জেনে নিন বিজ্ঞানের কিছু মজাদার ট্রিকস …….

আমার মনে হয় আমাদের সবার কখনও কখনও বাচ্চাদের সাথে সময় দিতে হয়।
যেমন -এই তো সেদিন আমি আমার ছোট খালার বাসায় গিয়েছি তো সেখানে আমার খালাতো ভাইয়ের (চার বছরের) সাথে প্রথমে ক্রিকেট খেলি তারপর গেমস তারপর কার্টুন দেখি তারপরও অর্নব (খালাতো ভাই) আমাকে ছাড়ে না কিন্তু আমি তো বাসায় যাব কি করা যায় তাই ভাবছি তখন মনে পড়লো কিছু ট্রিকসের কথা আমি অর্নবকে বল্লাম - শোন আমি তোমাকে কিছু জিনিস করতে বলবো যদি তুমি পার তবে আমি থাকবো আর না পারলে আমি চলে যাব তুমি কাঁদতে পারবে না।ও বললো ঠিক আছে তারপর আমি ওর সাথে কিছু মজাদার ট্রিকস খাটিয়ে ছিলাম এবং ওদের বাসা থেকে চলেও এসেছিলাম।তো সেই ট্রিকস গুলা নিচে আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনিও বাচ্চা কাচ্চাদের সাথে সময়টা মজা করে পার করে দিতে পারেন।

মধ্য আঙুল ট্রিকস

CantLiftFinger

 

একটি টেবিলের উপর বা কোন সমান জাগায় উপরের ছবির মত মধ্য আঙুলটি ভাজ করতে বলুন।

এবার বলুন মধ্য আঙুলটি না নাড়িয়ে বাকি চারটি আঙুল এক সাথে উপরে দিক তুলতে।

কি দুষ্টু ছেলেটিও এবার বোকা হয়ে গেছে .... হি হি ... আর হ্যা এই ট্রিকসটা যদি আপনারও না জানা থাকে তবে একবার ট্রাই করুন।

কাগজ ভাজ

FoldingPaper

 

যে কোন সাইজের এক টুকরা কাগজ দিয়ে বলুন অর্ধেক অর্ধেক করে ৯টি ভাজ দিতে।

কি পারেনি তাই না আপনি ভাবছেন আপনি পারবেন দেখুনতো চেষ্টা করে ....

কার্ড ট্রিকস

DropACard1

 

মেঝেতে আপনার পায়ের সামনে উপরের ছবির মত একটুকরা কাগজ রাখুন।
এবার একটি কার্ড নিচে কাগজের উপরে ফেলে দিতে চেষ্টা করুন।তবে কার্ডটি কিন্তু আপনাকে নিচের ছবির মত ধরতে হবে।
DropACard3

 

কি পারলেন না তো ....
DropACard2

 

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি ভাবে পারবেন।
DropACard4

 

আপনাকে কার্ডটি যতটা সম্ভাব সমান ভাবে ধরে উপর থেকে ফেলতে হবে।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ……….. ভালোই ……. পোলাপান বেশি দিগদারি করলে কাজে লাগবে।

আর হ্যাঁ ………….. ট্রিকসগুলো কিভাবে কাজ করছে তা এক্সপ্লেইন করলে মনে হয় আরো বেশি ভালো হয়ত। টিউনটা কেমন যেন জেনারেল ক্যাটেগরি র হয়ে গেল ,,,,,,,,,,,,, watch it moin ……. you’re a top tuner now!!

    Level New

    হুম্ বুঝতে পারছি …. টিউনটা কি একদমই খারাপ হয়েছে মুছ দিব ?

    এতটাই খারাপ হয়নি যে মুছে দিতে হবে ……………………… থাকুক

    Level New

    ধন্যবাদ 😀

nice

Level 0

valO TRics
1st ta perechi
2nd ta u can fold any paper up to 7 steps

Level 0

সাধারণ কিছু ট্রিকস কিন্তু পরে এত ভালো লাগলো ! কারণ, আমি জানলেও এই জিনিষটা মাথায় ছিলনা কোনো ছোট মানুষের সাথে এরকম ট্রিকস করে কাজ হাসিল করা যেতে পারে ! আসলেই চমত্কার লেগেছে ! আমিও দেখি করব !অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা !