ভাবছেন কম্পিউটার আবার অসুস্থ হয় কিভাবে? সেতো একটা মেশিন। আপনার কম্পিউটারটি যখন কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারছেনা সেই অবস্থাটাকে আমি অসুস্থ হবার সাথে তুলনা করছি। আমরা মানুষরা ধুলাবালিতে বসবাস করতে পারিনা কিংবা প্রচণ্ড ধুলাবালিতে আমাদের নানারকম অসুখ হয়।
তেমনি আপনার অতি প্রিয় ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারটিতেও অতিরিক্ত ধুলা জমে সেটি বিকল হয়ে যেতে পারে। আমরা যদি প্রতি এক মাস(কমপক্ষে ৩ মাস) অন্তর অন্তর আমাদের কম্পিউটার টিকে সম্পূর্ণ পার্টসগুলো খুলে পরিস্কার করি তাহলে কম্পিউটারটি কাঙ্খিত সময়ের থেকে অনেক বেশি দিন টিকবে। overheating এবং ধুলো দ্বারা ঘটিত glitches প্রতিরোধ করারা জন্য নিয়মিত কম্পিউটার পরিষ্কার করা বাঞ্ছনীয়।
ধুলো আপনার Hit sinks এবং cooling system কে বন্ধ করে কম্পিউটারকে অকেজ করে দিতে পারে। আপনার ৩০ মিনিট কম্পিউটারটিকে এসকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আসুন দেখে নেই কিভাবে করবেন এই পরিস্কারের কাজঃ
১.আপনার মাউস,কীবোর্ড এগুলোকে নরম কাপড় দিয়ে মুছে পরিস্কার করুন। পাশাপাশি মাউসের লেসার পয়েন্ট এর জায়গাটি এবং কীবোর্ড এর কীগুলোর ফাকে ফাকে কটন বার দিয়ে পরিস্কার করুন।
২.এরপর মনিটর সাউন্ড সিস্টেম, ইউপিএস,মালটিপ্লাগ, CPU এর বহিরাবরণগুলি কাপড় দিয়ে মুছে পরিস্কার করে ফেলুন।
৩.মনিটর এর স্ক্রীনটি নরম পাতলা কাপড় পানিতে অল্প ভিজিয়ে মুছে ফেলুন।
আমি sadik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।