***ফেসবুক চ্যাটে মজা করুন বন্ধুদের সাথে ******

আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভালো।
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক এখন এক অপরিহার্য অংশ।
বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে বা প্রতি টি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়।
আমার আজকের টিউন টি ফেসবুকের ছোট একটি সফট নিয়ে।আনেকে হয়ত জানে যারা না জানে তাদের
জন্য।ফেসবুকে আপনার বন্ধুদের সাথে চেট করি।আর চেট করার সময় আপনার বন্ধুকে চমকে দিন নানান ধরনের
txt,sound,emo,icons,birthdaycardআরও আনেক কিছু।
যা সফট টি ব্যবহার করলে ঝুজতে পারবেন।
আসুন দেখি কি করতে হবে।

প্রথমে এখান হতে সফট টি ডাউনলোড করে নিন।

এবার ইন্টল করে নিন।ফেসবুক লগিন করুন এখন চেট বক্চ এর সাথে একটা icone দেখবেন।


icone এ ক্লিক করুন।এখন ইছ্ছা মত মজা করুন আপনার বন্ধুর সাথে।

তাহলে এখুনই সুরু করে দিন আর বন্ধুদের সাথে মজা করুন।আপনি status

এ ইমো গুলো দিতে পারবেন।সবাই ভালো থাকবেন ধন্যবাদ……

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও সত্যিই দারুন , অসম্ভব ভালো লাগলো সফটি !!!!!!!

    @প্রিন্স মাহমুদ ভাই আসলেই আনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

      @রাসেল ভাই ঐ সাইটে সমস্যা আছে , সফটটি আমার ভীষণ পছন্দ হইছে , মিডিয়াফায়ারে আপলোড করে দিলে উপকৃত হতাম 🙂

      এই ছবিটি দেখুন:

      ধন্যবাদ আপনাকে।।

        @প্রিন্স মাহমুদ: ভাই আপনি এ লিংক টা দেখেন মিডিয়াফায়ারে আপলোড হচ্ছে না আমার নেট এ সমস্য আমি চেষ্টা করছি পারলে মিডিয়াফায়ারে লিংক দিববো

        http://www.funmoods.com/

ভাই কিছু মনে করবেন না ! একই লিংক দ্বিতীয় বার দিলেন কেন বুঝে আসলো না ;(

Level 0

শিরোনাম টা ঠিক করলে ভাল হইত!

চ্যাট লিখলে ভাল হয়, পড়তে কেমন জানি লাগতেসে। 😛

Vai, ami jar shathe chat korbo, tar pc teo ki ei soft ta install thakte hobe? Naki amar nijer pc te thakei kaj hobe?

    @অচেনা অনিক: ভাই ধন্যবাদ দুই জনের থাকলে সব ইমো সাউন দেখতে পারবেন না হলে কিছু কিছু দেখা যাবে না।

জিনিসটা আমিও আগে ইউজ করতাম। তবে আপনার টিউনটি অসম্পূর্ন মনে হচ্ছে। কারন আপনি পুরো বিস্তারিত লেখেননি। কিংবা হয়তো জানেনই না। এই প্লাগ ইনটা যারা যারা ইউজ করবে শুধু মাত্র তারা এই সব ইমিটিকন ও সাউন্ড পাবে। অন্যরা কিন্তু পাবে না। তাহলে লাভ কি হলো? আমি দেখছি প্রায় সবািই এই প্লাগ ইন ইউজ করে না। তাহলে কি দাড়াচ্ছে, কেউ ই আপনার এই ইমোগুলো দেখতে পারবে না। শুধু আপনিই দেখবেন আর আপনিই মজা নিবেন 😛 😛
যাই হোক, এখানে ফেসবুকের ডিফল্ট ইমোগুলোও এড করে দেয়া আছে। এগুলো সবাই দেখতে পারবে। যা চাইলে টাইপ করেও দেয়া যায়। এটা ইউজ করার বেশ কিছু ঝামেলা আছে। ইউজ করতে গেলেই বুঝবেন। তারচেয়ে আমি টাইপ করে দিতেই বেশি পছন্দ করি। 🙂 🙂

@Dhondu: ধন্যবাদ