আপনার ভিডিও ফাইলের থাম্বনেইল দেখুন

Thumbnailউইন্ডোজে খুবই দারুন একটি ফিচার। বিশেষ করে কোন ইমেজ এবং ভিডিওর জন্য থাম্বনেইলটা খুবই মজার। ইমেজের থাম্বনেইলটা দেখার ব্যবস্থা উইন্ডোজে ডিফল্ট থাকে। কিন্তু ভিডিওটা সেভেন ছাড়া এক্সপিতে দেখা যায় না। কিছু সফটওয়ারের মাধ্যমে কয়েকটা ফাইলের থাম্বনেইল শো করা গেলেও সব ফাইলকে এর আওতায় আনা যায় না। আমি একটি রেজিস্ট্রি স্ক্রীপ্ট তৈরি করেছি যেটা দিয়ে সকল ভিডিওর থাম্বনেইল দেখা সম্ভব। ইচ্ছে করলে এ Thumbnail সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পছন্দমত সাইজে।
আমি 3gp, 3gpp, 3gp2, avi, asf, asx, dat, divx, flv, mp4, mkv, mpg, mpeg,wmv ফাইলগুলোর কাজ করেছি। সাধারণত এ ছাড়া আমরা অন্য ফরমেট খুব একটা ব্যবহার করি না। যদি থাকে আমার রেজিস্ট্রি স্ক্রীপটি অনুসরণ করে আপনার তা এড করে দিতে পারেন।
রেজিঃ ফাইলটি ডাউনলেোড করে রান করুন। রান করতে না জানলে এখানে দেখুন। এবার দেখুন থাম্বনেইল দেখা যায় কিনা।
Thumbnail সেট করাঃ

যদি Thumbnail এনাবল করা না থাকে তাহলে এনাল করে নিন। এ জন্য যে উইন্ডোতে Thumbnail চান সেখানে My Computer এর View মেন্যু থেকে Thumbnail এ ক্লিক করুন।

অথবা যে ফোল্ডারে ভিডিও ফাইল আছে সেখানে Views এ গিয়ে Thumbnails সিলেক্ট করে দিন। তাহলে পছন্দের ভিডিও ফাইলগুলোর থাম্বনেইল দেখা যাবে।

টিপসঃ আপনি যদি মনে করেন আপনার আরো ভিডিও ফাইল আছে এবং সে গুলোরও Thumbnail দেখা দরকার তাহলে নিচের স্ক্রীপ্টটি রেজিঃফাইলের মাধ্যমে রান করুন। ওখানে সবুজ চিহ্নতে দেয়া 3g2এর জায়গায় আপনার পছন্দের ফরমেটটি দেবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\.3g2\ShellEx]
[HKEY_CLASSES_ROOT\.3g2\ShellEx\{BB2E617C-0920-11d1-9A0B-00C04FC2D6C1}]
@="{c5a40261-cd64-4ccf-84cb-c394da41d590}"
ছোট্ট সমস্যা ও সমাধানঃ কখনো flv ফরমেটের Video Thumbnail কিছু কিছু পিসিকে হ্যাং করে ফেলে। এ জন্য আপনি নিচের স্ক্রীপ্টটি .bat ফাইলের মাধ্যমে রান করুন কিংবা আমার তৈরি ফাইলটা ডাউনলোড করে রান করুন। এতে flv’Video Thumbnail আর দেখা যাবে না এবং পিসি হ্যাং হওয়া থেকে রক্ষা পাবেন।
reg delete "HKEY_CLASSES_ROOT\.flv\ShellEx" /f
আপনি সবুজ চিহ্নিত flv এর জায়গায় যেকোন ফরমেটের নাম বসিয়ে ডিলিট করতে পারেন। এতে ঐ ফরমেটের ভিডিওটি দেখা যাবে না।
Video Thumbnail দেখা যাওয়ার শর্ত হল ভিডিও ফাইলগুলোর জন্য পিসিতে প্রয়োজনীয় কোডেক ইনস্টল থাকতে হবে। অর্থাৎ যে ভিডিও ফাইলগুলো আপনার পিসিতে চলে সেগুলোর থাম্বনেইলই শুধু আপনি দেখতে পাবেন। যদি কোন ভিডিও না চলে তাহলে কোডেকইনস্টল করুন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows7 এ আমার Thumbnail দেখা যাই না , এটা দিয়ে কী কাজ হবে ?