আমরা সবাই সব জায়গায় নিজের নাম দেখতে পছন্দ করি। কিন্তু চাইলেই সব হয়। মানুষের সব চাহিদা কি পূরণ হয়? হ্যা আপনি চাইলেই সব কিছু করতে পারেন। এজন্য দরকার কিছু পদ্ধতি। আজ আপনাদের ইয়াহু ম্যাসেজ্ঞারের টাইটেল বার নিজের নামে পরিবর্তন করা শিখাবো। ইয়াহু ম্যাসেজ্ঞারের টাইটেল বারে লেখা থাকে ইয়াহু ম্যাসেজ্ঞার । কিন্তু এ জায়গায় যদি আপনার নিজের নাম থাকে তাহলে কেমন হবে? হ্যাঁ ছোট এই কাজটা করতে আপনাকে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে হবে। নিচে তা দেয়া হল:
প্রথমে আপনি এখানে (C:\Program Files\Yahoo!\Messenger Normally) যান। তারপর নোট প্যাডের মাধ্যমে এই ymsgr.ini ফাইলটি খুলুন। এরপর নিচে এই কোডটি পেস্ট করুন।
[APP TITLE]
CAPTION=Hare Krishna
এবার ফাইলটি সেভ করে বন্ধ করুন। এবার আপনার ইয়াহু ম্যাসেজ্ঞারটি খুলুন।
পরিবতনটি নিজ চোখেই দেখুন। উল্লেখ্য এখানে Hare Krishna জায়গায় আপনার নিজের নাম বা অন্য যেকোন নাম বসাতে পারবেন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
“নামে নয় গুণে পরিচয়
গুণে নয় নামে পরিচয়”
মোহাম্মদ রকিবুল হায়দার ভাই,
আপনার টিউনটি দেখে দ্বন্দে পরে গেলাম !!
যাইহোক, এবার নাম দিয়েই পরিচয় হবে।
——- শেয়ার করার জন্য ধন্যবাদ ———