facebook এর name change limit পূর্ণ হওয়ার পর name change করার কার্যকর বাংলাদেশী তরিকা !!

facebook এর name change limit পূর্ণ হওয়ার পর name change করার কার্যকর বাংলাদেশী তরিকা !! torika invented by me!! স্টেপ বাই স্টেপ ফলো করুন
এই তরিকাটি আমার বেলায় কাজে লেগেছে। অনলাইনে অনেক খুঁজাখুঁজি করেও আমার ফেসবুক নাম চ্যাঞ্জ করার কনো কার্যকর পদ্ধতি পাইনি। যা পাইসি সব অকেজো। শেষমেশ নিজেই চিন্তা করে এই তরিকা পেয়ে গেলাম। আশা করি অনেকের কাজে লাগবে।। so, let's start........

 

1. প্রথমে ফেসবুক help center (Click This Link) এই পেজ এ যান। এরপর login করুন।
2. login করার পর name change form আসবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন। এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন ইংরেজিতে লিখুন।
3. এবার ব্রাউজার এর নতুন ট্যাব ওপেন করে http://www.educationboardresults.gov.bd এই পেজ হতে আপনার SSC/HSC এর RESULT SHEET pdf ফরম্যাটে সেভ করে নিন। pdf ফরম্যাটে পেজ সেভ করতে google Chrome ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে মাউসে রাইট বাটন ক্লিক করে print সিলেক্ট করুন। অপশন থেকে print to pdf সিলেক্ট করে সেভ করুন।
4. এবার ব্রাউজার এ ফেসবুক এর ট্যাবে ফিরে এসে আপনার সেভ করা pdf ফাইলটি upload এর জন্য সিলেক্ট করুন। এরপর Submit ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ! আপনার নাম পরিবর্তন হয়ে গেল!
TIPS: reason for change অংশে এমন কিছু লিখুন যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে আপনার নাম টা পরিবর্তন করা জরুরি। hsc/ssc result sheet এ যে নাম দেওয়া সে নাম ব্যাবহার করলে ভাল হয়। আর সেটা না চাইলে ইংরেজিতে উল্লেখ করুন যে আপনার ফামিলি, ফ্রেন্ডস সবাই আপনাকে আপনার পরিবর্তিত নামে চিনে। কিন্তু সার্টিফিকেট এর নাম আলাদা। উইশ ইউ বেস্ট অব লাক !!

Level 0

আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা সাহায্য করবেন? https://www.techtunes.io/help-ask/tune-id/116810#comments

Level 0

ধইন্ন্যা ক্রিস্টাল ভাই কে।

Level 0

আপনের অ্যাকাউন্ট deactivate করে আবার activate করেন। চ্যাট এর প্রবলেমটা সল্ভ হতে পারে। আর বামদিকের টেম্পলেট গুলু ডিলিট করা যায়না। ( রব ভাই)

অনেক দরকার ছিল , ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

ami to korlam, but change er kisui hoitese na…..somoy ki lage ?

বাংলাতে কিভাবে নাম লিখবো

Apply করসি, রিভিউ করতে করতে কতদিন লাগবে? ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

বুদ্ধিটা কি খ্রাপ হয় নাই । বেশ

Level 0

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমার বেলায় সাথে সাথেই হয়ে গেছে। ওয়েট করে দেখেন কাজ হলে হতেও পারে। সবচেয়ে ভাল হয় আগে ফেসবুক এ ইউস করেছেন এমন নাম দিলে। এই কথাটা লিখতে ভুলে গিয়েছেলাম! সরি !! আপনাদের কারো ক্ষেত্রে যদি কাজ না করে, আমাকে দোষ দিয়েন না ভাই ! তয় আমার বেলায় আল্লার কসম কাজ করছে!

Level 0

অভ্র অথবা বিজয় কীবোর্ড ইউস করে বাংলায় নাম লিখতে পারেন।

পেজ এর নাম পরিবর্তনের কোন সিস্টেম আছে?

Most most tnk

Level 0

thanxxxx

Level 0

page er naam poribortoner knu system ami parina.. ber korte parle sure tune korbo.. @noor islam

Level 0

ফেসবুকে ইউজার নেম কিভাবে চ্যাঞ্জ করবো কারো কি জানা আছে?

Level 0

ভাই আমার পেজের ফ্যান ৩০০০ এর বেশি …আমার পেজের নাম কি পরিবর্তন করা জাবে।।প্লিজ জানান