.txt ফাইলে বাংলা ঝামেলা ঝামেলা !!

যারা টেক্সট ফরমেটের ফাইলে বাংলা লিখার চেষ্টা করে সেভ করার সময় হতাশ হয়ে ফিরে গেছেন ওয়ার্ড এ তাদের জন্য একটু হালকা শিতল হাওয়া ::


১. একটি টেক্সট ফাইল ওপেন করুন ।। আপনার প্রয়োজনীয় বাংলা ইউনিকোডে টাইপ করুন ।। অভ্র ব্যাবহারকারী রা F12 এবং ‍বিজয় ব্যাবহারকারী রা Ctrl+Alt+V


২. টেক্স্ট ফাইল টির ফাইল মেনু থেকে "Save as" কমান্ড দিন ।


৩. এবার চলুন করে ফেলি আসল ট্রিক্স টা ।। "Save" বাটনের বাম দিকে খেয়াল করবেন একটা খুবি কার্যকর বাটন ।। লিখা আছে ASCI আপনাকে শুধু করতে হবে Unicode ।।


৪. ব্যাস আপনার পছন্দ মত নাম আর লোকেশন সিলেক্ট করে বের হয়ে আসুন ।।

 

 

এবার ফাইল টা ওপেন করে দেখুন । আশা করা যায় হতাশ হবেন না ।।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

age thekei jantam…kintu oneke hoito janena, tader kaje lagbe.

    Level 2

    @ওয়াহিদ: ভাইয়া অন্ততঃ ধৈর্য্য ধরে যে পড়েছেন তাতেই আমি খুশি ওয়াহিদ ভাইয়া ।। এতটাই বা কে করে বলুন !!

আরে এই সহজ বিষয়টা বার বার এড়িয়ে গেছি !!!ধন্যবাদ।

    Level 2

    @imran ahmed: আসলে আমিও এতদিন খেয়াল করিনি ।। একজন সলুশন চাইলো তখন খেয়াল করলাম যে আসলে এইভাবে করলেই তো হয় ।।

    ধন্যবাদ ইমরান ভাই ।।

Notepad e to partesi but Notepad++ e kivabe bangla likhbo???

Tune er jonno thanks.

    Level 2

    @ইমরান: জানিনা ইমরান ভাই ।। আমি তো ডিফল্ট টাই ব্যাবহার করতেছি ।। কোন ফল্ট পাই নি ।।

সুন্দর !

খুবই সন্দর ও কার্যকারী সলিউশন!!

ধন্যবাদ।

দারুন ত
ধন্যবাদ

Level 0

jantam na….thanks 🙂

    Level 2

    @green prince: @Sushan: মজার বিষয় হল আমিও জানতাম না টিউনটি করার কিছুদিন আগে খেয়াল করেছি ।।

প্রয়োজনীয় ট্রিক্স

ধন্যবাদ

    Level 2

    আপনাতকও ধন্যবাদ সবুজ ভাইয়া ।। কমেন্টস এর জন্য ।।

ছোট কিন্তু সুপার টিউন।

    Level 2

    ধন্যবাদ রেজওয়ান ভাইয়া ।।

আসলে Notepad এর ফিচার নিয়ে কখনো নাড়াচাড়া করা হয়না। তাই চোখের সামনে থাকলেও চোখে পড়েনি। ধন্যবাদ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য। Nice tune……….