ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কাইপি অন্যতম। তাই আজ আমি আপনাদেরকে স্কাইপির একটি ট্রিকসের সাথে পরিচয় করিয়ে দিব। স্কাইপি তে কথা বলার সময় আপনি যে কারো কথা রেকড করতে পারবেন। তবে আপনাকে এজন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে ক্লীক করুন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে রান করুন। এবার আপনার স্কাই পি একাউন্টে লগইন করুন। তারপর কথা শুরু করুন যে কারো সাথে। আপনার কথা শেষ হয়ে গেলে রেকডার আপনার জন্য একটি mp3 ফরমেটে ফাইল তৈরি করে রাখবে যা আপনি C:\Program Files\SkypeRec\records এখান থেকে পাবেন।
বি.দ্র: সফটওয়্যারটি ট্রায়াল ভাসন বিধায় আপনি ৫ মিনিটের বেশী কথা রেকড করতে পারবেন না। যদি আপনি সফটওয়্যারটি কিনেন তবেই আপনি আনলিমিটেড কথা রেকড করতে পারবেন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
মাত্র ৫ মিনিট !!!!
এর ফ্রি সফটয়্যার নাই !!!