অনেক দিন পর আবার আসলাম টিউন নিয়ে। মাঝখানে টিটি ডুব দিল। তখন ফেবুর টিটি গ্রুপে একজনকে কথা দিয়েছিলাম এ সম্পর্কে লিখব। অনেক আগেই লেখার কথা ছিল। কিন্তু চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার কারণে তখন লিখতে পারি নি। প্রায় দুই মাস পরে ব্যাক করলাম। যাইহোক আজকে লিখব কম্পিউটার maintenance এবং এর সর্বোচ্চ কতটুকু performance ইউজ করা safe.
এখন বেশির ভাগ ব্যবহারকারীরাই ল্যাপটপ ব্যাবহার করেন। আমি নিজেও ব্যাবহার করি। গত নভেম্বরে আমি ডেল এর একটি ল্যাপটপ কিনি। কেনার পর থেকেই একটি সমস্যা দেখা দেয়। সেটি হল over heating. প্রায় প্রত্যেকটি ল্যাপটপ এ সমস্যা আছে। এর ক্ষুদ্র structure এর জন্য অধিকাংশে দায়ী। প্রথম অবস্থা শীতকাল ছিল দেখে তেমন সমস্যা হয়নি। কিন্তু গরম কাল আসার সাথে সাথে এ সমস্যা আর বাড়তে থাকে। শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে আমি কোন গেম বা high end software কিংবা cpu stress test করলেই কম্পিউটার auto turn off হয়ে যায়। বুঝতে পারলাম কম্পিউটার ওভার হিট হয়ে যাচ্ছে। তখন আমি এর temperature monitor করা শুরু করলাম। দেখতে পেলাম under full stress এই CPU এর temperature 85C এর কাছাকাছি এবং কিছু কিছু ক্ষেত্রে(যেমন অনেক্ষন ধরে চালালে) 85C তে পৌঁছে যাচ্ছে। এবং এটি cross করলে কম্পিউটার অটো বন্ধ হয়ে যাচ্ছে to prevent causing any harm on the CPU. তো এখন কি করা যায়? কম্পিউটার ব্যাবহার করা কি বন্ধ রাখতে হবে? আমার পক্ষে আরও অনেক কিছু করা সম্ভব হলেও এটা সম্ভব নয়। এবং সম্ভবতঃ আপনাদের কার পক্ষেও সম্ভভব হবে না। তো কি করা যায়? আসুন দেখি কিভাবে এটি মনিটর করা এবং এর কয়েকটি সম্ভাব্য solution আলোচনা করি।
এর জন্য আমি দুইটি সফটওয়্যার ব্যাবহার করব। HW monitor এবং Real Temperature. আপনারা এখান থেকে সফটওয়্যার দুইটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যার দুইটি ওপেন করুন। HW monitor এ আপনি আপনার casing এর ভিতরের, CPU(along with each core) এবং HDD এর তাপমাত্রা দেখতে পারবেন। Real Temp এ শুধু মাত্র CPU এর তাপমাত্রা দেখতে পারবেন। সাধারণত সফটওয়্যার দুইটি automatically Tjmax select করে নেয়। তা না হলে আপনি manually Tjmax set করে নিন। আপনার processor এর Tjmax জানতে প্রসেসর এর মডেল লিখে গুগল এ সার্চ দিন। manufacturer(যেমন Intel, AMD) এর ওয়েবসাইট থেকে এটি জেনে নিন। এটি Tjmax অথবা Tcase নামে থাকবে। real temp এর ক্ষেত্রে Tjmax set করতে এটি ওপেন করে settings এ ক্লিক করে TJmax set করুন।
HW monitor এর ক্ষেত্রে সফটওয়্যার এর সাথে যে "hwmonitorw.ini" file টি আছে তা নোটপ্যাড দিয়ে ওপেন করে নিচের ছবিতে মার্ক করা অনুযায়ী Tjmax সেট করুন।
এখন নিচের ছবিটি দেখুন(দেখার অসুবিধা হলে ক্লিক করে জুম করে দেখুন)ঃ
ছবিতে নীল রঙ দিয়ে এই মুহূর্তের CPU এবং casing এর temperature দেওয়া আছে। আর লাল রঙ দিয়ে maximum temperature highlight করা আছে। দেখুন তাপমাত্রা কত বেশি! এক্ষেত্রে তাপমাত্রা ৮৪ ডিগ্রী সেলসিয়াস এ পৌঁছেছে। যেকোন কম্পিউটার এর জন্যই এত বেশি তাপমাত্রা ভাল না। আমার ল্যাপটপে high stress এ তাপমাত্রা এতই বাড়ে যে মাঝে মাঝে ৮৫ ডিগ্রী cross করে ফেলে। সেক্ষেত্রে কম্পিউটার অটো বন্ধ হয়ে যায় to prevent damage to the processor. আর তাছাড়া continuously এ অবস্থায় কম্পিউটার চালাতে থাকেলে অবশ্যই bad effect পড়বে thats for sure. তাহলে কি কম্পিউটার চালানো বন্ধ রাখব? আমাকে দিয়ে আরও অনেক কিছু হতে পারে কিন্তু এটা হবে না। তাহলে কি করা যায়? আসুন এখন সম্ভাব্য কয়েকটি solution আলোচনা করি। মূল লক্ষ্য হবে যেন কোনভাবেই CPU temperature Tjmax এ পৌঁছতে না পারে।
প্রথমে basic কিছু precaution ফলো করতে হবে। আপনি যদি ল্যাপটপ চালান তবে বিছানা, তুলা অথবা foam দেওয়া কোন কিছুর উপর ল্যাপটপ রাখবেন না। যদি একান্তই রাখতে হয়(যেটা আমি সবসময়ই করি ) সেক্ষেত্রে এর নিচে বই অথবা এরকম কিছু রাখবেন। খেয়াল রাখবেন যেন যে দিক দিয়ে laptop এর ফ্যান air suck করে ওই দিকটি খোলা থাকে। তা না হলে সাইড এর air flow এর vent ও কাজ করবে না ঠিক মত। অতিরিক্ত গরম হয়ে যাবে ল্যাপটপ। সবচেয়ে ভাল হয় যদি ল্যাপটপ কুলার কিনতে পারেন। ৭০০-২৫০০ এর ভিতর বেশ ভাল ল্যাপটপ কুলার কিনতে পারবেন। আর যেখানেই রাখেন সবসময় খেয়াল রাখবেন যেন সাইড এর air vent গুলো যেন খোলা থাকে।
কিন্তু এত কিছু করার পরও যদি তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কি করবেন? সেক্ষেত্রে আপনার কম্পিউটার এর performance sacrifice করাটাই হবে আমার advice. সামান্য একটু performance এর জন্য এত দামি জিনিসটা নষ্ট করার চাইতে এটাই কি ভাল হবে না?
এটি করতে control panel থেকে power option এ যান। আপনার active plan থেকে change plan settings এ যান।
এরপর Change advanced power settings এ ক্লিক করুন।
Scroll করে নিচে এসে Processor power management>Maximum processor state থেকে On battery এবং Plugged in দুই ক্ষেত্রেই কমিয়ে দিন আপনার সমস্যার উপর নির্ভর করে। test করে নিন কোন অবস্থায় আপনার কম্পিউটার সব চেয়ে stable হয়। অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ৫% করে কমিয়ে কমিয়ে চেষ্টা করতে থাকুন। যেমন আমার ক্ষেত্রে ৮০% এ তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে থাকছে under full stress.
আপনি বিভিন্ন stressing সফটওয়্যার ব্যবহার করতে পারেন। Real Temp এর ভিতরে একটি built in CPU stress দেওয়ার software আছে “LoadTester” নামে। ওপেন করে Select all এ দিয়ে Load CPU দিন। লক্ষ্য রাখবেন আপনার processor এ যতগুলো core কমপক্ষে তত গুলো ওপেন করবেন। সম্ভব হলে আরও বেশি ওপেন করবেন। তবে এ সফটওয়্যার শুধুমাত্র CPU এর উপর pressure create করে। complete stress এর জন্য prime95 download করে test করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনি Real Temp open করে Sensor Test এ গিয়ে ডাউনলোড করতে পারবেন। তবে প্রত্যেক test এর ক্ষেত্রে একের অধিক stress program এক সাথে চালাবেন। আপনি যদি ডেক্সটপ চালান সেক্ষেত্রে সাধারণত তেমন সমস্যা হবে না। তবে আপনি যদি overclocking অথবা বেশি যেসব প্রোগ্রাম stress তৈরি করে সেগুলো চালান সেক্ষেত্রে নিয়মগুলো অনুসরণ করতে পারেন।
আজকে এ পর্যন্তই। ভুল ত্রুটি হলে আসা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিদায় আগামী টিউন পর্যন্ত।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব কাজের টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য