উইন্ডোজ ৭-এ কুইক লঞ্চ বার যুক্ত করে নিন

এটা একটা অবাক করার ব্যাপারই যে উইন্ডোজ ৭ টাস্কবার আলাদা করে কোনো কুইক লঞ্চ মেন্যু নেই। অনেকের জন্যই ব্যাপারটা একটু অসুবিধার। কেননা এত বছর ধরে বিভিন্ন এপ্লিকেশন দ্রুত চালু করবার জন্য কুইক লঞ্চ ব্যবহারে অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তাদের দূর্ভোগ লাঘবের জন্যই এই টিপস।

35

 >> প্রথমেই টাস্কবারে ফাঁকা স্থানে রাইট ক্লিক করে  Toolbars>New Toolbar -এ যান।

>> এবার উইন্ডোজের লোকেশন বারে নিচের লাইনটি লিখুন।

%appdata%\Microsoft\Internet Explorer\ Quick Lunch

36

 >> এবার সিলেক্ট ফোল্ডারে ক্লিক করুন।

>> কুইক লঞ্চ মেনু চলে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে তা টাস্কবারের ডানপাশে, নোটিফিকেশন আইকনগুলোর সাথে। তাই এটিকে বামে আনার জন্য আগে টাস্কবার আনলক করে নিন। এরপর ডটেড লাইনে মাউস ক্লিক করে এটিকে বামপাশে ড্রাগ এন্ড ড্রপ করুন।

39

>> এবারেও কিন্তু ঝামেলা শেষ হয়নি। দেখবেন যে কুইক লঞ্চের এপ্লিকেশনগুলোর নাম দেখা যাচ্ছে না। যা কিনা আপনার টাস্কবারের একটা বিশাল অংশ খেয়ে ফেলছে।

এর জন্য কুইক লঞ্চের ডটেড লাইনে রাইট ক্লিক করে Show Text এবং Show title বক্স দুটি আনচেক করে দিন। খেয়াল রাখবেন টাস্কবার লক করে রাখলে কিন্তু আপনি ডটেড লাইন দেখতে পাবেন না।
এবার আশাকরি আপনি আপনার অতি পরিচিত টাস্কবারে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটি টিপসের জন্য আপনাকে ধন্যবাদ।

    Level New

    ধন্যবাদ আপনাকেও

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ দরকারি টিউন করার জন্য।

টাক্সবারেতো থাকেই আবার কুইক লান্স কেন?
ব্যাপারটা ভাল করে বুঝলাম না।
একবার করার পরে কি করে রিমোভ করবো???