আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। টাইটেল দেখেই সবাই বুঝে গেছেন বিষয় বস্তু কি? অনেকেই হয়ত এখন উইন্ডোজ ৮ কনজিউমার প্রিভিউ ওএস ব্যবহার করছেন। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের ডান পাশের নিচের কোনায় Windows 8 Consumer Preview Evaluation Copy. Build 8250 লেখটি দেখতে দেখতে সবাই মনে হয় বিরক্ত হয়ে গেছেন। আসুন চিরতরে বিদায় করে দেই এই লেখাটিকে। প্রথমেই এই সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করুন মাত্র ৫৫৪কেবি। ডাউনলোডের পর সফ্টওয়্যারটি রান করুন । নিচের স্ক্রীনসট গুলো অনুসরণ করুন।
এরকম দেখাবে প্রথম অবস্থায়ঃ
১. আপনি যে ছবিটিকে আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ছবিটিকে "CachedImage_1366_768_POS4.jpg" নামে সেভ করে নিন (কোটেশন ছাড়া)। উল্লেখ্য এখানে "1366_768" আপনার মনিটরের স্ক্রীন রেজুলেশন। এখানে নতুন ফোল্ডারে একটি ছবিকে নতুন করে নাম করন করে রাখা হয়েছে (ছবিতে)।
২. এখন আপনার কম্পিউটারের রান কমান্ড চালু করুন (Windows logo key + R)
এবং %appdata%\Microsoft\Windows\Themes\CachedFiles\ টাইপ করুন অথবা এখান থেকে কপিও করতে পারেন।
এইবার এই ফোল্ডারে আপনার পছন্দের ওয়ালপেপারটি যেটাকে (CachedImage_1366_768_POS4.jpg) নামান্তর করা হয়েছে সেটাকে কপি পেষ্ট ও রিপ্লেস করুন।
৩. এবার আপনার কম্পিউটারকে রিফ্রেশ করে নিন আর দেখুন নিচের ওয়াটার মার্ক আর নেই।
তবে এই প্রক্রিয়া টিতে বারবার ওয়ালপেপার পরিবর্তনের সময় ফাইলের নাম পরিবর্তন করে নিতে হবে।
অতএব, প্রথমের টি ব্যবহার করাই উত্তম। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন এই কামনা রইলো সবার জন্য। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয়তে্