আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমি আপনাদের একটা মজার বিষয় খুব সংক্ষেপে শেয়ার করার জন্য টিউন করতে বসলাম, আশা করি সবার ভাল লাগবে । আপনারা আনেকে হয়তো 1and1.com ওয়েব সাইট এর কথা শুনেছেন। এটা US এর একটা বড় ওয়েব সাইট যা ডোমেইন ও হোস্টিং সুবিধা দিয়ে থাকে । যা একেবারে Godaddy.com এর মত।
এই সাইট থেকে আপনি ( .info ) ডোমেইন নেম রেজিস্ট্রেশান করতে পারবেন মাত্র $0.99 ডলার এ তার মানে মাত্র ৮০ টাকায় ।
এই সাইট থেকে আপনি ( .com ) ডোমেইন নেম রেজিস্ট্রেশান করতে পারবেন মাত্র $4.99 ডলার এ তার মানে মাত্র 400 টাকায় ।
১. একটি ইমেইল আইডি যা হবে আপনার ডোমেইন নেম অনুসারে যেমন ( [email protected])
2. ফ্রী প্রাইভেট ডোমেইন নেম রেজিস্ট্রেশান, যা করার জন্য অন্য সাইট এ এক্সট্রা পে করতে হই।
৩. আপনি পাবেন ৫ টি সাব-ডোমেইন নেম ।
৪. ২ জিবি জায়গা পাবেন আপনার ইমেইল এর জন্য ।
৫. আপনার ব্লগ সাইট এ ডোমেইন নেম ব্যবহার করতে পারবেন ।
তাই এর দেরি না করে এখনি নিয়ে নিন আপনার পচ্ছন্দের ডোমেইন নেম।
রেজিস্ট্রেশান করতে সমস্যা হলে নিচে ভিডিও টিউটোরিয়াল দেখুন ।
http://www.youtube.com/watch?v=ojEnhpB1G-o
তবে আপনি ডোমেইন নেম কিনতে একটা জিনিস থাকতে হবে, নিচে এটা সম্পকে বলা হলো ।
প্রয়োজনীয় জিনিস
আপনার অবশ্যই একটা Credit Card থাকতে হবে ।
আথবা
আপনার একটা একাউন্ট থাকতে হবে এবং একাউন্ট এর সাথে একটা Credit card যুক্ত থাকতে হবে ।
আশা করি বুঝতে পেরেছেন । যদি পোস্ট টা ভাল লেগে থাকে তা হলে কমান্ড করবেন । এর ডোমেইন কিনতে যদি কোন সমস্য হই তা হলে আমাকে বলবেন । আমি অবশ্যই সাহায্য করবো ।
আর যদি টিউনটি আপনার একটুও ভাল লাগে তা হলে আমার তৈরি নতুন সাইটটি ভিজিট করুন আর ভাল লাগলে কমান্ট করুন ।
আমি msbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ক্রেডিট কার্ড নাই, কোন ভাবে করা যাবে?