টেকটিউন্স এর সকল বন্ধুরা কেমন আছ ? আশা করি তোমরা সবাই ভালই আছ। আজ তোমাদের কাছে ফেসবুক ফ্যানপেজের ফ্যান সংখ্যা বাড়ানোর বেশ কার্যকরি একটি উপায় নিয়ে আলোচনা করব।
প্রথমে , তোমাদের এই ওয়েবসাইট ( you like hits ) এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই বোনাস ৫০ পয়েন্ট পাবে। এখানে সবচেয়ে বড় সুবিধা প্রতিদিন শুধু লগিন করে Claim 50 Free Points Daily! বাটনটিতে ক্লিক করলেই ৫০ পয়েন্ট। এছাড়াও এখানে অন্যন্য সবার ফেসবুক পেজে লাইক দিলে , টুইটারে ফোলো করলে , ইউটিউব এ সাবস্ক্রাইব করলে কিংবা ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমেও পয়েন্ট পাওয়া যাবে। রেফারেল করেও ১০০ পয়েন্ট পাওয়া যায়।
এবার আলোচনা করা যাক, তুমি যে পয়েন্ট গুলো পাবে তা তোমার কি কাজে লাগবে। ওয়েবসাইট টির বামপাশের Your Settings এর নিচে FB বাটনে ক্লিক করে প্রথমে নিজের ফেসবুক প্রফাইলের এড্রেস দিতে হবে। এরপরে যে ফ্যানপেজের ফ্যান বাড়াতে হবে তা ্যুক্ত করতে হবে নিচের Add a Page অংশ থেকে। এখানে প্রতি লাইকের জন্য পয়েন্ট ঠিক করে দিতে হবে।
এভাবেই তুমি তোমার ফ্যান পেজের ফ্যান সংখ্যা বাড়িয়ে নিতে পারবে।
সার্বক্ষনিক খেলাধুলার সংবাদের জন্য এই ব্লগটাতে ঘুরে আসতে পারেন SportsTimeBD ।
আমি Systematic chaous। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা তো পুরান জিনিস নতুন কিছু নাই ? এইটা দিয়ে লাইক দিলে পরে আবার লাইক আন লাইক করে দায় ।