এবার IDM দিয়ে সব ধরনের ফাইল ডাউনলোড হবে !!

আসসালামুয়ালাইকুম। আশা করি ভালো আছেন 🙂

আমি টেকটিউনস এর একজন পুরাতন ভক্ত এবং একদম নতুন টিউনার।

টেকটিউনস এ এটা আমার প্রথম পোস্ট। টেকটিউনস অনেক বড় টেকনোলজি প্লাটফরম; তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন 🙂

যেহেতু নতুন লিখছি তাই ছবি সহ পোস্ট করতে পারলাম না, আশা করি পরবর্তী পোস্টে করতে পারবো। সবাই যদি সাহস দেন তাহলেই 😀

অনেক সময় দেখা যায়, আপনি কোন সফটওয়্যার বা ডকুমেন্ট বা থিম ডাউনলোড করছেন কিন্তু আইডিএম এ তা পাচ্ছেনা। মজিলা বা গুগল ক্রম ব্রাউজার এর ডিফল্ট ডাউনলোড ম্যানেজার থেকে ডাউনলোড হচ্ছে।

এতে করে আমাদের সময় এবং অনেক ধৈর্য দুটোরই অপচয় হয়। কারন একমাত্র আইডিএম ই পারে স্বাভাবিক ডাউনলোড স্পীড কে বৃদ্ধি করে দ্রুত ডাউনলোড করতে।

► এমন যদি কখনও আপনার ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক উপকারী মনে হবে নিঃসন্দেহে 🙂
যেভাবে কাজটি করবেনঃ

ক) IDM ওপেন করুন।
খ) Downloads মেনু থেকে Options এ যাবেন।
গ) Internet Downloads Manager Configurations এর ডায়ালগ বক্স ওপেন হবে। এবার এখান থেকে File Types select করুন।

ঘ) এবার দেখুন Automatically Start Downloading the following file types; এ যেসব ফাইল আইডিএম অটোমেটিক ডাউনলোড নেয় তার একটা লিস্ট দেখা যাবে।

ঙ) আইডিএম এ সাধারণ ZIP DOC DOCX THEMEPACK ইত্যাদি ফাইল অটোমেটিক ডাউনলোড করেন না। এবার আপনার কাজ হবে; যে ফাইল টা আইডিএম এ অটোমেটিক ডাউনলোড নিচ্ছেনা তা এই লিস্টে লিস্টেড করা।

চ) এখন ধরুন আপনার ফাইল এর ফরম্যাট যদি হয় .zip তাহলে আপনি ডট বাদে শুধু ZIP কথা টা লিখে দিবেন। এবার ওকে করে আবার ডাউনলোড এর কমান্ড দিলে আপনি ঐ ফরম্যাট এর ফাইল বা ছবিটা ডাউনলোড করতে পারবেন।

এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফরম্যাট লিখে দিলেই আইডিএম টা ডাউনলোড করা শুরু করবে।

→ ফেসবুকে আমি ছোটমোট একটা টেকনোলজি পেইজ চালায়, সময় হলে একবার ঘুরে আসুন আমার টেকনোজিনিয়াস পেইজে, আশা করি খারাপ লাগবেনা কারো :-)

Level 0

আমি চাঁদের আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন প্রযুক্তি প্রেমিক ! প্রযুক্তির সুরে মেতে থাকি সব সময়। ভালো লাগে গুগলিং করতে, নতুন নতুন সফট কালেক্ট করতে। ব্লগ পরি, নতুন কিছু জানার চেষ্টায় থাকি। চেষ্টা করি প্রযুক্তির সাথে সবসময় থাকার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

কাজের টিউন।ধন্যবাদ।

ভাল লাগল। তবে আইডিএম মাঝে মধ্যে খুব ঝামেলা করে। প্রায় সময়ই ব্রাউজার হ্যাং করে বসে।

আমি ভাবছিলাম টরেন্ট ডাউনলোড করা যাবে যাই হোক আপনার ফেবু পেজ তা ভাল লেগেছে কভার ফটো টা সুন্ধর হয়েছে।

    @আপোন জন: ধন্যবাদ, কভার ফটোটা যে বানিয়ে দিয়েছে তার কাছে অনেক ঋণী ভাই 🙂
    ধন্যবাদ সাথে থাকুন।

আপনাকে শুভেচ্ছো জানাই টিটিতে।

Level 2

ভাল টিপস।

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই।