কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করবেন?

হয়ত ব্যাপারটা অনেকেরই জানা। তারপরও সবার সাথে শেয়ার করলাম।

সাধারণত কম্পিউটার চালু করতে হলে সিপিইউয়ের পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কিংবা কাজ না করলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন নিয়ে মাথা না ঘামিয়ে সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করা সম্ভব। এজন্য কম্পিউটার চালু হওয়া অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরতে হবে। কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপতে হবে। তারপর Power on My Keyboard নির্বাচন করে আবার Enter চাপতে হবে। এরপর Password দিয়ে আবারও Enter চাপতে হবে। Password  দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি 'কি' নির্বাচন করতে হবে। সবশেষে কিবোর্ড থেকে [F১০] বাটনটি চেপে বের হযে আসতে হবে। এরপর থেকে নিজের নির্বাচিত 'কি' চাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারটি যে কোনো সময় চালু করা যাবে।

Level 0

আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পদ্দতিটি জানতাম না। আচ্ছা এটা করলে পিসির কোন ক্ষতি হওয়ার চান্স আছে??
ধন্যবাদ, জিনিসটা শেয়ার করার জন্য।

গুড জব ভাইয়া। চালিয়ে যান নিয়মিত। ভালো হচ্ছে।

Level 0

ame o vhai bepar ta bujlam na. Blast hobe mane. Aktu bujea blben.

Level 2

লেপটপে করা যায়?

    @lordarshad: ল্যাপটপে ট্রাই করি নি। আমি আগে দেখি। হলে আপনাকে জানাব। তবে ল্যাপটপে এটার তেমন প্রয়োজন আছে বলে মনে হয় না।

Level 0

this is awesome………thanks a lot………

Level 2

আমার ইন্টেল মাদারবোর্ড এ কাজ করে না 🙁 তবে আমার বন্ধুর গিগাবাইট মাদারবোর্ড এ কাজ করছে । অন্য মাদারবোর্ড (ফক্সকন, এম.অস.আই.) গুলোতেও তো কাজ করছে না 🙁

Level 0

:(intel:(

Asus এবং gigabyte এ কাজ করে

but Asus er system ta alada…….. tuner ke rkost korbo Asus er akta tune dite………… computer chalu korar somoy bios e jeye ‘power management’ thaka ‘power on by PS2″ keyboard Enable kore din…. but USB keyboard e kaj hobe na…..