ার এর ডানপাশে নিচে অ্যালবাম আর্ট অংশ আছে ,এখান থেকে রাইট ক্লিক করে edit album art properties এ ক্লিক করুন এবং add হতে ছবি দেখিয়ে দিবেন ।
এবং অন্যান্য বিষয় আপনার নিজের মত করে দিবেন । শেষে ok করবেন ।
আশা করি সবাই করতে পেরেছেন ? না পারলে কমেন্ট করেন ।
পূর্বে প্রকাশিত bditnews24.blogspot.com
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
Vai video te kivabe website er name/logo add korbo? Plz share koren