আমরা আজকাল অনেকেই windows 7 ব্যবহার করছি। এতে করে আমরা যেমন নিত্য নতুন সমস্যায় পড়ছি তেমনি ঐ সমস্যার সমাধানও পেয়ে যাচ্ছি। আমরা যারা windows 7 ব্যবহার করি তারা সবাই জানি windows 7 এর টাস্কবারে কোন নতুন আইকন যোগ করা যায় না। কিন্তু আমরা এটা জানি সমস্যা আছে যেখানে সমাধান আছে সেখানে। আজকে আমি দেখাব আপনি আপনার windows 7 এর টাস্কবারে কীভাবে Recycle bin যোগ করবেন।
প্রথমে আপনি আপনার ডেস্কটপে রাইট ক্লীক করুন। তারপর new থেকে shortcut এ যান। Location Item box এ %SystemRoot%\explorer.exe shell:RecycleBinFolder এই কথাটি টাইপ করুন। হয়ে গেলে next চাপুন। এরপর Name এর জায়গায় Recycle bin লিখুন। তারপর Finish চাপুন। এবার আপনার Recycle bin সটকাট তৈরি হয়ে গেল।
উক্ত সটকাট এর উপর Right click করুন এবং Properties এ ক্লীক করুন। এবার change icon এ ক্লীক করুন।
আইকন ফাইলটিকে %SystemRoot%\system32\imageres.dll এই নামে change করুন। এরপর Recycle bin আইকন পছন্দ করুন এবং Ok চাপুন। এরপর আপনার আইকনটিকে ড্রাগ করে টাস্কবারে আনুন। ব্যাস হয়ে গেল।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
Taskbar এ Windows Media Player যোগ করার কোন পদ্ধতি কি জানেন?জেনে থাকলে Plz শেয়ার করুন।ধন্যবাদ