facebook এর name change limit পূর্ণ হওয়ার পর name change করার কার্যকর বাংলাদেশী তরিকা !! torika invented by me!! স্টেপ বাই স্টেপ ফলো করুন
এই তরিকাটি আমার বেলায় কাজে লেগেছে। অনলাইনে অনেক খুঁজাখুঁজি করেও আমার ফেসবুক নাম চ্যাঞ্জ করার কনো কার্যকর পদ্ধতি পাইনি। যা পাইসি সব অকেজো। শেষমেশ নিজেই চিন্তা করে এই তরিকা পেয়ে গেলাম। আশা করি অনেকের কাজে লাগবে।। so, let's start........
1. প্রথমে ফেসবুক help center (Click This Link) এই পেজ এ যান। এরপর login করুন।
2. login করার পর name change form আসবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন। এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন ইংরেজিতে লিখুন।
3. এবার ব্রাউজার এর নতুন ট্যাব ওপেন করে http://www.educationboardresults.gov.bd এই পেজ হতে আপনার SSC/HSC এর RESULT SHEET pdf ফরম্যাটে সেভ করে নিন। pdf ফরম্যাটে পেজ সেভ করতে google Chrome ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে মাউসে রাইট বাটন ক্লিক করে print সিলেক্ট করুন। অপশন থেকে print to pdf সিলেক্ট করে সেভ করুন।
4. এবার ব্রাউজার এ ফেসবুক এর ট্যাবে ফিরে এসে আপনার সেভ করা pdf ফাইলটি upload এর জন্য সিলেক্ট করুন। এরপর Submit ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ! আপনার নাম পরিবর্তন হয়ে গেল!
TIPS: reason for change অংশে এমন কিছু লিখুন যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে আপনার নাম টা পরিবর্তন করা জরুরি। hsc/ssc result sheet এ যে নাম দেওয়া সে নাম ব্যাবহার করলে ভাল হয়। আর সেটা না চাইলে ইংরেজিতে উল্লেখ করুন যে আপনার ফামিলি, ফ্রেন্ডস সবাই আপনাকে আপনার পরিবর্তিত নামে চিনে। কিন্তু সার্টিফিকেট এর নাম আলাদা। উইশ ইউ বেস্ট অব লাক !!
আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona
Jotil